বাউল—২

অরুণিমা মন্ডল দাস ২৪ জুন ২০১৬, শুক্রবার, ১২:০৫:০৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭ মন্তব্য

শুকনো হাতে তানপুরা নিয়ে দাঁড়িয়ে ,
গরম দুধের উথলে ওঠা সুর
বাঁশবনের কঞ্চির ঝনঝনিতে মাথা নামিয়ে ,
মন কাঁদে গানের তালে তালে
হায় !ভালোবাসা কত দূর!
#
স্নানে ডোবা রমণীর দেহ
বেয়ে নামা এক ফোঁটা ঠান্ডা জল
বাউলের পেটের ক্ষিদে
অন্ন নয় ,বাউল গান ই
উদর পূর্তির শ্রেষ্ঠ স্থল!
#
গাইছি আপন মনে আমার বাউল গান
ওমা !কোথায় তুমি কানের দুলে
সাজাও উঠোন ভরা ধান
এপার ওপার বাংলা বাংলায় ডুবে মন
বাবুই পাখির বাসা ই শেখায়
“বাউল ” ই বড় ধন!
?
#

/অরুণিমা মন্ডল দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ
২২ জুন ২০১৬

৪৩৯জন ৪৩৯জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ