তুমি এলে,রুপ এলো,ভালবাসাও পাখা মেলে ধরল।ধীরে ধীরে এলে কাছে থেকে আরও কাছে।কত সুখ,কত দু:খ,কত ঝামেলা দুজনে বুঝে নিলাম। তুমি বলতে আমি শুনতাম।কষ্টের পাহাড় কমিয়ে দিতাম তোমার। ছোট্ট থেকেও ছোট্ট কথা না জানালে তুমি থাকতে পারতে না। তখন আমি ভালবাসার রং এর ডানায় ভেসে বেড়াতাম। কতই না ভালবাস তুমি আমায়।কিন্তু এক সময় হয়ত তুমি উপলব্ধি করলে আমাকে ফেলে তুমি নির্ঝঞ্জাট জীবনে ফিরে যাবে। কারন আমার জীবনে ঝামেলা অনেক। কে এই ঝামেলায় জড়াবে বল? তাই তো সরে যেতে মন চাইছে তোমার। আমিও ভেবেছি যাকে মনের অন্ত:স্থল থেকে উজাড় করা ভালবাসাই দিয়ে দিলাম তাকে কেন কষ্টের পাহাড়ের বোঝায় দাবিয়ে রাখব? তাই তুমি মুক্ত আমার তরফ থেকে। তুমি এভাবেই সারাজীবন থাকবে আমার মনের গভীরে। ভালবেসেছি তাই কখনো ভুলতে পারব না।
এটাই বোধ হয় ভালবাসার কল্পনার অনেক রং জড়িয়ে গেছে আমার মনে। তুমি ভাল থেক,সুখে থেক।
ভালবাসার কল্পনায় কত রং এসে ঘুরে যায়।তার কোন স্থায়িত্ব কখনো থাকে কখনো থাকে না। সবার ভালবাসার কল্পনার রং সবাইকে ঘিরে রাখুক এই কামনায় শুভ সন্ধ্যা।
২১টি মন্তব্য
অনিকেত নন্দিনী
কেউ আসে, সাথে রূপ নিয়ে আসে, অনুরাগ নিয়ে আসে, ভালোবাসা পাখা মেলে এবং একসময় প্রজাপতি হয়ে উড়ে চলে যায়।
রঙের স্থায়িত্ব তো রঙের কারিগরের উপর নির্ভর করে, তাইনা?
তারপরেও চাওয়া একটাই, কল্পনার সব রঙ সবাইকে ঘিরে থাকুক।
জগতের সবাই সুখী হোক, সুখে থাকুক।
শুভকামনা রইলো। -{@
আমি আমি
সেইটাই থাকুক সবার মাঝে সবাই। এইটাই আমি চাই।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
শুভকামনা
ভাল লেগেছে -{@
আমি আমি
আপনাকেও শুভেচ্ছা, ভাল থাকবেন
শুন্য শুন্যালয়
সবার ভালবাসার কল্পনার রং সবাইকে ঘিরে রাখুক। ভালোবাসার কল্পনার রঙ বাস্তবে মেলা ভার, কল্পনায় আর কতদিন?
আমি আমি
যদিও কল্পনায় বসবাস সম্ভব না,তবুও একটু সুখ যদি পাওয়া যায় তাহলে দোষ কি বলুন–
খসড়া
যত রঙ চাও মাখিয়ে নাও, কল্পনায়তো নেই বাঁধা।
আমি আমি
হুম কল্পনার রং যেভাবেই আকি নষ্ট হয় না যে।
ছাইরাছ হেলাল
শুধু কল্পনার রং এ কুলিয়ে ওঠা বেশ কঠিন, তবুও কল্পনা একটু থাকতেই হয়।
চালু থাকুক।
আমি আমি
কল্পনায় সুখ পাওয়া যায় খুব সহজে,তাই ভাইয়া বাস্তবে কষ্ট কে ভুলে কল্পনার রং মাখলে দোষ নেই তো।
স্বপ্ন
সহজ সরল লেখা। ভালোবাসার সমস্ত রঙ দিয়ে সাঁজাই আমাদের ভালোবাসাকে। খুব ভালোলেগেছে আপনার ছোট এই লেখা।
আমি আমি
হুম কল্পনার রং যেভাবেই আকি নষ্ট হয় না যে।ধন্যবাদ স্বপ্ন আপনাকে,ভাল থাকবেন।
আবু খায়ের আনিছ
কল্পনার সব রং ই রঙ্গিন কিন্তু বাস্তবে সবই বির্বণ। যাইহোক রুপ দেখেই প্রেম?
আমি আমি
সত্যি বলেছেন তবে রুপের সাথে মনটাও যে ছিল। ভাল থাকবেন
আবু খায়ের আনিছ
শুভ কামনা আপনার জন্য।
অরুনি মায়া
কল্পনার জগতে খুব বেশিদিন বিচরণ সম্ভব নয় | কঠিন বাস্তব একদিন আঘাত হানবেই | ভালবাসা বরাবরই অনিশ্চিত |
আমি আমি
অরুনি মায়া বাস্তব সব সময়ই কঠিন, কিন্তু একটু সুখ যদি কল্পনা থেকে আসে তাতে ক্ষতিই বা কি।পাশে থাকুন।
নীলাঞ্জনা নীলা
কল্পনা আমাদের জীবনের সাথে। তবে তার স্থায়িত্ত্বর উপর নির্ভর করা যায়না।
এক কথায় অসম্ভব!
কিন্তু ভালোবাসায় বিশ্বাস রাখলে কল্পনাই সেটাকে বাস্তবে এনে দেয়।
আমি আমি
সুন্দর বলেছেন, ভালবাসায় বিশ্বাস খুব জরুরী। ধন্যবাদ আপনাকে।
জিসান শা ইকরাম
ছোট লেখায় অত্যন্ত ভালো লিখেছেন (y)
আমি আমি
মন্তব্যের জন্য সত্যি ধন্য আমি।