হয়তো

রায়হান সেলিম ২৬ আগস্ট ২০১৬, শুক্রবার, ০৬:২৭:১৯পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

গুগল থেকে সংগ্রহ...

এক বাটি রোদে স্নান সেরে উঠলো পাখিটা! ছোট্ট আদুরে শ্যামল পাতার ছায়ায় দাঁড়ালো। আলতো হাওয়ায় প্রশাখা দোলানো পত্র-পল্লবের ফাঁক গলে দূরের কুণ্ডলি পাকানো সফেদ মেঘে ওর দৃষ্টি! তারপর দোলালো সোনালী ঝালর মাখানো ল্যাজ। হালকা ঝাপটালো বর্ণালী ডানার রোদ্দুর ধোয়া পালক।

গোলাপী ক্যানভাসে ধূসর সুতোয় বোনা সরু গলা উঁচিয়ে একরাশ মধুর মধুরতা মিশিয়ে গাইলো কু-উ-উ-উ-। মনের মরমে এসে বিঁধলো আমার সে গান!

কতখানি বিশাল সামুদ্রিক প্রাণ সে ধরে রাখে তার ছোট্ট দেহে! অথচ মানুষ! হয় তো অনেকেই থলথলে নধর দেহে সংকুচিত প্রাণের চিহ্ন নিয়ে অবরুদ্ধ সীমাবদ্ধতার দেয়ালে! এ যেন কুপমুণ্ডকতায় পলায়নপর জীবন-বোধ!
আমিও কি সেই মানুষ!?

হয়তো…!

৯/৯/২০১৫ ইং, বুধবার।

ছবি সংগ্রহ ঃ গুগল

৬০৯জন ৬০৯জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ