ছায়া ঋণ

ছাইরাছ হেলাল ২৪ মার্চ ২০১৬, বৃহস্পতিবার, ০৮:১১:২৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

12380591_10207674154483264_1607342490_n

এই সূর্যকরোজ্জ্বল নদীর স্নিগ্ধ কলরবে জেগে উঠে প্রাণের অপব্যয়ী অক্লান্ত আগুন,
প্রয়াত মন অনন্যোপায়, দারুচিনি বনানীর ফাঁক গলে দূরতম দ্বীপের খোঁজে,
ক্রমমুক্তির ঢেউয়ের কল্লোলে রূপোর দাঁতে ছায়া হাসে নিঃশব্দে স্বর্ণ বিস্ময়ে,
ক্লান্ত নাবিক ভাবে এই বুঝি শুরু হল!!
এও হয় নাকি! ছায়াঋণ রয়েই যায় উত্তাল বিহ্বল বাতাসে,
এই তো বিকেল এলো বলে, ছায়ারা দীর্ঘতর থেকে দীর্ঘতম হয়
আধারে হারানোর পথ বেয়ে, অপেক্ষার আকাশ ছুঁতে চায় সমুজ্জ্বল ভোর।

 

৭৬৩জন ৭৬৩জন

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ