অগ্নিশিখার প্রতিহিংসা।

রিতু জাহান ২৯ জানুয়ারি ২০১৭, রবিবার, ০৮:৩৮:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

মনের সব প্রতিহিংসা স্থির হয়ে আছে
ভয়ানক এক অগ্নিশিখার মতো।
হেলছে না দুলছে না সে এপাশ ও পাশ।
তাকিয়ে আছে স্থির নয়নে
আকাশের ঐ চাঁদের পানে।
চাঁদের স্নিগ্ধতা নিতে, কোমল পরশে শীতল হতে।
সারাদিনের উত্তপ্ত আকাশের বুকে চাঁদ ওঠে কোমল ভাবে।
সুন্দর চামড়ার আড়ালে, আত্নার আত্নীয়রা ফনা তুলে থাকে, সুযোগে ছোবল মারে।
সে বিষের জালায় আত্নার আত্নীয়ের সম্পর্ক  মরে।
অগ্নিশিখা, চাঁদের কোমলতায় কোমল হতে ছুটে আসে রাতের নির্জনে।
ক্ষণিক তরে একা থাকতে জলতে দেয় অগ্নিশিখা।
অতীতের গহ্বর থেকে উঠে আসা সব ক্ষত জালিয়ে দেয়।
দিনের সূর্যের রুক্ষতা সব ঝেড়ে ফেলে,
হিংসা প্রতিহিংসা প্রতিরোধে উর্ধ্বলোকে হাত জোড় করে।
শুধু বুকের পাঁজর ভেঙ্গে বেরিয়ে আসে
অনিচ্ছার কিছু অভিশাপ।
অনুভব করে, মনের মধ্যে এক অন্য মনের বসবাস।
,,,,,,,,,,,,,মৌনতা রিতু,,,,,,,
২৯/১/১৭.

৫৪৫জন ৫৪৫জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ