সীতার সীঁথি লুটিয়ে গুটিয়ে
আমি কি সুখ পাব বলো?
না রামায়ণ সংসদের দৃঢ় প্রতিজ্ঞা
না নিজে হতে পারবো রাম
দর্শনের বেলায় আমিও পুরুষ
রাত্রি বেলাতে একটু সুখ চাই
বাকিটা ঈশ্বরের ইচ্ছায়
ইচ্ছে থাকলে ঈশ্বরও ভর করে-
আমার আত্মায়; বলে পাগলা ঘাটে নেমে যা
যা হবার হবে, বাকিটা আমি দেখবে
শুধু মুখে বলবি- সব ঈশ্বরের কৃপায়…
৫টি মন্তব্য
আবু খায়ের আনিছ
যা হবে সব ইশ্বরের কৃপায়। হাসি পাইল কেন জানিনা, লেখাটা পড়ার পর।
মোঃ মজিবর রহমান
শুধু মুখে বলবি- সব ঈশ্বরের কৃপায়…
হাহ হাহ সব দোষ গুরুজির
তাঁর পথ্যেই যে চলি!!!!!!!!!!!!!!!!!!
ইনজা
সব কিছুই ইশ্বরের কৃপায়। :p
নীলাঞ্জনা নীলা
দারুন এক রূপকাশ্রিত কবিতা। :c (y)
প্রলয় সাহা
ধন্যবাদ দিদিভাই। ঈদ মোবারক -{@