প্রিয় বর্ণিল…

বর্ণিল,

আরেক শ্রাবণ এলো। অথচ গরম কমছে না। সমস্ত আকাশ জুড়ে মেঘ লেপ্টে আছে, তবুও বৃষ্টি নামেনি। ঋতুর বৈচিত্র্য কোথায় হারিয়ে গেলো! এই দেখো তোমাকে লিখতে বসে সেই আগের মতোই আবহাওয়া প্রসঙ্গ চলে এসেছে৷ মনে আছে তুমি বলতে, “যখন কোনো কথা খুঁজে পাওয়া যায়না, তখনই তুমি আবহাওয়ার কথা টেনে নিয়ে আসো। কেন বলো তো? আমাদের কি কথা ফুরিয়ে গেছে?” আসলে কি জানো, তোমার সামনে দাঁড়ালে কথাগুলো কেমন এক লজ্জ্বায় কুঁকড়ে যায়! এ কথা আজও তোমাকে বলা হয়নি।

আচ্ছা আমাদের কতোদিন দেখা হয়নি বলো তো! কতোদিন আমরা একে অন্যের উপর মিষ্টি রাগ দেখাইনি? কতো যুগ যেনো পেরিয়ে এসেছি, কথা হয়নি! আমাদের বুনো অভিমান এতো গভীর হতে পারে বর্ণীল? তার মানে তো আমরা দুজনই দুজনকে নীরবে ভালোবেসে যাচ্ছি! তুমি আমার আনন্দদায়ক যন্ত্রণা। বুঝেছো?

জানো সেদিন একটা ঘটনা ঘটলো। আমি হেঁটে যাচ্ছি কেউ যেনো পেছন থেকে আমায় ডেকে উঠলো, “এই মেয়ে কোথায় যাচ্ছো?” চমকে উঠলাম একেবারে তোমার কন্ঠ! চেয়ে দেখি আসলে আমায় নয়, আরেকজনকে ডাকছে নাম-না-জানা ছেলেটি। তুমি আমায় নিয়ে কী পজেসিভ ছিলে! ঠিক পজেসিভও না, খুব কষ্ট পেতে কারো সাথে কথা বললে। এত্তো বোকা তুমি! আমাকে আজও বুঝতে পারলে না বর্ণিল! হয়তো কখনো জানতেও পারবেনা এই যাপিত জীবনে তুমি কী গভীরভাবে জড়িয়ে আছো! আমিও চাইনা অবশ্য তুমি আমাকে জানো কিংবা চেনো। শুধু এটুকু ভেবেই দিন কাটিয়ে দিচ্ছি, এ পৃথিবীর কোথাও না কোথাও তো তুমি আছো!

যাক অনেক কিছু লিখে ফেললাম। এ চিঠিটাও আমার ডায়েরির পাতাতেই থেকে যাবে প্রতিবছরের মতো। এভাবেই এই দিনটিকে আমি উদযাপন করি। অবশ্য তুমি এই দিনটিতে তোমার পুরোনো বাড়ীতে চলে যাও। তারপর সম্পূর্ণ দিন চোখের জলে ভাসাও মায়ের কথা ভেবে। আমার অনেক যন্ত্রণা হয় বর্ণিল। কিন্তু তারপরও জানো এই দিনটিই আমার জীবনের সব থেকে শুভদিন? আজ তোমার জন্মদিন!

শুভ জন্মদিন বর্ণিল।

বৃষ্টি শুরু হলো।
ভিঁজে চলে পথ-ঘাট, প্রান্তর; ক্রমশ অপেক্ষারা শীতল হয়ে আসে।
কার্ণিশ বেয়ে নেমে যায় জল, স্ফটিকের মতো চিকচিক করে ওঠে জানালার গ্লাস।
অথচ আজও আমার শ্রাবণ আসেনি—
চোখের বর্ষাকে ভিঁজিয়ে দেবে সেই মেঘ আজ যক্ষপুরীর অন্তরালে।—শুধু তোমার জন্যে।

ইতি,
অতিন্দ্রিলা

হ্যামিল্টন, কানাডা
২৪ জুলাই, ২০১৮ ইং।

(y) বিঃদ্রঃ ইহা একখানা রোমান্টিক পত্র। এই দুই চরিত্র কাল্পনিক। ইহার সহিত কাহারো মিল পাওয়া গেলে আমি দায়ী থাকিবো না, পূর্বেই জানাইয়া রাখিলাম।  😀

১১৩৪জন ১১৩৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ