শুকনো হাতে তানপুরা নিয়ে দাঁড়িয়ে ,
গরম দুধের উথলে ওঠা সুর
বাঁশবনের কঞ্চির ঝনঝনিতে মাথা নামিয়ে ,
মন কাঁদে গানের তালে তালে
হায় !ভালোবাসা কত দূর!
#
স্নানে ডোবা রমণীর দেহ
বেয়ে নামা এক ফোঁটা ঠান্ডা জল
বাউলের পেটের ক্ষিদে
অন্ন নয় ,বাউল গান ই
উদর পূর্তির শ্রেষ্ঠ স্থল!
#
গাইছি আপন মনে আমার বাউল গান
ওমা !কোথায় তুমি কানের দুলে
সাজাও উঠোন ভরা ধান
এপার ওপার বাংলা বাংলায় ডুবে মন
বাবুই পাখির বাসা ই শেখায়
“বাউল ” ই বড় ধন!
?
#
/অরুণিমা মন্ডল দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ
২২ জুন ২০১৬
৭টি মন্তব্য
ইঞ্জা
মনোমুগ্ধকর
মোঃ মজিবর রহমান
দিদি খুব সুন্দর
বাউলের পেটের ক্ষিদে
অন্ন নয় ,বাউল গান ই
উদর পূর্তির শ্রেষ্ঠ স্থল!
আসলেই বাউল্গন ক্ষুধা নয় বাউলীপনাই তাদের শ্রেষ্ঠ খাবার। -{@
লীলাবতী
গাইছি আপন মনে আমার বাউল গান
ওমা !কোথায় তুমি কানের দুলে
সাজাও উঠোন ভরা ধান
এপার ওপার বাংলা বাংলায় ডুবে মন
বাবুই পাখির বাসা ই শেখায়
“বাউল ” ই বড় ধন!—— ভাল লেগেছে দিদি।
ছাইরাছ হেলাল
ছোট ছোট লেখা, মোটেই ছোট ভাবনা নয়,
দারুণ লেখেন আপনি সব সময়।
মেহেরী তাজ
ছোট ছোট লেখার মাঝেও অনেক কিছু বলে, বুঝিয়ে দেন আপু আপনি! বরাবরের মত সুন্দর…….
নীলাঞ্জনা নীলা
দিদি নতূন করে কি আর বলবো।
ভালো লাগলো খুব।
আবু খায়ের আনিছ
বাংলায় বাধিঁ আমরা এক সুতোঁয়।
ভালোবাসা কত দূর?