সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টিটা এইমাত্রই থামলো
হঠাৎই তুমি বলে বসলে…
:বৃষ্টিতো থেমে গেছে…শাড়ি পরে হাঁটবে আমার পাশে?
:হ্যাঁ হাঁটবো…
একবারেই রাজি হয়ে গেলাম
অনেকদিন পর তোমার পাশে হাঁটবো ভেবে উচ্ছ্বসিত আমি
আমার পছন্দ নীল শাড়ি আর তোমার পছন্দ অফ হোয়াইট
তোমার পছন্দটাই আমার কাছে প্রাধান্য পাবে এটাই স্বাভাবিক
বলে দিলাম তুমিও সাদা পাঞ্জাবি পরবে…
অফহোয়াইট শাড়ি আর কপালে খয়েরী টিপ পরে ঝটপট তৈরী হচ্ছি…হঠাৎই তোমার কণ্ঠ
:কই হলো তোমার?
:এইতো আসছি দুই মিনিট অপেক্ষা করো প্লিজ…
হড়বড় করে নিচে নেমে এলাম
তোমার থেকে চোখ ফেরানো দায়
সাদা শুভ্র পাঞ্জাবিতে কি চমৎকার লাগছে তোমায়…
তোমার মনোযোগ আকর্ষণ করতেই বলে উঠলাম…
:এতো তাড়াহুড়ো করে তৈরী হয়েছি আমাকে খুব বাজে লাগছে তাই না?
:হয়েছে রাতের পছন্দ হলেই হবে…
কি করে বলি, আমি তোমার জন্য সেজেছি
রাতের জন্য নয়…
তোমার ভালো লাগলেই যে আমার সার্থকতা…
বৃষ্টিস্নাত পিচঢালা পথ
ঝিরিঝিরি হিমেল হাওয়া
এ যেন কেবলই স্বপ্নে হারিয়ে যাওয়া
গন্তব্যহীন পথে হেঁটে চলেছি দুজন,
আবছা আলোয় কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছিনা
দুটি ছায়া মূর্তি যেন…
কারো মুখেই কোনো কথা নেই
মাঝে মাঝে দুই একটি গাড়ির আনাগোনা
হাঁটতে হাঁটতেই আনমনা হয়ে পড়েছিলাম
তোমার চিৎকারে সমম্বিত ফিরে পেলাম
:গাড়ি!!!…..গাড়ি!!!
:উফ্ একেবারেই খেয়াল করিনি,
:এটা সত্যিই তোমার বাড়াবাড়ি…
হেঁটে হেঁটে শহর থেকে কিছুটা দুরে চলে এসেছি আমরা
ইট পাথরের শহরে সুর্যোদয় দেখা হয়না সেভাবে
তাই আজ সুর্যোদয় দেখবো বলে ঠিক করেছি…
রাস্তার ধারেই ঘাসের উপর বসে পড়লাম দুজন
ভোর হতে আরও কিছুটা সময় বাকি…
এতোটা পথ হেঁটে ক্লান্ত বেশ…
কখন যে তোমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি…
পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেলো
জেগে দেখি তুমি আমার পানে তাকিয়ে রয়েছো ঠায়
যেনো সকল বিপদ থেকে বাঁচাবে বলে পাহারা দিচ্ছো আমায়
পূব আকাশ ফর্সা হলো,
ধীরে ধীরে সূর্য কিরণ পৃথিবীকে স্পর্শ করছে…
অপূর্ব সেই দৃশ্য সকল ক্লান্তি ধুয়ে মুছে একাকার করে দিলো…
এবার তবে ফেরার পালা…
২৮টি মন্তব্য
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়। -{@
বেশ রুমান্টিক কবিতা লিখেছেন। ভালো লাগল।
শাহানা আক্তার
আমার সামান্য লেখাটি পড়ার জন্য এবং আপনাদের মাঝে আমাকে সাদরে গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ।
আবু খায়ের আনিছ
ছোট ছোট সামান্য দিয়েই অসামান্য এই সোনেলা। অনেক অনেক শুভ কামনা।
ইঞ্জা
আনিস ভাই, ইনি আমার বোন। 😀
আবু খায়ের আনিছ
আমি কিন্তু ইঞ্জা ভাইয়ের ছোট ভাই। মানে……………………………?
শাহানা আক্তার
মানে আমারও ভাই …. 🙂
নীলাঞ্জনা নীলা
একটি দিনের শুরু এভাবে হলে মন্দ হয়না!
ভালো লাগা রেখে গেলাম কবিতায়।
শাহানা আক্তার
সুন্দর বলেছেন। এভাবে একটি দিনের েশুরু হলে দিনটি নিশ্চিতভাবেই অনেক ভালো কাটবে বলা যায়।
মোঃ মজিবর রহমান
কবিতা পড়ে মন ভরে গেল। দারুন রোমান্টিকতায় মনের মাধুরী মিশ্রনে আবেগে লিখতে ভোলেন নি।
সন্ধ্যা গড়িয়ে বৃষ্টি গড়িয়ে
সূর্য পূর্বাকাশে উড়িয়ে
মিশালেন সাথে।
শুভেছহা অবিরত।
শাহানা আক্তার
শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও। এতো সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে মন্তব্যটি পড়ে মন ভরে গেলো আমারও।
মোঃ মজিবর রহমান
আর চাই এমন মন উজাড় করে লেখা।
শাহানা আক্তার
চেষ্টা করবো।
ইঞ্জা
আসলেই মন ভরে গেল যেন ছুঁয়ে দিলেন মনটা, অসাধারণ অনুভব আপনার, ভুল করিনি জানি বোনকে আমাদের সোনেলার উঠোনে। 🙂
শাহানা আক্তার
ভাইয়া আপনার ইচ্ছা যেন পূর্ণ করতে পারি সোনেলায় আমার এতটুকুই চাওয়া।
ইঞ্জা
ইনশা আল্লাহ্ অবশ্যই পারবেন, আপনি বল্গেই পাবেন আমাদের আরেক আপু যিনি আমেরিকা প্রবাসিনী উনার লেখা গুলো একটু পড়ে দেখুন তারপর দেখুন উনার স্টাইল। 🙂
শাহানা আক্তার
ঠিক আছে ভাইয়া দেখবো অবশ্যই।
মৌনতা রিতু
সোনেলায় স্বাগতম। একান্ত অনূভুতি ফুটে উঠল সুন্দরভাবে।
এই পরিবেশে দূর থেকে প্রিয় গানের সুর ভেসে আসলে কেমন হত? দারুন তাই না।মনে হচ্ছে, আমিই হেঁটে যাচ্ছি শাড়ি পরে।
শুভকামনা রইল। -{@
শাহানা আক্তার
সাদরে গ্রহণ করবার জন্য ধন্যবাদ। চারিদিকে শুনশান নিরবতা অনুভব করেছিলাম তাই দূর থেকে প্রিয় গানের সুর ভেসে আসবার ভাবনাটি ভাবতে পারিনি। তবে এমনটা হলে মন্দ হতোনা অবশ্যই।
গাজী বুরহান
একি গল্প পড়িলাম? না কবিতা?
হুম, দুই স্বাদই পাইলাম। বেশ ভালো লিখেছেন।
শাহানা আক্তার
গল্পের মতো কবিতাখানি পড়িবার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জানিয়া খুশি হইলাম।
অরুনি মায়া অনু
এমন মুহূর্ত জীবনে খুব কমই আসে। দুজনায় দুজনাতে হারিয়ে যাওয়া। একান্ত নিভৃতে অনেক কিছুই পাওয়া। তবে কবির জীবনে এমন দিন বারবার ফিরে আসুক এই কামনা রেখে যাচ্ছি।
শাহানা আক্তার
এই মুহূর্তগুলোর জন্যই আমরা অপেক্ষা করে থাকি…এমন মুহূর্ত র্যদি এসেই যায় তা সুন্দর স্মৃতি হয়ে থাকে সারাজীবন। ধন্যবাদ আপনাকে লেখাটি পড়ার জন্য এবং শুভকামনা জানাবার জন্য।
ছাইরাছ হেলাল
বেশ রোমান্টিক ও একই সাথে নির্ভরতাও তুলে ধরেছেন বৃষ্টিস্নাত পথে হেঁটে হেঁটে।
প্রভাতসূর্য গায়ে মেখে ফিরে এসে লেখাটি পূর্ণতা পেয়েছে,
দারুণ লেখেন আপনি।
শাহানা আক্তার
অনেক ধন্যবাদ আপনাকে। আমার লেখার চাইতেও বোধকরি আপনার মন্তব্যটি অনেক বেশি সুন্দর।
শুন্য শুন্যালয়
সহজ একটি লেখা, কী অপূর্ব করেই না ফোঁটালেন। এমন করে হেঁটে বেড়ানো এ শুধু স্বপ্নে দেখি, আজ আপনার লেখায় সামনেও ভেসে উঠলো।
আপনাকে স্বাগতম জানাতে পারিনি, আজ জানাচ্ছি। স্বাগতম সোনেলায় আপু -{@
এমন লেখার জন্যেই অপেক্ষায় থাকি, থাকবো।
শাহানা আক্তার
অনেক ধন্যবাদ আপু। আপনাদেরকে পাশে পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
অপার্থিব
হৃদয় ছুঁয়ে গেল কবিতাটি। স্বাগতম এই ব্লগে।
শাহানা আক্তার
অনেক ধন্যবাদ।