কীভাবে এবং কেন এই তার গুলো জড়াজড়ি করে থাকে তার রহস্য আজ পর্যন্ত উদঘাটন করতে পারিনি। এত সাবধানে রাখি , তারপরেও এদের ভালোবাসাবাসি বন্ধ করা যায়নি। অনেক সময় এই বন্ধনকে বিচ্ছিন্নই করা যায় না ।
প্রতিদিন নিষ্ঠুর আচরন করি এদের সাথে । রাগে দু এক সময় ছুড়েও ফেলি।
আহত হয় দু একজন। মায়া লাগে তখন ,দু-একজনকে চিকিৎসা করি , ব্যান্ডেজ বেঁধে দেই।
আহা – একটু না হয় জড়িয়ে থাকে এরা , তাই বলে এত নিষ্ঠুরতা ঠিক না ।
বামের তারগুলো ল্যাপি আপুর আর ডানের গুলো ডেস্কটপ ভাইয়ার।
প্রাণহীন তার গুলো জড়িয়ে থাকে ভালোবাসায়
আর প্রাণপূর্ণ আমাদের মাথায় শিং বাড়তেই থাকে
বাড়তেই থাকে ।
** রাফ খাতায় লেখা —
২২টি মন্তব্য
মর্তুজা হাসান সৈকত
‘কিভাবে এবং কেন এই তার গুলো জড়াজড়ি করে থাকে তার রহস্য আজ পর্যন্ত উদঘাটন করতে পারিনি। এত সাবধানে রাখি , তারপরেও এদের ভালোবাসাবাসি বন্ধ করা যায়নি। অনেক সময় এই বন্ধনকে বিচ্ছিন্নই করা যায় না ।’ আহ, বড়ই রোমান্টিক ভাবে ফুটিয়ে তুলেছেন রসময় বর্ণনায় । দিনে দিনে আমাদের ভেতরকার বন্ধন এতই দুর্বল হয়ে ফুটেছে যে কোন প্রকাশই ভালোবাসার এমন মেলবন্ধনে থাকা উচিত হয়তো মনেই থাকেনা অনেক সময় । ধন্যবাদ ভাইয়া অন্য একভাবেও ভালবাসা তুলে আনার জন্য ।
জিসান শা ইকরাম
হঠাৎ মনে আসা কথা গুলোও ভাবছি লিখবো এখানে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
মর্তুজা হাসান সৈকত
হুম, সেটা ভালোই হবে ভাইয়া ।
জিসান শা ইকরাম
আচ্ছা 🙂 -{@
আফ্রি আয়েশা
এই তার গুলির প্রতি আর কখনো নিষ্ঠুর হইয়েন না … ওরা এইভাবেই ভালবাসাবাসি করে জড়িয়ে থাকুক 🙂 মুগ্ধ করেছে আপনার দেখার দৃষ্টি , সুন্দর লেখা ।
জিসান শা ইকরাম
না , আর নিষ্ঠুরতা নয়
থাকুক এরা এমনই জড়াজড়ি করে
ধন্যবাদ আফ্রি আয়েশা ।
ছাইরাছ হেলাল
আপনি ডাক্তার হলেন কবে ?
জিসান শা ইকরাম
তারের ডাক্তার
হাতুড়ে ডাক্তারও বলা যায় 😛
ব্লগার সজীব
‘ প্রাণহীন তার গুলো জড়িয়ে থাকে ভালোবাসায়
আর প্রাণপূর্ণ আমাদের মাথায় শিং বাড়তেই থাকে
বাড়তেই থাকে । ‘ …………… ভালো বলেছেন । এমন রাফখাতার লেখা আরো চাই ।
জিসান শা ইকরাম
🙂
মিসু
লিখতে থাকুন প্রতিদিন ।
জিসান শা ইকরাম
হুম
খসড়া
ভালই বলেছেন পপ্রাণহীন তার তবু একে অপরের কাছাকাছি থাকতে চায়। ছূয়ে থাকতে চায়। চায় জড়িয়ে রাখতে মায়ার বাধনে। কিন্তু আমাদের মাথায় শিং গজাতে থাকে। যাকে ভালবাসি কখন তাকে যে ঘৃণা করা শুরু করে গুতোতে থাকি।
সৃষ্টি কর্তা প্রতিটি প্রাণির জোড়া সৃষ্টি করেছেন বলা হয়। সত্যিই কি কোন নির্দিষ্ট জোড়া আছে। নাকি জোড়া ভাংগা আর গড়ার খেলাই চলে প্রতি নিয়ত।
জিসান শা ইকরাম
ভালো বলেছেন ।
বর্তমান প্রেক্ষাপট দেখলে এই সিদ্ধান্তে আসা যায় যে , মানুষ হচ্ছে সবচেয়ে হিংস্র প্রানী।
জোড়া আর নেই , ভুল জোড়া সৃষ্টি করা হয়েছিল।
ফাহিমা কানিজ লাভা
ভালবাসে যখন, তাহলে তারা জীবন্ত এক দিক দিয়ে।
জিসান শা ইকরাম
তাইত মনে হয় ।
কৃন্তনিকা
প্রাণহীন তারগুলোর মতো ভালবাসাবাসি যদি মানুষের মধ্যে থাকতো তবে জগতটা অনেক সুন্দর হতো…
জিসান শা ইকরাম
ঠিক বলেছেন , তাহলে আর এত হানাহানি হতো না ।
তুমি আমি এক
আগাছা জন্মাইতে যেমন জমিতে সার বা যত্নের দরকার হয় না তেমনিকরে এই সকল তারের প্যাচানু ভালোবাসা সৃষ্টি হতেও কোন কারন লাগে না জিসান ভাই । তবে বিরক্ত লাগলেও মাঝে মাঝে এই প্যাচানু ভালোবাসার অবস্থা দেখে হাসি পায় এই প্যাঁচ লাগে কি ভাবে ???
নীলাঞ্জনা নীলা
প্রাণহীন তার গুলো জড়িয়ে থাকে ভালোবাসায়
আর প্রাণপূর্ণ আমাদের মাথায় শিং বাড়তেই থাকে
বাড়তেই থাকে ।_______ এত ছোট লেখায় এত সুন্দর সমাপ্তি অনেকেই পারেন না , আপনি পারেন (y) (y)
আদিব আদ্নান
ছফদার ডাক্তার
মাথা ভরা ‘চুল’ তার
খিদে পেলে বিড়ি খায় চিবিয়ে ……
প্রিন্স মাহমুদ
সুন্দর ।