****
শ্নেহের একজনে ফোন করে জানায় ” মামা আপনার সোনেলা নামটি আমার এতই পছন্দ হয়েছে যে আমার সবকিছুতে সোনেলা ব্রান্ড নাম ব্যবহার করতে ইচ্ছে করে। ”
আমি বলি ” এতই পছন্দ হয়েছে নামটি ? ”
ও বলে ” হ্যা মামা, আমার ব্লক এর নাম দিতে ইচ্ছে করে সোনেলা ব্লক। একটি নিউজ পোর্টাল বানাবো ভাবছি সোনেলা নাম দিয়ে, : সোনেলা নিউজ ৭১ ডট কম ( www.sonelanews71.com)। নিউজ পোর্টাল বানাই মামা ? ”
আমার ভাললাগায় বুকটা ভরে যায়। এত প্রিয় এই শব্দটি তার কাছে! বলি ” অবশ্যই বানাতে পারো নিউজ পোর্টাল, আমি সহ সোনেলার সোনা মানুষদের ভাল লাগবে।
আমিও তো আমার সমস্ত প্রডাক্ট সোনেলা ব্রান্ড নামে করতে পারি। সোনেলা ব্রীক্স, সোনেলা টাইলস, সোনেলা অটো রাইস, সোনেলা কন্সট্রাকশন, সোনেলা ট্রান্সপোর্ট ইত্যাদি…….
***
গত দু বছর যাবত সর্ট মেমোরী লস হচ্ছে আমার। আজ গুরুত্বপুর্ন কিছু দলিল, ট্যাকের কাগজ কোথায় রেখেছি ভুলে গিয়েছি। এই মুহুর্তে এর খুবই দরকার। জানি হাড়িয়ে যায়নি, পাবো একসময় … কিন্তু এই মুহুর্তে যে খুবই দরকার।
এভাবে ভুলে যাচ্ছি ব্যংকের চেক বই কোথায় রাখি, টাকা, ডলার, নতুন পরিচিত মানুষের নাম, মোবাইল কই রাখি জানিনা।
একজনের সাথে জরুরী কথা বলছি ফোনে , ওই অবস্থায় ফোন এলো অন্য একটা, নতুন জনের সাথে কথা বলতে বলতে ভুলে যাই আগের জনের কথা।
***
হঠাত রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকেনা আমার অনেক আগ হতেই। ঠিকাদারী জীবনে যে ইঞ্জিনিয়ার বিল দেবে আমাকে , হঠাত সামান্য ঘটনায় তাকে চর দিয়ে বসেছি কয়েকবার। কিছুতেই এটি নিয়ন্ত্রন করতে পারিনা আমি।
অত্যন্ত কাছের মানুষদের যতটা অধীকার আমার তার চেয়ে বেশী মন্দ বলে ফেলি হঠাত। যতক্ষন রাগ থাকে ততক্ষন জ্ঞানশুন্য হয়ে কস্ট দিতে থাকি, পীরন করি। কোনো ভাবেই নিয়ন্ত্রন করতে পারিনা নিজেকে। এই রাগ বেশি হলে ৩০ মিনিট থাকে। এরপর?
অনুতাপে মরে যাই, যতটা কস্ট তাকে দিয়েছি তার থেকে বেশি কস্ট পেতে থাকি নিজে। ইচ্ছেকৃতভাবে কস্টকে বাড়াই, লাইটার দিয়ে পায়ের নখে পোড়া দেই, দেয়ালে ঘুষি দেই,…… আরো অনেক কিছু করি। এরপর ক্ষমা চাই।
আচ্ছা এটি কি সাইকো মানুষদের লক্ষন? আমার কি সাইকিয়াস্ট দেখান উচিত?
হেটে চলা গন্তব্যহীন পথে, বসে থাকে সে কোন এক সাঁকোর পাশে অশ্বথ গাছের নীচে,প্রানের জড়, জড়র জীবন।
১৭টি মন্তব্য
মৌনতা রিতু
সোনেলা নামটা আসলেই দ্রুন একটা নাম। প্রথম শুনেই ভাল লাগা কাজ করেছিলো খুব।
আমি রেগে গেলেও খুব রেগে যাই। তবে রাগি না সহজে। যখন রাগি তখন আর নিয়ন্ত্রন থাকে না।
আমি নাম ভুলে যাই খুব। সহজে কারো নাম মনে রাখতে পারিনা।
ভাবছি আমার ভবিষ্যৎ স্কুলের নাম সোনেলাই দিব।
জিসান শা ইকরাম
সোনেলা বিদ্যালয় – ওয়াও দারুন হবে নাম।
তোমার তো দেখি আমারই মত অবস্থা 🙂
ইঞ্জা
ভাইজান এ কিয়া কন, আপমি গজনী হয়ে গেছেন আগে কইবননা, লগে একটা ক্যামেরা রাখেন, যখন কিছু কোথাও রাখবেন ছবি তুলে রাখবেন, তাহলে ছবিই আপনাকে মনে করায়ে দেবে।
জোকস এপার্ট, ভাইজান একটা রোগ হইছে যখন একটু সময় তো নেবেই, মেডিসিন গুলো ঠিকমত খাবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, মাথা যত সম্ভব ঠান্ডা রাখবেন, ইনশা আল্লাহ্ সব ঠিক হয়ে যাবে
জিসান শা ইকরাম
ভাল বুদ্ধি দিলেন তো, ছবি তুলেউ রাখব তাহলে 🙂
ইঞ্জা
:D)
নীলাঞ্জনা নীলা
নানা তুমি সাইকো না। শোনো এমন সময় আমাদের সবার জীবনেই আসে। মস্তিষ্ক নিজে থেকেই কিছু কথা মুঁছে দেয়। আমাদের হাতে নেই এর যন্ত্র। মনে আছে এই নিয়ে আমি লিখেছিলাম? এই যে লিঙ্কটা দেখো। https://sonelablog.com/%E0%A6%95%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%85%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF/
নানা গো Be Positive. বিষণ্ণতা নিয়ে লিখছে তোমার নাত্নী। আর তার নানা যদি এমন কথা বলে, তাহলে তোমার নাত্নীকে মানুষরা লজ্জ্বা দেবেনা? বলো?
সব ঠিক হয়ে যাবে, ভেবোনা। -{@ (3
জিসান শা ইকরাম
সব ঠিক হয়ে যাক নাতনী, যদিও অনাকাংখিত কিছু ঘটনা ঘটে চলছে জীবনে। ব্রেইনে অনেক চাপরে।
ভাল থাকিস
নীলাঞ্জনা নীলা
নানা আমাদের সবারই কোনো না কোনো সমস্যা আছে। তা বলে ভেঙ্গে পড়লে চলবে নাকি?
ভালো সময় যেভাবে চলে গিয়েছে, এই খারাপ সময়ও একটা সময় চলে যাবে নানা।
Be Positive! -{@
জিসান শা ইকরাম
দোয়া করিস ভাল সময় যেন দ্রুত চলে আসে।
তোর এই https://sonelablog.com/%E0%A6%95%E0%A6%A4%E0%A7%8B-%E0%A6%85%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF/ লেখাটা অসাধারন একটি লেখা ছিল।
খসড়া
নিজেকে নিয়ে ব্যাচ্ছেদের সময় এখনও আসেনি। অতএব সে চেপ্টার ক্লোজ। না নয় ভাবনা।
জিসান শা ইকরাম
উক্কে, না নয় ভাবনা। চ্যাপ্টার ক্লোজ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শিরোনামটা দেখেই বুঝেছি জটিল কিছু কথা পাব তবে আমি যত টুকু জানি এ জাতীয় মানুষের মন থাকে পরিস্কার,,,তাইতো নিজেদের খাতাটা দিলেন উম্মুক্ত করে।হেলাল ভাই কেমন আছে?
সোনেলা নামের মাঝে বেশ সহজেই আসক্তের মাদকতা আছে।যিনি http://www.sonelanews71.com বানাতে চাইছেন তাকে বিশেষ ধন্যবাদ,,,ুআহবান করব আমরাও এর যথাযত ব্যাবহার করব।
জিসান শা ইকরাম
হেলাল ভালই আছে।
সোনেলা নামে নিউজ পোর্টাল হলে অবশ্যই আমরা সেখানে থাকবো।
তৌহিদ ইসলাম
এই অবস্থা আমারো দীর্ঘদিন থেকে। রাগ নিয়ন্ত্রণ করতে পারিনা। শেষমেশ মেডিটেশন করে এখন একটু উন্নতির দিকে। চেষ্টা করে দেখতে পারেন ভাই। আর সোনালা ধীরেধীরে আমার পরিবার হয়ে উঠছে। সোনেলা এগিয়ে যাবে বহুদুর।
জিসান শা ইকরাম
সবারই হয়ত এমন সময় আসে, আবার চলে যায়।
ভাল থাকুন ভাই।
রিমি রুম্মান
ক্ষোভ শেষে এই যে অনুতাপ, এটি মানবিক মন। এবং এটিই সুস্থতা, স্বাভাবিকতা। ভুলে যাওয়া কম বেশি আমাদের সবারই হয়। মাঝে মাঝে খাবার ফ্রিজে রাখতে গিয়ে ভুলে মাইক্রোওয়েভে গরম দিয়ে ফেলি। চায়ে চিনির বদলে লবন দিয়ে ফেলি!
জিসান শা ইকরাম
ধন্যবাদ দিদিভাই, এমন মন্তব্যের জন্য।
শুভ কামনা