আমরা অনেকেই জানি না, বাংলাদেশের একটি সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা আছে। হ্যাঁ এ পানির নাম মুক্তা।
কী, হাসি আসছে? আমারও আসছিল। কিন্তু পুরাটা পড়লে বুঝতে পারবেন। এটি গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এর বিশেষত্ব হল, এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে। কোন স্বাভাবিক, সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয় না। আর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এ পানি ব্যবহার করা হয়। সহজেই বুঝা যায়, এটি কেমন বিশুদ্ধ হতে পারে। অথচ দাম একই।
কোন বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছে না। সেই সাথে প্রতি জেলায় জেলায় ডিলার দরকার। এক বোতল পানি কিনেও যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোর উপকার করতে পারি, এতে ক্ষতি কী? পানি তো আমরা কিনিই। অন্তত এ পানিতে কখনোই শেওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই। কেউ কারখানাটি দেখলে অবাক হবেন, এখানে কীভাবে পানি মাটির নিচ থেকে তোলা হয়, বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয়।
প্রচারে প্রসার। অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আপনিও প্রচার করুন। মুক্তা ড্রিংকিং ওয়াটার এর বিজ্ঞাপন হউক আমাদের টেলিভিশন এর এবং আপনাদের মাধ্যমে।
আজ থেকে আমি বাইরের পানি এক বতল কিনলেও মুক্তা পানি কিনবো । আপনারাও কিনুন ।
http://m.banglanews24.com/national/news/bd/563836.details
http://amaderorthoneeti.com/new/2016/12/02/46883/
http://www.dghs.gov.bd/index.php/bd/home/4566-2017-07-20-08-55-40
https://www.amadershomoy.com/bn/2017/12/25/411920.htm
৫টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভাল একটি তথ্য জানলাম আমার জানা ছিল না।আমি এই প্রথম শুনলাম।আসলে সরকারী বা দেশীয় সব প্রতিষ্টানগুলো এমন অপ্রচারিত হয় কেন?ওখানে কি প্রচারে বা প্রোজেক্ট উন্নয়নে কোন লোকজন বা কর্তা নেই? -{@
মাহমুদ আল মেহেদী
ধন্যবাদ ভাই ভাল একটা তথ্য জানলাম
মোঃ মজিবর রহমান
সুন্দর একটি উদ্যগ সমাজ কল্যান মন্ত্রানালয়ের। এখন সমাজ কল্যান মন্ত্রানালয় অনেক কাজ সেবা মুলক। তথ্যটি শেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ সঞ্জয় দা।
মৌনতা রিতু
বাহ! চমৎকার একটা পোস্ট। সচেতনতা দরকার আসলে খুব। এমন সব কাজে এদের উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে নেবার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
প্রতিবন্ধী এসব সুবিধাবঞ্চিত মানুষদের পাশে আমাদের দাঁড়ানো উচিৎ। এমন একটি পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
Arnob
আসলেই এই দেশটা চালায় কারা। লক্ষ কোটি টাকার মার্কেটিং এর কাছে সবাই জিম্মি? আমরা একটু এগিয়ে আসলেই কল্যাণ হবে এই প্রতিবন্ধী ভাই বোন দের। উঠে আসবে সম্পূর্ণ দেশিও একটি ব্র্যান্ড। লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা বেছে যাবে। যার সুবিধা পাবে সারা দেশের মানুষ। তাও কেন করবো না আমরা এই ব্র্যান্ড এর প্রচার। আমরা যত মানুষ বাংলাদেশে ফেসবুক ব্যবহার করি তার কিছু শতাংশ মানুষ ও যদি এর প্রচার করি তাহলেই কিন্তু আমরা অই লক্ষ কোটি টাকার ব্র্যান্ডিং কে পিছনে ফেলতে পারি। তবে কেন আমরা করি না!!!
এখানে আমি কিছু আইডিয়া শেয়ার করেছি যে কি কি উপায়ে আমরা মুক্তা পানির মার্কেটিং করতে পারি।