মনের সব প্রতিহিংসা স্থির হয়ে আছে
ভয়ানক এক অগ্নিশিখার মতো।
হেলছে না দুলছে না সে এপাশ ও পাশ।
তাকিয়ে আছে স্থির নয়নে
আকাশের ঐ চাঁদের পানে।
চাঁদের স্নিগ্ধতা নিতে, কোমল পরশে শীতল হতে।
সারাদিনের উত্তপ্ত আকাশের বুকে চাঁদ ওঠে কোমল ভাবে।
সুন্দর চামড়ার আড়ালে, আত্নার আত্নীয়রা ফনা তুলে থাকে, সুযোগে ছোবল মারে।
সে বিষের জালায় আত্নার আত্নীয়ের সম্পর্ক মরে।
অগ্নিশিখা, চাঁদের কোমলতায় কোমল হতে ছুটে আসে রাতের নির্জনে।
ক্ষণিক তরে একা থাকতে জলতে দেয় অগ্নিশিখা।
অতীতের গহ্বর থেকে উঠে আসা সব ক্ষত জালিয়ে দেয়।
দিনের সূর্যের রুক্ষতা সব ঝেড়ে ফেলে,
হিংসা প্রতিহিংসা প্রতিরোধে উর্ধ্বলোকে হাত জোড় করে।
শুধু বুকের পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসে
অনিচ্ছার কিছু অভিশাপ।
অনুভব করে, মনের মধ্যে এক অন্য মনের বসবাস।
,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,
২৯/১/১৭.
১৮টি মন্তব্য
নিহারীকা জান্নাত
দ্বৈত স্বত্বার কি সাবলীল উপস্থাপন।
“মনের মধ্যে এক অন্য মনের বসবাস”। অসাধারণ।
মৌনতা রিতু
ধন্যবাদ। শুভকামনা রইল।
ইঞ্জা
অনবদ্য
মৌনতা রিতু
ধন্যবাদ, ভাই।
ইঞ্জা
-{@
আবু খায়ের আনিছ
সুন্দর চামড়ার আড়ালে, আত্নার আত্নীয়রা ফনা তুলে থাকে, সুযোগে ছোবল মারে।
এক মানুষের মাঝে অন্য মানুষের বসবাস। অনেক সুন্দর হয়েছে কবিতা।
মৌনতা রিতু
ধন্যবাদ, আনিছ ভাই।
মিষ্টি জিন
আমাদের সবার মাঝেই দ্বৈত সত্তা অবস্হান করে।
ভীষন সুন্দর এবং সহজ ভাবে তা তুলে ধরেছো।
মৌনতা রিতু
ধন্যবাদ, মিষ্টি আপু। ভাল থেকো। ভালবাসা নিও।
নীলাঞ্জনা নীলা
তুমি লেখো ভালো। আজকের লেখাটা ভালো হয়েছে। কিন্তু কেমন জানি ছাড়াছাড়া লাগছে।
ভালো আছো তো আমার শান্ত-সুন্দরী? -{@
মৌনতা রিতু
হুম, আমি ও বুঝেছি। মন একটু এলোমেলো।
কিন্তু ভালআছে তোমার শান্ত সুন্দরী। তোমাদের ভালবাসা, মেমন রিয়ানই আমার বড় সম্পদ।
ভাল থেকো আপু।
নীলাঞ্জনা নীলা
এলোমেলো মনে কিভাবে ছন্দ এনে দেয়া যায় তোমাকে, সেটাই ভাবছি। ;?
নাও তোমার জন্যে। আমার খুব প্রিয়তর কবিতা। শোনো কান্না পাবে, কিন্তু বড়ো আহ্লাদী কান্না।
https://www.youtube.com/watch?v=a-M0-17yH3U
মন শান্ত হোক, কিন্তু আবেগ নাচুক ফুলের ওপর নাচে যেমন প্রজাপতি। -{@
মোঃ মজিবর রহমান
শুধু বুকের পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসে
অনিচ্ছার কিছু অভিশাপ।
দারুন প্রকাশ আপু।
মৌনতা রিতু
ধন্যবাদ, ভাই। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
অভিশাপ দেয়া ঠিক না,
দ্বৈপায়নতা আমাদের থাকেই, থাকে আমাদের বসবাসে।
মৌনতা রিতু
বিশ্বাস করেন ভাই, আমি কখনো অভিশাপ দেই না।
অনেক সময় হয়না, কেন এমন হলো, এই প্রশ্ন আসলে কিছুটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে। হয়ত এটাই অভিশাপ।
তবে সবাই ভাল থাকুক। হয়ত এটাতেও আল্লাহ্ কোনো ভাল রাখছে।
জিসান শা ইকরাম
অভিশাপ আসলে দিতে হয়না,
এমনিতেই চলে আসে।
ভাল লিখছেন আজকাল।
আমির ইশতিয়াক
ভালো লাগল। -{@