চোখের দ্রাঘিমা জুড়ে একদিন আকাশ ছিল
আকাশ নীলে স্নিগ্ধ সাদা মেঘ
মেঘে মেঘে কতকাল এঁকে গেছি স্বপ্নের রঙছবি(সবকিছু মুছে যায়)
….আহত অক্ষরে লিখে যাই বিষন্নতার দিনলিপি
লিখে যাই স্বপ্নবিষাদ।
এইভাবে কতবার মুছে যাবে স্বপ্নের রঙ
আহা, এইভাবে কতবার আমি জোৎস্না নিভিয়ে দিব
কতবার ফিরে যাবো কূহক আঁধারে
বল অতন্দ্রিলা,
বিষন্ন অনুভবে কতদিন এঁকে যাবো কান্নার জলছবি!
৭টি মন্তব্য
লীলাবতী
আপনার লেখার কালি ভালো না , তাই মুছে যায় । কালি পাল্টান ভাইয়া 🙂
অদ্ভুত শূন্যতা
ঠিক বলেছেন, সবই কালির দোষ। :@
জিসান শা ইকরাম
একদিন সব স্বপ্ন পুরন হবে আশাকরি
কল্পনা থেকে বেড়িয়ে আসবেন তিনি ।
অদ্ভুত শূন্যতা
স্বপ্ন স্বপ্নই থাক, বাস্তবতা হোক রঙ্গিনতর।
ছাইরাছ হেলাল
বেশ নতজানু ভালোবাসা ।
ধুর , দরকার কী এত লেখালেখির ?
অদ্ভুত শূন্যতা
হুম, আমিও ভাবছি স্বপ্ন কিংবা অতন্দ্রিলা কোন কিছু নিয়ে আর লেখালেখি নয়।
খসড়া
অতন্দ্রিলা , মনে মনে কি ভেবে নেব আমি অথবা আমার সে।