আমরা প্রতি বছর ঘুরে ফিরে একুশঁ এলেই বই মেলার মত বিশাল একটি জ্ঞান আহরণের সুযোগ পাই যা সারা বছর এই একটি মাসের জন্য সাহিত্য প্রেমিরা অধির আগ্রহে থাকেন।বলা প্রায় লেখক পাঠকই দৃষ্টি শক্তি সম্পর্ন কেউ কি ভাবছি আমাদের মাঝে এক শ্রেনী পাঠক আছেন যারা দৃষ্টি শক্তিহীন অন্ধ।অনেকে হয়তো জানেন তবে তার প্রচর blind-girl-reading-brailleএতোটাই ক্ষীর্ণ যে আমরা অনেকেই তা জানি না।আর এ কাজে এগিয়ে এসেছেন স্পর্শ ব্রেইল প্রকাশনা।তাদেরকে ধন্যবাদ যে তারা এই অন্ধদের কথা ভেবে বিশেষ পদ্ধতিতে বই প্রকাশ করে আসছেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চ আর বর্ধমান হাউসের মাঝের স্থানটিতে বিশেষ একটি স্টলের নাম স্পর্শ ব্রেইল প্রকাশনা। নামেই এর বিশেষত্বটা পরিস্কার হয়ে যাওয়ার কথা ব্রেইল পদ্ধতি হলো দৃষ্টি হীনদের শিক্ষা দানের একটি বিশেষ পদ্ধতি।তাতে ছয়টি উঁচু বিন্দুকে বিভিন্ন ভাবে সাজিয়ে অক্ষর, সংখ্যা প্রভৃতি প্রকাশ করা হয়।একটি বিশেষ ছিদ্র যুক্ত ধাতব পাত অথবা টাইপ রাইটার ব্যবহার করে ব্রেইল পদ্ধতিতে লেখা যায়। আঙুলের স্পর্শ অনুভূতি ব্যবহার করে তা পড়তে হয়।স্পর্শ ব্রেইল “২০০৯ সালে সর্ব প্রথম অন্ধদের জন্য ব্রেইল বই প্রকাশের উদ্যোগ নেয়া হয় এবং ২০১১ সাল থেকে নিয়মিত মেলায় অংশ নিচ্ছেন।”

এবার আসি কিছু নতুন পুরাতন প্রিয় লেখকদের বইয়ের খবরে -{@
লেখক: ছড়াকার Lutfor Rahman Liton  এই গুণী লেখক সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না।ফেসবুকে গত এক বছরে লেখা তার ধারা বাহিক স্মৃতিগদ্য ‘ ভ্রমর যেথা হয় বিবাগী’ একুশের বইমেলায় বই হয়ে এসেছে।বইটি প্রকাশ করছে কথা প্রকাশ।বইমেলার সোহরাওয়ার্দি উদ্যান অংশে প্রবেশ করলেই কথা প্রকাশের স্টলে বইটি পাওয়া যাবে।
16508081_10154252577239327_8216007084776266533_n
একজন অভিজ্ঞ লেখক প্রকাশক গীতিকার নাসির আহম্মেদ কাবুল এর খুব সহজ ভাষায় একটি বই।“এই বসন্তে তুমি ভাল থেকো” বসন্তের এমন বই মেলায় এই বইটি চমক হতে পরে।পাওয়া যাবে:জলছবি প্রকাশনের স্টল লিটল ম্যাগ চত্বর
16473111_10208079248599293_1359194406475165964_n
লেখক:বেশ কয়েক জন কারন এটি একটি সম্মেলিত কবিতার বই তবে এই বইটির ভিতর তিনটি কবিতা স্থান পেয়ে Neera Sadeea আমাদের একজন পরিচিত মুখ।
কাব্য ডিঙায় পাওয়া যাচ্ছে = বাঁধন প্রকাশনীর ১০৯ ও ১১০ নম্বর স্টলে।
এবং আমাদের সোনেলা ব্লগের হ্যান্ডসাম বয় ও জনপ্রিয় লেখক MG Einzza এর ঝর ফুল পাওয়া যাচ্ছেঃ
চর্চাগ্রন্থ প্রকাশনী
স্টল নং 586
এই বইয়ে আছে তার অনুগল্প “প্রেম তুমি”, সাথে গ্রুপের বন্ধুদের কবিতা, বাণী আর অনেক অনু গল্প। 

16602989_1704529036505135_4424108475985919827_n 16649103_957927351009108_9134936612604724671_n
এবং আমাদের সোনেলার আরেক বন্ধু দীপংকর চন্দ একটি কাব্যগ্রন্থ মেলায় প্রকাশ পেয়েছে এ সম্পর্কে তার একটি পোষ্ট
লেখক: রহীম শাহ
তাকে নতুন করে পরিচয় করে দেয়ার কিছুই নেই,তার অনবদ্য লেখাই তার পরিচয়।

16507891_1108732862569262_7615307114338581746_n180805_1707054909465_7230688_n180805_1707054869464_2062412_n180805_1707054829463_6430022_n
লেখক: এবিএম সোহেল রশিদ-প্রতিষ্ঠিত লেখকদের একজন।বিভিন্ন গুণের অধিকারী বইয়েও তার প্রতিভা উজ্জ্বল নক্ষত্রের মতো।
16472869_1645416455766789_4941275376509612051_nএর নতুন ৩টি কবিতার বই
* আগুন ঠোঁটের ঘ্রাণ
বাবুই প্রকাশনী স্টল নং- ৩৩২
.* পাপড়িতে মাখামাখি বিকেলের রোদ
নন্দিতা প্রকাশন
স্টল নং -৪০৪, ৪০৫
.বিসর্জনের অহংকার
(দ্রোহের কবিতা)
দ্বীপজ লিটল ম্যাগ. স্টল নং- ৮

লেখক: জায়েদ হোসাইন লাকী
বন্ধু সুলভ এই লেখকের মুখে হাসি সব সময় লেগেই থাকে যা পৃথিবীতে মানব জীবনের জীবন গতিকে স্বাভাবিক রাখতে খুবই মুল্যবান।সেই লেখকের লেখা অনেক গুলো বইয়ের মাঝে কিছু বইয়ে তথ্য জানালাম।

16508905_1247309122019296_7140366456931425398_n
লেখক: মোজাম্মল হক নিয়োগী  : মাত্র পাঁচ দিনে লেখা বত্রিশের সবুজ পাতা। বঙ্গ ব্ন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জীবনী ভিত্তিক শিশুতোষ উপন্যাসটি ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাওয়া যাবে।রক্ত প্রেমের গোধূলী এই গ্রন্থে সর্বমোট ১৪ টি গল্প রয়েছে, সবগুলিই আলাদাভাবে চমৎকার।এবারের বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে জিনিয়াস প্রকাশনার ব্যানারে, স্টল নম্বর ৩০৭-৩০৮।শব্দশৈলীর’ মুক্তি যুদ্ধের কিশোর উপন্যাস শরণার্থী থেকে সম্মুখ যুদ্ধে স্টল নম্বর: ৪৩৪-৩৫-৩৬।এ ছাড়াও আরো বই মেলায় প্রকাশ পেয়েছে।

16473244_1263679757001172_8738804300491787073_n 10406751_989194267783057_1235044526451125560_n 12654329_990330977669386_8867413121337432643_n12669470_992363387466145_532719101197100476_n 16106032_1244466402255841_2570546531089480988_n   10406516_988740467828437_7804828611985320685_n
লেখক: Rinku Animikh “নিষিদ্ধ সাইরেন”।সে মুলতঃ একজন চিত্র শিল্পী তাতে প্রতিভা থাকলে আটকায় কে।
বইটি পাওয়া যাবে ১৩০ ন. স্টল- ‘প্লাটফর্ম’-এ
(গেট দিয়ে ঢুকে বাঁ-দিকে, সময় প্রকাশন-এর পেছনের চত্বর)

16473982_1421481914538077_3234920736328903205_n
লেখক: Kutub Aftb নবীগঞ্জের সন্তান।তার লেখা অসংখ্য গান কবিতা মিডিয়ায়তেও বহু প্রচারিত শ্রোতাদের মুগ্ধ করে।পাওয়া যাবে নন্দিতা প্রকাশ
স্টল নং ৪০৪-৪০৫।

16649151_1210530065728077_1845134679041861650_n
লেখক: লিয়াকত বখতিয়ার
পাওয়া যাবে জিনিয়াস প্রকাশনীতে
10960294_1559596224296278_6449477357463076837_o
-{@ লেখক প্রকাশক ও সম্পাদক বিলাল হোসেন এর সম্পাদনায় লেখিকা জাকিয়া জেসমিন যূথী’র অণু গল্পের সাথে দুই বাংলার খ্যাত নামা আরো ৬৮ জন অণু গল্পকারের ১২৪ টি অণু গল্প ফ্রি।
প্রাপ্তিস্থানঃ অনুপ্রাণন প্রকাশন
স্টল নাম্বারঃ ৪৯৫ (সোহরাওয়ার্দি উদ্যান)
২৩ (বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বর)
16708522_10212393225413690_4977677551190669567_n 16684377_10212393222173609_4215910051047722599_n

-{@ কূঁড়েঘর প্রকাশনীর লেখক প্রকাশক শামিম রহমান আবির>
আমি বিস্ফারিত চোখের অবাক দৃষ্টি….
আমি ধ্বংস; ধ্বংস থেকেই আমার সৃষ্টি….।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ তে কুঁড়ে ঘর প্রকাশনী লিমিটেড হতে প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের কয়েকটি।

16426000_10202615747711862_7876677039995270931_n 16406689_10202615747751863_907778039291071381_n 16114873_1306801649385887_3720230198303628533_n 12669599_1027488810644810_5196668286652886190_n 16406595_10202615749391904_3261278690013963197_n 16142253_1306801242719261_5877907016417555991_n 16174712_1306801506052568_4518038684184253858_n16143024_1306801502719235_6808272605412774582_n 16195130_1306801589385893_7211901809586057795_n16265200_1306801426052576_5880318866246996426_n16265416_1306801419385910_6072441183591390214_n16143366_1306802982719087_4442749973470711424_n 16195346_1306801182719267_6104287429204686318_n16195592_1306801376052581_7638501999620368182_n16265838_1306801276052591_4416065152785526164_n
চলমান….

3369বসন্ত
রবীন্দ্রনাথ ঠাকুর

অযুত বৎসর আগে হে বসন্ত, প্রথম ফাল্গুনে
মত্ত কুতূহলী,
প্রথম যেদিন খুলি নন্দনের দক্ষিণ-দুয়ার
মর্তে এলে চলি,
অকস্মাৎ দাঁড়াইলে মানবের কুটির প্রাঙ্গণে
পীতাম্বর পরি,
উতলা উত্তরী হতে উড়াইয়া উন্মাদ পবনে
মন্দার মঞ্জরী,
দলে দলে নর নারী ছুটে এল গৃহ দ্বার খুলি
লয়ে বীণা বেণু—
মাতিয়া পাগল নৃত্যে হাসিয়া করিল হানা হানি
ছুঁড়ি পুষ্প রেণু।
সখা, সেই অতি দূর সদ্যো জাত আদি মধুমাসে
তরুণ ধরায়
এনেছিলে যে কুসুম ডুবাইয়া তপ্ত কিরণের
স্বর্ণমদিরায়,
সেই পুরাতন সেই চিরন্তন অনন্ত প্রবীণ
নব পুষ্পরাজি
বর্ষে বর্ষে আনিয়াছ— তাই লয়ে আজো পুনর্বার
সাজাইলে সাজি।
তাই সে পুষ্পে লিখা জগতের প্রাচীন দিনের
বিস্মৃত বারতা,
তাই তার গন্ধে ভাসে ক্লান্ত লুপ্ত লোক লোকান্তের
কান্ত মধুরতা।

তাই আজি প্রস্ফুটিত নিবিড় নিকুঞ্জ বন হতে
উঠিছে উচ্ছ্বাসি
লক্ষ দিন যামিনীর যৌবনের বিচিত্র বেদনা,
অশ্রু গান হাসি।

বসন্তের শুভেচ্ছা এবং সবাইকে ধন্যবাদ
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

দেখুন গত বা প্রথম পর্ব

৭৬৩জন ৭৬৫জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ