স্বপ্নঃ অতন্দ্রিলা – ৫

অদ্ভুত শূন্যতা ১৬ আগস্ট ২০১৩, শুক্রবার, ০৯:৫২:০৯অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

চোখের দ্রাঘিমা জুড়ে একদিন আকাশ ছিল
আকাশ নীলে স্নিগ্ধ সাদা মেঘ
মেঘে মেঘে কতকাল এঁকে গেছি স্বপ্নের রঙছবি(সবকিছু মুছে যায়)
….আহত অক্ষরে লিখে যাই বিষন্নতার দিনলিপি
লিখে যাই স্বপ্নবিষাদ।
এইভাবে কতবার মুছে যাবে স্বপ্নের রঙ
আহা, এইভাবে কতবার আমি জোৎস্না নিভিয়ে দিব
কতবার ফিরে যাবো কূহক আঁধারে
বল অতন্দ্রিলা,
বিষন্ন অনুভবে কতদিন এঁকে যাবো কান্নার জলছবি!

৫৭২জন ৫৭২জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ