দশদিগন্ত

নীলাঞ্জনা নীলা ২৯ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার, ০৫:৪৫:০৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৬ মন্তব্য
আমার আছে আকাশ-অরণ্য…

শুধু ,
আমার করে
কেউ থাকেনা
আমার ঘরে
জানলা দিয়ে
ওই যে আকাশ
সেও যে অন্য কারো
অনেক দূরে।

নীরবতা শুধুই আমার
যেইনা ভাবি
হঠাৎ করে
হৈ-হুল্লোড়
চারদিকে সাড়া পড়ে।

কেন জানি
একা লাগে
আমার মতো
রাতও একা
দিনের কাছে
হাত পেতে চাই
দাওনা আমায়
সঙ্গ তোমার;
তখনই যে ঝড় ওঠে,
হারিয়ে ফেলি
আবার তোমায়।

আমার করে কেউ থাকেনা
থাকেনা কেউ
প্রতীক্ষাতে
ঘরটা আমার
পর করে দেয়
বিশ্বকে নিই আপন করে।

হ্যামিল্টন, কানাডা
২৮ সেপ্টেম্বর, ২০১৭ ইং।

৫৩৮জন ৫৩৬জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ