অস্ট্রিক-৪

প্রলয় সাহা ৭ ডিসেম্বর ২০১৫, সোমবার, ১০:২৫:০২পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

nishad2_Fotor_Fotor_Collage_Fotor
মানসিক শীতে আসক্ত
ঠাণ্ডা লাগে আত্ম পরিবেশের
ঘন কুয়াশায় ভেজা দীর্ঘশ্বাস
জমে যাচ্ছে ভবিষ্যতের ভূপৃষ্ঠে।

ঝাপসা হচ্ছে দিন-ক্ষণ-সময়
চোখের রক্ষাকবচ ইদানিং শৌণ্ড
সংবেদনশীল অংশকে রক্ষা করা,
আর অনিষ্ট করা-দু’টোই এক।

শুধু এক না দেহ-গৃহে বাস করা;
প্রাচীন পেশা শিল্পের কর্মরত হাপর
উস্কে রাখছে কষ্ট-স্নান দিনের পর দিন
শুদ্ধ হতে চাইলেই কি শুদ্ধ হওয়া যায়?

আর সব শুদ্ধতো শুদ্ধতা যাচাই করে না,
করে না আগুন জলেও থাকে কোমল ঘ্রাণ,
শুষ্ক হাসি, ভেজা কয়েকটি অদৃশ্য আঙুল।

যা ছোঁয়া যায় না-আঁচও করা না বেঁচে থাকা;
শুধু দেখা যায় পথের পথিক যায়- চলে যায়..

৪৪৫জন ৪৪৫জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ