তুমি যেদিন হাত ধরেছিলে আমার
ধরেছিলে গ্রীবা উচু করে,
বলিনি কোন কথা লাজ শরম
পেয়ে বসেছিল আমায়।
তুমি যেদিন প্রথম বলেছিলে ভালবাসি
আকাশের তারাগুলো নেমে যেন এলো,
ভাবিনি কখনো এমন হবে
হৃদয় জয়ের পরে হৃদয় ভেংগে দেবে।
আমিতো চাইনি তোমার মনের আকাশে
সাত রংয়ের রং মাখাতে,
তুমি টেনে নিজেই ধরেছিলে হাত
জেনেই তুমি ভরেছিলে আমার কাল শুন্য আকাশ।
আমিতো চাইনি হতে সোনা বউ
চাইনি জড়াতে হৃদয়ের পাকে,
সর্বনাশের কুল আমার গেল ভেংগে
তবুও ভালবাসি,ভালবাসি
তোমার মুখের ওই মিষ্টি হাসি,
তবুও ভালবাসি, ভালবাসি বলেই
বারে বারে তোমার কাছে
ছুটে ছুটে আসি।
২০টি মন্তব্য
খসড়া
ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালবাসলে?
কটা রাত কাটিয়েছ জেগে ——– যে তুমি ভালবাসলে।
ভালবাসলে হতাশ হতে নেই।
আমি আমি
ঠিক বলেছ,তোমার মতে আমিও সহ মত বন্ধু।ধন্যবাদ।
মৌনতা রিতু
ভালোবাসি তাই তো বার স্বপ্ন বুনে কাছি আসি।হোক না স্বপ্ন ভঙ্গ,তবু পাশে আছি।
সুন্দর লেখা।শুভকামনা রইল।
আমি আমি
ধন্যবাদ বন্ধু মৌনতা রিতু, আপনিও সুন্দর বলেছেন। সত্যি ভালবাসায় স্বপ্ন ভংগ হলেও তবু পাশে আছি।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
(3 (3
ভাল লেগেছে অনেক
আমি আমি
ভাল লাগায় আমি কৃতজ্ঞ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম -{@
নিয়মিত লেখুন, অন্যের লেখা পড়ুন।
বারেবারে ছোটা ছুটি চলতেই থাকুক……
শুভকামনা।
আমি আমি
ধন্যবাদ আপনাদের সবার লেখা পড়ার চেষ্টায় আছি। ভাল থাকবেন
মোঃ মজিবর রহমান
ভালবাসা ভালই লাগলো চলুক প্রেমকাব্য।
আমি আমি
প্রেম ময় কাব্য আপনাদের প্রেওরনায় চলতে থাকবে ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে,
বেশ আবেগময় লেখা, লিখুন নিয়মিত।
আমি আমি
সেই চেষ্টা করছি, আপনাকেও ধন্যবাদ।
অরুনি মায়া
সোনেলায় স্বাগতম -{@
পাশে থাকুন, আমাদের জন্য লিখুন লেখাকে ভালবেসেই 🙂
আমি আমি
সত্যি আপনাদের অভিনন্দন আমাকে করেছে আরও বন্ধু প্রিয়। তাই ধন্যবাদ।
আবু খায়ের আনিছ
আগে বিয়ে পরে প্রেম। বেশ ভালো লিখেছেন।
স্বাগতম সোনেলার আঙ্গিনায়। -{@ -{@
আমি আমি
অনেকে মনে করে বিয়ে হলে দুটি শরিরের মিলন,দায়বদ্ধতা আসে,তাই সমঝোতাই হয় বিয়ে করলে। কিন্তু প্রেম হয় না। আমি ভাবি অন্য দিকে প্রেম তো সব চেয়ে সুন্দর এক অনুভুতি। যা দুজন মানুষ এক সাথে থাকতে থাকতে তাদের মাঝে গড়ে উঠে।
নীলাঞ্জনা নীলা
স্বাগতম জানাচ্ছি আমাদের সোনেলা নীড়ে।
আমি আমি
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপন করেছেন তাই খুশি হলাম।
ব্লগার সজীব
স্বাগতম এখানে। লেখায় খুব আবেগ আনতে পারেন আপনি। (y)
আমি আমি
এইত আপনাদের দোয়া।ভাল থাকবেন।