অর্ধেক গল্প রেখে ছুটে যাওয়া বারণ।
তোর আধ পোড়া রোদ্দুরের বিকেল বেলায় রূপকথার ভীড়
কোন আদ্যিকালের টেরাকোটার ছাপে উদাম শরীরের কারুকার্য
কেটে নেয়া হাতের শিল্পে তাজমহলের পর্যটন ব্যবসায় মুনাফা অর্জন।
এই শোন অর্ধেক গল্প বলা কিন্তু বারণ।
তোর কাঁচপোকার আগুণে রাত্রি পুড়ে যায় ফ্যান্টাসির সিনড্রেলায়;
আর তুই, ডুব দিস নীলসাগরে একশো আটটা পদ্মের খোঁজে।
অসমাপ্ত অনুভূতির গল্প বলা বারণ।
এলোমেলোভাবে মাটিতে রাখা পায়ের চিহ্নে
সাদা-কালো আবেগ মাড়িয়ে গিয়ে রংতুলিতে ছবি আঁকা সেও চলবে না।
চুপ! এ আসরে তোর উপস্থিতি, বারণ।
ওরে শৈশব, তোর এখানে প্রবেশ নিষেধ।
হ্যামিল্টন, কানাডা
৫ মার্চ, ২০১৬ ইং।
**ছেলেটা বড়ো হয়ে গেলো। ওর এই ছবিটা দেখে নিজের শৈশব মনে পড়ে গেলো। কোনো সম্পাদনা ছাড়াই লিখলাম। এখুনিই মাত্র।
৩৪টি মন্তব্য
খসড়া
যেমন দুষ্টু দুষ্টু ছবিটা তেমনি মিষ্টি মিষ্টি কবিতা।
আমি আমি
দারুন দুষ্টুটার মায়া ভরা মুখ
নীলাঞ্জনা নীলা
কি যে লজ্জ্বা পায় যখন আপনাদের মন্তব্য পড়ে শোনাই ওকে। 🙂
নীলাঞ্জনা নীলা
@খসড়া দুষ্টুটা এখন অনেক শান্ত হয়ে গেছে। হিসেব করে হাসি দেয়। 🙁
ছাইরাছ হেলাল
বাহ, খুব সুন্দর, ফেলা আসা দুরন্ত শৈশব শুধুই হাতছানি দেয়।
নীলাঞ্জনা নীলা
কি সুন্দর সেটা বললেন না। :@
শুন্য শুন্যালয়
দারুন দারুন। গল্পরা কি অর্ধেকই থাকবে সবসময়? ফেলে যাবোনা, পুরো গল্পই শুনতে চাই।
খুবই সুন্দর কবিতা আর ছবি। তবে মনটা খচখচ ও করে উঠেছে শৈশবের সেই গল্পের কথাগুলো মনে পড়ে।
শোন, আবারো সেই গান ——
https://sonelablog.com/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%ac%e0%a6%a1%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be-old-school/
নীলাঞ্জনা নীলা
আপু গানটা শুনলাম।
গল্প তো পুরোটাই বললাম গো। আর কি জানতে চাও?
তুমি এই গানটা শোনো
https://www.youtube.com/watch?v=Cfo47N5ka4U
ভালো রেখো -{@
অরুনি মায়া
অসমাপ্ত সব কিছুই ঝুঁকিপূর্ণ আর অস্থির।
এজন্যই হয়ত বারণ রয়েছে।
কে জানে অসম্পূর্ণ পূর্ণ হতে কোথা হতে কোথায় চলে যায়। তাই নিজেকেই সমাপ্তি টানতে হবে।
নীলাঞ্জনা নীলা
দার্শনিক মন্তব্য। প্রতি-মন্তব্য কি করবো বুঝতে পারছিনা আপু।
অরুনি মায়া
একটা ফুল দিলেই চলবে আপু 🙂
নীলাঞ্জনা নীলা
-{@ -{@
মোঃ মজিবর রহমান
কি দুষ্ট চাহনী নির্ভেজাল জীবন
এখন কত চিন্তা জরতে হয় বলুন।
নীলাঞ্জনা নীলা
ছেলেটা বড়ো হয়ে গেলো। আমার এক্সিডেন্টের পর অন্য আরেক রূপ দেখছি। আমি যেনো ওর মেয়ে, আমার বাবার মতো লক্ষ্য রাখে।
আশীর্বাদ করবেন মজিবর ভাই ও যেনো বড়ো মনের মানুষ হয়।
আবু খায়ের আনিছ
নিষেধাজ্ঞা অমান্য করেই প্রবেশ করলাম। ঢুকেই দেখি, অর্ধেক গল্প রেখে ছুটে যাওয়া বারণ। ঠিক আছে যাব না, পুরুটা পড়েই যাব। পড়া শুরু করলাম, আবার দেখি শ্রোতা হয়ে নিজেকে শাষণ করছে কবি, এই শোন অর্ধেক গল্প বলা কিন্তু বারণ।
বুুঝলাম, বুড়ো হয়ে গেছি, তাই শৈশবের প্রবেশ নিষেধ।
নীলাঞ্জনা নীলা
ভাইয়া বুড়ো বয়স কোনটাকে বলে? ;?
আমি কবে বুড়ী হবো? ^:^
আবু খায়ের আনিছ
বয়সে বুড়ো হয় না ত আপু, বুড়ো হয় মনে। তুমি বুড়ি হবে আমি যেদিন পুরুপুরি বুড়ো হয়ে যাব তখন।
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহাহাহা :D) :D)
তাহলে তো এ জীবনে আর বুড়ী হওয়া হবে না। 😀
জিসান শা ইকরাম
কত কি যে ভাবনায় আসে তোমার !!
অনেক ভাল লেগেছে।
কবে হাঁটতে পারবা আবার?
নীলাঞ্জনা নীলা
হাঁটি তো ওয়াকার নিয়ে। ওয়াকার ছাড়া আরোও ৬ সপ্তাহ পরে চেক করবে আমার হ্যান্ডসাম ডাক্তারটা। :p
এখন ভাবনায় রাত-দিন হাড্ডি জোড়ার ডাক্তারের ভাবনা গো নানা। শরমের ইমো নাই কেন? :@
জিসান শা ইকরাম
হ্যান্ডসাম ডাক্তারের মোবাইল নাম্বার টা সংগ্রহ করতে হয়
পেত্নীর আছর হইতারে তার উপর। 😀
নীলাঞ্জনা নীলা
নানা পিলিজ নাম্বারটা সংগ্রহ করো।
পেত্নী কারে কইলা? :@
ইলিয়াস মাসুদ
হাহাহা অর্ধেক বলা নিষেধ করে নিজেই অর্ধেক বলে ছেড়ে দিলেন ……. আরো শুনতে চাই 🙂
খুব কিউট ছেলে, ভাল থাকুক খুব থাকুক কামনা
নীলাঞ্জনা নীলা
অর্ধেক বললাম কোথায়?
পুরোটাই বলেছি। শৈশব থেকে এখন ক্যালেন্ডার ঘোষণা দিয়েছে আমি নাকি চালশে পার করে আরোও এগিয়ে যাচ্ছি। 😀
এখন আমার ছেলেটা ১৪ বছরের ক্যালেন্ডারে।
নাসির সারওয়ার
মনে হয় শৈশব অপ্রাপ্ত বয়স্ক, তাই তাহার এখানে প্রবেশ নিষেধ।
আচ্ছা আচ্ছা, তা না হয় মেনে নিলাম – তবে অর্ধেক কেনো!!! পুঁচকেটা তো ভারী সুন্দর!!
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ গো আমাদের শৈশবকাল অপ্রাপ্তবয়ষ্ক ছিলো। আর এখন…???
পুরোটাই তো বলেছি।
আর আমার গুলটুটা অনেক বড়ো হয়ে গেছে। অপেক্ষায় আছি ওর গার্লফ্রেন্ডের জন্যে। 😀
অনিকেত নন্দিনী
“অর্ধেক গল্প বলা কিন্তু বারণ” আর “অসমাপ্ত অনুভূতির গল্প বলা বারণ” বলতে বলতে নিজেই গল্প শেষ না করে উধাও! 🙁
লাল রঙে কি পুচ্চিগুলিকে বেশি মিষ্টি লাগে? দুষ্টু হাসি দেয়া পুচ্চিটার জন্য (3
নীলাঞ্জনা নীলা
দিদি সবাই বলছেন অর্ধেক বলেছি গল্প। তার মানে আমি সম্পূর্ণ গল্প বলিনি বুঝি? ;?
ভাবনাতে পড়ে গেলাম।
পুচ্চিটা সেদিন ঘুম থেকে উঠে আমার খোঁজে ছোট্ট এই ব্যালকনির বাগানে।
তখন আমরা জাপানে ছিলাম।
এসব ছবি দেখলে কি লজ্জ্বা পায়!
স্বপ্ন
আপু বলে দিননা শৈশবের কিছু কথা। ভালো লেগেছে খুব।
নীলাঞ্জনা নীলা
আমার শৈশব ঠিক আছে লিখবো কোনো এক সময়।
রিমি রুম্মান
লেখায় ছবিতে অনেক ভালোলাগা রইলো ।
কেমন আছো, দিদি ?
নীলাঞ্জনা নীলা
নতূন এই ছবিতে কি যে সুন্দর লাগছে তোমাকে আপু।
ভালো আছি সেই একই।
ভালো থেকো তুমি। -{@
মৌনতা রিতু
এই দুষ্টু সোনাটা তো খুবই মিষ্টি।
কবিতাটা খুবই ভালো লেগেছে।
নীলাঞ্জনা নীলা
দুষ্টু সোনাটা এখন শান্ত হয়ে গেছে।
অফুরান ভালোবাসা -{@