স্মৃতি

ছাইরাছ হেলাল ১০ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১১:৩৩:৫৫অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

শেষে এসে পৌঁছে গেলাম
তেপান্তরের মাঠ পেড়িয়ে ছোট্ট শিমুল গাঁয়ে,
বেসামাল জনারণ্য ঠেলে ঠেলে
উৎকণ্ঠার বৃষ্টি আর ঝড়-জল এড়িয়ে;

এই মেঠো পথ মিশে আছে
কৈশোরের স্বপ্নমাখা মধুপ্রেমে, ছি-বুড়ি আর
এক্কা-দোক্কার স্মৃতিতে;
শব্দহীন ঝরে পড়া গন্ধের বুনোফুল
নাম না জানা লতাপাতা, রঙ-বেরঙের পাখি,
আলতা পায়ে ঘোমটা টানা রাঙা বৌ
লাজে হাঁটে শিথিল বসন্তে, ত্রস্ত পায়ে একাকীর বনপথে,
জ্যোৎস্নার টোল-খাওয়া চন্দনহাসি, গালিচার সূর্যোদয়,
ঝাঁক ঝাঁক স্মৃতি সবই ছিল, হয়ত বা এখনো আছে
শুধু নেই সেই সেই শিমুলের গাছটি, অজস্রের মাঝে,

৪৫৯জন ৪৫৯জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ