মধ্যবিত্ত

প্রলয় সাহা ২৯ নভেম্বর ২০১৫, রবিবার, ১১:০১:১৭অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

IMG_7981_Fotormm_Fotor
আমার সকালটা শুরু কথার ব্যথায়
তা নিয়ে বের হয়ে যাওয়াটা আমার দৈনন্দিন চরিত্র
হেঁটে চলি মরা গাছের বাকল বিছানো খসখসে রাস্তায়;
মরে যায় আশা, হয় শুষ্ক কাঠ-
আমি তাকিয়ে থাকি আকাশের দিকে,
একবুক তৃষ্ণা মাটি চিনে না।
গল্প করে না বন্ধুর জলাশয়ের সাথে,
মাথার উপর শূন্যতাকে ঈশ্বর ভাবে,
ডেকে বলে, দাও হে আমার বরের দেবতা-
বেশী না মধ্যবিত্ত চাওয়া-পাওয়ার মত বৃষ্টি।
নেমে এসো স্থলভাগে, ভাসাও তোমার মেঘ শরীর
কোমল আদরে ভিজাও আমার চোখ-
জানান দাও বৈরাগী শীতের আবেগী ধ্বনি।
বেলা-অবেলায় যান্ত্রিকতায় বেদনার সুর
যা অবিরাম বাজে আমার কানে, ছড়িয়ে পরে সারা অঙ্গে,
মাতাল-কামুক-গোপন ধ্যান নৃত্য করুক আমার মস্তিষ্কে।
ঘ্রাণে মিশে যাক লীলাময় বিষ সুখ
কষ্টের দীর্ঘশ্বাসে বারংবার ডাক আসুক প্রেমিকার।
আমি আর মানুষ না নামে মাত্র গোত্র বিশেষ
চিনতে পারবে,চিনতে হলে হাত বাড়াও সেই বৃক্ষের দিকে,
যে বৃক্ষের রন্ধে-রন্ধে লেখা আছে, এক অপ্রিয় আয়ুশ্মান অভিশাপের নাম-
আর তা হলো, আমি বেঁচে থাকতে মধ্যবিত্ত অক্সিজেন গ্রহন করি।

১০৯১জন ১০৮৯জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ