আমার সকালটা শুরু কথার ব্যথায়
তা নিয়ে বের হয়ে যাওয়াটা আমার দৈনন্দিন চরিত্র
হেঁটে চলি মরা গাছের বাকল বিছানো খসখসে রাস্তায়;
মরে যায় আশা, হয় শুষ্ক কাঠ-
আমি তাকিয়ে থাকি আকাশের দিকে,
একবুক তৃষ্ণা মাটি চিনে না।
গল্প করে না বন্ধুর জলাশয়ের সাথে,
মাথার উপর শূন্যতাকে ঈশ্বর ভাবে,
ডেকে বলে, দাও হে আমার বরের দেবতা-
বেশী না মধ্যবিত্ত চাওয়া-পাওয়ার মত বৃষ্টি।
নেমে এসো স্থলভাগে, ভাসাও তোমার মেঘ শরীর
কোমল আদরে ভিজাও আমার চোখ-
জানান দাও বৈরাগী শীতের আবেগী ধ্বনি।
বেলা-অবেলায় যান্ত্রিকতায় বেদনার সুর
যা অবিরাম বাজে আমার কানে, ছড়িয়ে পরে সারা অঙ্গে,
মাতাল-কামুক-গোপন ধ্যান নৃত্য করুক আমার মস্তিষ্কে।
ঘ্রাণে মিশে যাক লীলাময় বিষ সুখ
কষ্টের দীর্ঘশ্বাসে বারংবার ডাক আসুক প্রেমিকার।
আমি আর মানুষ না নামে মাত্র গোত্র বিশেষ
চিনতে পারবে,চিনতে হলে হাত বাড়াও সেই বৃক্ষের দিকে,
যে বৃক্ষের রন্ধে-রন্ধে লেখা আছে, এক অপ্রিয় আয়ুশ্মান অভিশাপের নাম-
আর তা হলো, আমি বেঁচে থাকতে মধ্যবিত্ত অক্সিজেন গ্রহন করি।
১৫টি মন্তব্য
অরুনি মায়া
মধ্যবিত্তে একটু কষ্টের ছোঁয়া থাকলেও ওখানেই কিন্তু শান্তি
প্রলয় সাহা
আমি বেঁচে থাকতে মধ্যবিত্ত অক্সিজেন গ্রহন করি। এটাই শান্তি। 🙂
আবু খায়ের আনিছ
মধ্যবিত্ত ভাবনাগুলো সুন্দর বটে। জীবনের অর্থ খুজে পাওয়ার জায়গা মধ্যবিত্ত।
প্রলয় সাহা
ধন্যবাদ দাদা
শুন্য শুন্যালয়
প্রথম লাইনটাতেই চমক ছিল, “আমার সকালটা শুরু কথার ব্যথায়”। ধীরে ধীরে জটিল শব্দ এলেও ভাবনাটা ধরা গিয়েছে।
আমি বেঁচে থাকতে মধ্যবিত্ত অক্সিজেন গ্রহন করি—-এই লাইনটা সত্যিই মুগ্ধ করলো। সুন্দর। (y)
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ আপনাকে।
নীতেশ বড়ুয়া
শুরুর লাইনটি ফাটাফাটি… :c
প্রলয় সাহা
ধন্যবাদ দাদা
অরুণিমা
মধ্যবিত্তরা নিজেদের শান্তিতে মনে করলেও ওরা কি সত্তি শান্তির অক্সিজেন পায়?একদিকে উচ্চবিত্তদের লাথি আর একদিকে নিম্নবিত্তদের ঘৃণা ওরা জাস্ট ঢালাই মেশিনের মত পিষে বেঁচে আছে।
প্রলয় সাহা
আমি পেয়ে থাকি। 🙂
নীলাঞ্জনা নীলা
“আমি তাকিয়ে থাকি আকাশের দিকে,
একবুক তৃষ্ণা মাটি চিনে না।”
ভাবার মতো দুটো পংক্তি। তৃষ্ণা ছাড়া তৃষ্ণা আর কারুকেই মেটায় না গো দাদা।
আপনি জানেন কি কতো ভালো লেখেন? (y)
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহাহাহাহা। ভালো লিখি না লেখার চেষ্টা করি দিদিভাই।
নীলাঞ্জনা নীলা
চেষ্টায় স্বার্থক হয়েছেন। -{@
প্রলয় সাহা
জেনে ভাল লাগলো দিভাই 🙂
প্রলয় সাহা
হাহাহাহাহাহাহাহাহাহাহা। ভালো লিখি না লেখার চেষ্টা করি দিদিভাই। 🙂