বিড়াল ছানার বিয়ে

আমির ইশতিয়াক ৭ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ০১:১৮:৪৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

বিড়াল ছানার সাধ হয়েছে করবে এবার বিয়ে
কনে দেখার ভার নিয়েছে পাড়ার ছেলে-মেয়ে

এদিক ওদিক ঘুরে বেড়ায় কনে খোঁজার আশায়
বাসায় বাসায় সাড়া পড়ে কনে কোথায় পায়

হঠাৎ করে সুন্দরী এক বিড়াল ছানা এসে
আদর করে গলায় ধরে তাহার পাশে বসে

বিড়াল ছানার বিয়ে হল মহা ধুমধামে
সবাই এলো উপহার নিয়ে তাদের নামে।

১৫৬৮জন ১৫৬৭জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ