সংসারী বউ

চাটিগাঁ থেকে বাহার ২৯ অক্টোবর ২০১৬, শনিবার, ১২:১৮:৩১পূর্বাহ্ন কবিতা, সাহিত্য ১৮ মন্তব্য

সংসারী বউ

♥♥♥

তুমি আমার বিপদের বন্ধু

চলার পথের সাথি,

দিতে পারিনি এখনও তোমায়

মুক্তার মালা  গাঁথি।

 

সংসার নামের জটিল সমীকরণে

করেছি তোমায় বন্দি,

টানাটানির সংসারে পারিনি করতেc

বিত্তের সাথে সন্ধি।

 

কষ্ট করছো গাধার মত

খাটছো যেন কামলা,

জানিনা তোমাতে জমে আছে কত

আমার বিরুদ্ধে মামলা।

 

আছে আছে জানিও আমারও আছে

সুন্দর একটি মন,

দেখাবো সেদিন আসবে যখন

দু’হাত পুরায়ে ধন।

 

১৭/০৫/২০১৪ইং

ইং

৭৫৫জন ৭৫৪জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ