এ পৃথিবীতে ‘পুরুষ’ এবং ‘মহিলা’ ছাড়াও ‘উভলিঙ্গের’ আরও এক প্রকার ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। খুব সম্প্রতি তাদের স্বিকৃতিও দেয়া হয়েছে ‘তৃতীয় লিঙ্গ’ আখ্যায়িত করে। কমিকটির মূল চরিত্র একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। যে প্রচলিত ধারায় নিজেকে তৃতীয় লিঙ্গের একজন ভেবে পিছিয়ে যায় নি; বরং সমান তালে এগিয়ে থাকবার চেষ্টা করেছে নিজের চিন্তা-চেতনা আর কর্মের মাধ্যমে।
সামাজিক ভাবে আমরা এদের অস্তিত্ব সরাসরি স্বীকার করে অভ্যস্ত নই। বরাবরই এদের প্রতি আমাদের দৃষ্টি তির্যক ভাবে আপোতিত হয়। কিন্তু সেই একই পরিস্থিতিতে থমকে না থেকে এক উভলিঙ্গের ব্যক্তির এগিয়ে যাওয়ার গল্প আর আমাদের পরিচিত সমাজ ব্যবস্থার বিপরীতে তার ভাবনা উঠে এসেছে কমিকটিতে।
────────────────────────────
♦ কমিক : বালক ও বালিকা | Boy & Girl
♦ সংগ্রহ : Stumbleupon.com Stream
♦ জঘন্য অনুবাদে : আমি 😛
২১টি মন্তব্য
আবু খায়ের আনিছ
কিছুই বুঝি নাই।
অলিভার
পোষ্টের সাথে “প্রসঙ্গ বিষয়” সংযুক্ত করা হয়েছে। হয়তো এবারে বুঝতে পারবেন -{@
আবু খায়ের আনিছ
এবার বুঝতে পেরেছি। ধন্যবাদ ভাই।
অলিভার
এবারের ব্যাপারটা অনেকটা মোল্লা নাসিরুদ্দীন এর গল্পের মত হয়ে গেল। যেখানে মোল্লা নাসিরুদ্দীনকে দিয়ে পত্র লেখালে তাকে ঐ পত্র সমেত যেতে হবে প্রাপকের ঠিকানায় যাতে প্রাপক চিঠির বিষয়বস্তু বুঝতে সক্ষম হয় :D)
সময় নিয়ে কমিকটি দেখার জন্যে অনেক ধন্যবাদ -{@
ছাইরাছ হেলাল
আমরা যারা কমিকে অভ্যস্ত নই তাদের জন্য শেষে আর একটু বুঝিয়ে
বলে দিলে ভালই হয়,
আমাদের এখানে নবতম সংযোজনের জন্য অনেক ধন্যবাদ,
অলিভার
ব্যাপারটা আমার আগেই বোঝা উচিৎ ছিল।
আন্তরিক ভাবে দুঃখিত এমনটি ঘটে যাওয়ায়। “প্রসঙ্গ বিষয়” সংযুক্ত করে পোষ্ট আপডেট করে দিয়েছি। আশা করি এবারে কমিকটির মূল ভাব বুঝতে তা সহায়ক হবে -{@
ছাইরাছ হেলাল
এভাবে না বললে বুঝতেই পারতাম না,
অনেক ধন্যবাদ।
বিষয়টি খুবই প্রয়োজনীয় আমাদের সচেতনতার জন্য,
নীলাঞ্জনা নীলা
সত্যি বলতে কি আমি কিছুই বুঝিনি। কষ্ট করে কি একটু বুঝিয়ে দেবেন?
অলিভার
যাক, এবারে অন্তত বলা যায় যে অনুবাদ জঘন্যতমই হয়েছে 😋
“প্রসঙ্গ বিষয়” সংযুক্ত করে পোষ্ট আপডেট করে দিয়েছি। আশা করি এবারে কমিকটির মূল ভাব বুঝতে তা সহায়ক ভুমিকা পালন করবে 😃😃
নীলাঞ্জনা নীলা
অনুবাদ জঘণ্য হয়নি। কিন্তু দেখতে হবে তো ছাত্র হিসেবে মাথা কেমন! 😀
অলিভার
কোন শিক্ষার্থী কোন পরীক্ষাতে খারাপ করলে কিংবা শিক্ষকের কাছ থেকে কোন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার পর যদি শিক্ষার্থী তা সঠিক ভাবে বুঝতে ব্যর্থ হয় তবে বুঝতে হবে শিক্ষক ঐ বিষয়ে শিক্ষার্থীকে জ্ঞান দিতে ব্যর্থ হয়েছে 😋 😋
কুতজ্ঞতা এমন সহায়ক মন্তব্যের জন্যে 😃 😃 😃
নাজমুস সাকিব রহমান
-{@
ভালো লেগেছে। শুভেচ্ছা।
অলিভার
সময় নিয়ে কমিকটি দেখার জন্যে অনেক কৃতজ্ঞতা 🙂
শাশ্বত শুভকামনা 🙂 🙂
অয়োময় অবান্তর
কমিকের মহা ভক্ত। নতুন কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।
কমিকস টি মোটামুটি লাগল।
অলিভার
কৃতজ্ঞতা সময় করে মন্তব্য করার জন্যে 🙂
নীরা সাদীয়া
শুনতে চাই তাদের গল্প। তাদের এগিয়ে যাওয়ার গল্প।
অলিভার
তাদের অগ্রযাত্রার গল্প প্রকাশ পায় না বললেই চলে।
খুঁজে পেলে অবশ্যই আবার নিয়ে আসব তাদের গল্প আপনাদের সামনে 🙂
অপার্থিব
ভাল ও ব্যতিক্রমি পোস্ট।
অলিভার
ধন্যবাদ -{@
চাটিগাঁ থেকে বাহার
ভালো লেগেছে। শুভেচ্ছা।
অলিভার
ধন্যবাদ -{@