শুভনববর্ষ। নববর্ষের শুভেচ্ছা।

গাজী বুরহান ১৪ এপ্রিল ২০১৭, শুক্রবার, ১২:৩৪:১৯পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

চুনাওঠা পাঁচিলের কলঙ্ক লোপ হোক।
গত হওয়া শালিকেরা ফের প্রাণ ফিরে পাক।
অশ্বত্থের নিচে হোক না একটু ঝঁঝাটপূর্ণ
ঘুঘু কিবা শাঁখচুন্নি ডাইনীদের আমন্ত্রণে।
লক্ষ্মীপেঁচা এবং আমি না হয় থাকিব ঘুমে।

মঙ্গলকাব্যের মঙ্গলকথন শুনেছি ওই ছেঁড়া পাতায়।
সেদিন তো আর নেই, মানুষ এখন পশুদের মত।
হোক না একটু পশুর মস্তক নিয়ে মঙ্গলের টানাটানি।
হয়ত কাটা দিয়ে কাটার হবে চিকিৎসা।
আমি এবং সমুদ্রপায়রা না হয় ছুটি আলেয়ার পিছু।

ছেঁড়া তারে উঠুক ধ্বণী নতুন দিনের,
হালেরখাতায় ফুডুক না মিষ্টিমালাই।
বিশালাক্ষী ভর করুক সব ঋণাদির।
স্ফুট-মৃত্যু অশ্র হয়ে যাক না ঝরে।
ঘাসফড়িঙ আর আমি থাকি ওই নীড়ে।

দাঁড়কাক টি হোক না ময়ূরপঙ্খীরূপের
সেজেছে তো নতুন ঝাঁঝে নতুনসাজে।
সেলাম জানাই কাকটি আমার লক্ষ্মীমণি।
নতুন বছর করব সাফ এই মৃতবৎসের।
আমি এবার একটুখানি আমি হব।

নতুন বছরের প্রথমলগ্নে সকল সহব্লগারদের জানাই সবরঙেরগোলাপ শুভেচ্ছা -{@

৬৫৯জন ৬৫৯জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ