তিনকোণি বারান্দা

রিতু জাহান ১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ০৯:২২:১৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আলো উপচানো, চোখ জ্বালা করা রোদ,
নিরবিচ্ছিন্ন কোলাহল
দীর্ঘ সোজা রাস্তা,
তোমার দুয়ার বরাবর
এ আমার দক্ষিণের বারান্দা।
গা ঘেঁষে গাছপালার নিবিড় ভালবাসা
আকাশমনি গাছের বেড়ে ওঠা
দীর্ঘ বেণি ঝুলিয়ে জড়িয়ে থাকা রহস্যময় পরগাছা
অফুরন্ত নির্মল হাওয়া

সুপারি ফুলের মাদকতা

সোনালু লতার ঢলাঢলি
পাখিদের কলকাকলি
ভালবাসার উদাত্ত আহ্বান
এ আমার পূবের বারান্দা।
নীরব, স্নীগ্ধ, আধো-আলো
মৃদু সুরে রাই এর পংক্তি
দৃষ্টির জালে আটকে পড়া শুভ্র কাশবন
শরতের বৃষ্টিচপল উৎসব
এ আমার পশ্চিমের বারান্দা।
,,,,রিতু,,,, কুড়িগ্রাম।
১৯.৯.১৮.

৫২৫জন ৫২৪জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ