আহারে কতদিন এপথে হাটিনি,
সোনালী আলোর আভা দেখিনি,
রাঙা ধুলো গায়ে মাখিনি,
মাটির সোঁদা গন্ধ শুকিনি,
আহারে কতদিন প্রানের সাথে
প্রানের মিলনে বাদ্য বাজেনি।
কারন কিছু না অবসর নেই
বন্দী সবাই নগর কারাগার।
মনতো অন্ধ বধির বোবা,
কিছুই বলেনা আগলও ভাঙে না,
আহারে যদি এমনই হতো!
মন শুনতো কেবলি আমার
মনের আকুতি,
সত্যিই যদি সত্যিই হতো,
আঁধার ঘরে ফিরে আসতো
জোনাক বাতি।
২৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বন্দী সবাই নগর কারাগার।
ভালই বলেছেন আপনি।
সালমা আক্তার মনি
মজিবর ভাইয়া ধন্যবাদ।
জিসান শা ইকরাম
নাগরিক জীবনের কষ্ট ফুটে উঠেছে লেখায়,
রাঙা ধুলো,মাটির সোঁদা গন্ধের হাহাকার থাকবেই এ জীবনে।
শুভকামনা।
সালমা আক্তার মনি
হুম ভাইয়া
সত্যিই যদি সত্যিই হতো
আঁধার ঘরে ফিরে আসতো
জোনাক বাতি।
ছাইরাছ হেলাল
শিকড়ের প্রতি টান আমাদের থেকেই যায়।
সালমা আক্তার মনি
হেলাল ভাইয়া তাইতো ওদিক পানেই যেতে চাই।
খসড়া
ব্যাস্ত জীবনে আসলেই বন্দি।
সালমা আক্তার মনি
ব্যাস্ততা আমাকে দেয় না অবসর।
আবু খায়ের আনিছ
আহারে জীবন, কত দিন এভাবে নিজেকে মা,মাটি থেকে দূরে সরিয়ে রাখবে।
সালমা আক্তার মনি
বোধহয় মূত্যু পর্যন্ত
আবু খায়ের আনিছ
চাই না এই ব্যাস্ততা।
অনিকেত নন্দিনী
এই নাগরিক জীবন আমাদের অবসর দেয়না। ব্যস্ততার ঘেরাটোপে বন্দী হয়ে থাকতে হয় সারাক্ষণ। 🙁
সালমা আক্তার মনি
প্রাণ তো মানেনা
তাইতো লিখলাম
আহারে কতদিন প্রাণের সাথে
প্রাণের মিলনে বাদ্য বাজেনি!
অনিকেত নন্দিনী
🙁
স্বপ্ন
আমাদের প্রান দমবদ্ধ হয়ে থাকে নগরে।ফিরে যেতে চাই মাটি আর সবুজের কাছে। কিন্তু যাওয়া হওয়া বাস্তবতার কারনে।আপনার লেখাটি সবার মনের কথা বলে আপু।
সালমা আক্তার মনি
কোন লেখা সবার প্রাণের কথা হয়ে উঠলে সত্যিই তা লেখকের প্রাপ্তি। ভালো লাগলো জেনে। শুভ কামনা।
অরুনি মায়া
হারিয়ে যাওয়া দিন যে আর ফিরে আসেনা আপু। তবে চেষ্টায় হয়ত খানিক ধরে রাখা যায়।
তবুও চাই আপনার মনের সকল ইচ্ছে গুলো পূর্ণতা পাক 🙂
সালমা আক্তার মনি
অরু আপু সবাই কি আর পারে শুন্যাপুর মতো বারান্দাতেই পুরো প্রকৃতিটাকে তুলে আনতে? আর হারিয়ে যাওয়া দিন তাও নীলা আপু বলে দিলেন প্রবেশ নিষেধ।
অরুনি মায়া
এক কাজ করা যায় শুন্যাপুরে নিয়ে বারান্দায় সাজিয়ে রাখুন সবুজের ছোঁয়া পাবেন। আর নীলা আপুর কাছে বন্ধ দুয়ারের চাবি আছে, ওটা লুকিয়ে নিয়ে আসুন 🙂
মৌনতা রিতু
চলে এসো এই সবুজে এই মাটির মায়ায়।
সুন্দর উপস্থাপন।ভালো থাকুন।
সালমা আক্তার মনি
অাপনাকেও ধন্যবাদ, শুভ কামনা।
ইলিয়াস মাসুদ
আহারে সত্যি যদি এমন হতো ? কবিতা পড়ে মন উদাস হয় ক্যান ? 🙂
সালমা আক্তার মনি
আপনাকে অনেক ধন্যবাদ ইলিয়াস ভাইয়া, অতীত মনে করে মন উদাস হবেই।
নীলাঞ্জনা নীলা
শেকড়ের টান জীবনের সবসময়।
মুহাম্মদ আরিফ হোসেইন
আহারে যদি এমনই হতো!
মন শুনতো কেবলি আমার
মনের আকুতি,
সত্যিই যদি সত্যিই হতো,
আঁধার ঘরে ফিরে আসতো
জোনাক বাতি। (y) (y) (y) (y) (y) (y)
চমৎকার।