আমার একান্তের কুটিরে

ছাইরাছ হেলাল ৬ জুলাই ২০১৮, শুক্রবার, ০৬:২১:২৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

পাহাড়ি মেঘের বাধা উজিয়ে
স্বপ্নে-স্বপ্নে দিবা-স্বপ্নে দিব্য-স্বপ্নে বেঁধে ফেলি
একান্ত একান্তে আমারই কুটির;

শীতোষ্ণতার নিকুচি করি;
বাত-জ্বর পীত-জ্বর তোয়াক্কা করি না,
নিঃশব্দ চিৎকারে অধিকারে নেব আমারই কুটির।

পাগল করা জ্বলজ্বলে জ্বালা ধরানো উজ্জ্বলন্ত ময়ূরের
যৌথ-অযৌথ সাতার মানি না,
শিথিল এলো চুলে মহাস্থবির হবো;
অর্জন-বিসর্জনের বৈধব্যে;

হতভম্বগুলো আড়াআড়ি দাঁড়াবে পথ আগলে
বিষম খেয়ে ভিমরী খাবে,
অনুষজ্ঞহীনতায় চুপচাপ বুঝে নেব নিজেকে;
মমিভুত স্থবিরতায়।
—————————————————————————————-

‘দিলাম জুড়ে সূঁচের খোঁচায় যা থাকে কপালে।‘

মৌনতা রিতু সুন্দর-সাবলিল ভাবে শঙ্কাহীন চিত্তে এমন করে বলতেই পারেন;
সূঁচী-শিল্প-কর্ম সবাই পারে না, যেমন আমি পারিনি, প্রবল-প্রতুল চেষ্টা-চরিত্র করেও,
তবে পণ্ডশ্রমে সফল হয়েছি ভেবে ভাল লাগছে!!

৪৮১জন ৪৮১জন

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ