পড়শি হয়ে আসছে শীত, জড়াবে বলে, ডানা মেলে কাকাতুয়ার বেশে,
কথা বলা মায়া পাখি সরব হবে কথা না বলে শুধু চেয়ে থেকে লজ্জানত মুখে;
হৃদয়ের দ্বার খুলে ডেকে নেবে সবুজের ছায়া হয়ে।
ঝিরিঝিরি দৃষ্টিপাতে হবে বাতচিত দণ্ড দুই, হৃদয়ের যুগল পদ চিহ্নে;
ভোরবিহানের বিবর্ণ বিষণ্ণ বিচ্ছিন্ন নির্জনতায় মলিন মুখে হাসি হাসি ভাব নিয়ে দাঁড়ায় সামনে এসে প্রায়ই,
হতচকিত হই হকচকিয়ে পুরনো আমি নূতন করে সরোবর ছক কাটি কেঁচে গণ্ডূষের স্মৃতি তর্পণে।
ধরা ছোঁয়ার বাইরে থেকে শূন্যতায় স্থির হয়ে ভেসে থাকা ঘাস ফড়িংয়ের স্তব্ধতায় সময় গুনি।
অস্তসূর্য প্রসাধন মেখে কে তুমি মায়া হরিণীর বেশে!! নক্ষত্রের অচেনা বন্দরে!!
হে সময় দাঁড়াও, দাঁড়িয়ে থেকেই দাঁড়াও; হাঁটছি আমি জোড় কদমে রাজবাড়িটির দিকে;
উচ্ছেদ অরণ্যে নয়, সবুজে চোখ পাতি। অমোঘ ভবিতব্য না মেনে।
৪৭টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
:c
কাকাতুয়ার খোজ শুরু হয়েছে :D)
ছাইরাছ হেলাল
খোঁজ নিয়ে খোঁজ রাখতেই হয়।
নীতেশ বড়ুয়া
খোঁজের খোঁজে রুপকথার ঐ সম্রাট
কাকাতুয়ার সন্ধানে নন্দলালে ছাইরাছ :p
ছাইরাছ হেলাল
নন্দলালের হরেক ভাবনা।
নীতেশ বড়ুয়া
:D)
উত্তর কি দেবো আর ভেবেই না পাই
নন্দলালে চারা বুনেছে আকাশছোঁয়া ঠাঁই…
অরুনি মায়া
সহজ তবুও যেন বোধগম্য নয়
কঠিন জেনেও তবু বোঝার উর্ধেব নয়
মায়া মায়া ভাষায় এক মায়াবী কবি
হৃদয়ের না বলা সুর এই অবেলায় বাজিয়ে যায়,,,,
ছাইরাছ হেলাল
সুর- মুর কোথায় কে বাজায় জানি না,
বাজুক, বাজতেই থাকুক,
আপনি দেখছি খুব কঠিন মন্তব্য করছেন, আজকাল।
অরুনি মায়া
এটা বুঝি কঠিন মন্তব্য 🙁 ।
এই অপবাদ মানিনা মানব না।
আমার মত হাট্টিমাটিম টিম মার্কা মন্তব্য কেউ করেনা,,,,
ছাইরাছ হেলাল
আপনার মত সুন্দর মন্তব্য তো করতে পারিনা। হাট্টিমাটিম ই ভরসা।
অরুনি মায়া
আচ্ছা নেক্সট আগডুম বাগডুম :p
স্বপ্ন
স্নিগ্ধ,সুন্দর কোমল একটি গল্পের আভা পেলাম লেখায়। অমোঘ ভবিতব্য না মেনে অনেক কিছুই করতে হয় আমাদের। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে।
ছাইরাছ হেলাল
অনেক দিন পর, এ তল্লাটে আপনাকে দেখলাম, ভালো ও লাগল।
আমরা আসলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না।
কোমল আভা নিয়েই লিখলাম।
স্বপ্ন
ভুলে যাননি দেখে আমারো ভালো লাগলো। মায়ারা এসে শূন্যতা পুর্ন করুক।
আবু খায়ের আনিছ
ভাইয়া শীত আসতে দিন, রুমান্টিক কবিদের জন্য রুমান্টিকতায় ভরা শীত।
ছাইরাছ হেলাল
আসেনি শীত, আসতে কতক্ষণ!! এই তো এসে পড়ল বলে।
আবু খায়ের আনিছ
মধ্য রাতে জানালায় কড়া নাড়ে কিন্তু এই শহরে শীত………………
ছাইরাছ হেলাল
এখন মধ্যরাতে কড়া না নাড়লেও শেষ রাতে ঠিক নাড়ে।
নীলাঞ্জনা নীলা
এতো মায়াবী কাব্য! মায়ায় মায়ায় ভরে আছে লেখার উঠোন।
কিচ্ছু বুঝিনি। মন্তব্য যে করেছি শুধু অরুনি মায়া আপুর নামের মায়াবী স্পর্শ পেয়েই। কবিতা বুঝিয়ে দিন। পিলিজ ^:^
ছাইরাছ হেলাল
বলেন কী? জলবৎ তরলং।
অরুনি মায়া এখানে এলো কোত্থেকে, গুরু মানুষ মাথা-মুথা আউলা হয়ে গেল নাকি
পূজোর মৌসুমে।
ভবিতব্য আমাদের অজানা, এ সব বোঝানোর অপচেষ্টা ভাবতে পারেন, লেখাটিতে।
নীলাঞ্জনা নীলা
মাথা না আউলাইয়া উপায় আছে?
দোষী তো আপনি। এসব লেখা পড়ার পর সুস্থ থাকা কি সম্ভব?
নাসির সারওয়ার
সময়েরতো আর কাজ নাই। ওর দাঁড়াবার সময় কই।
আর কিছুই বুঝি নাইক্কা।
ছাইরাছ হেলাল
যদি না ই দাঁড়ায় আমাদের কাম-কাইজ গুলো সারবো কী করে!!
বেশি বোঝার দরকারটা ই কী!!
রিমি রুম্মান
কবিতা এত কঠিন ক্যারে !
কঠিনেরেই ভালবাসিলাম তবে 🙂
ছাইরাছ হেলাল
এই প্রথম আপনাকে এমন সুন্দর করে মন্তব্য করতে দেখে আনন্দিত হলাম
ধন্যবাদ, নিয়ত ভাল থাকুন।
নুসরাত মৌরিন
পড়শী শীত!! বাহ্ এমন করে ভাবি নাই তো!!
সময় কি দাঁড়ায়?দাঁড়ায় না তো!! কত ডাকি!!
সুন্দর লেখা…খুব ভাল। 🙂
ছাইরাছ হেলাল
ইচ্ছে হলেই ভাবতে পারেন, এবার ভাবুন একটু।
সময় দাঁড়াবে না জানি, তাও তো না ডেকে পারি না।
আপনাকেও অভিনন্দন।
জিসান শা ইকরাম
হাঁটুন হাঁটুন জোড় কদমেই হাঁটুন, হাঁটলে শরীর ফিট থাকে
স্বাস্থ্যই সকল সুখের মূল —
ছাইরাছ হেলাল
শরীর ফিট রেখে জোরকদমে হেঁটেই রাজবাড়ীতে পৌঁছুতে
চাই ই।
কৃন্তনিকা
বাহ… -{@
ভোরবিহানের বিবর্ণ বিষণ্ণ বিচ্ছিন্ন নির্জনতায় মলিন মুখে হাসি হাসি ভাব নিয়ে দাঁড়ায় দেখেই কি কবিতা এমন ভাব-গম্ভীর???
ছাইরাছ হেলাল
আপনি আমাদের ভুলে যাননি এটি ভাবতে আরও ভাল লাগে।
না এ আর এমন গম্ভীর কৈ!!
শারদীয় শুভেচ্ছা আপনাকে অবশ্যই।
মেহেরী তাজ
ভূত এখানে ও ভূত। কৃন্তনিকা আপু ভূত। দৌড়ে ভাগো………
ছাইরাছ হেলাল
নিজের খবর নেই, অন্যকে ও ভাগাচ্ছে।
লীলাবতী
কথা বলা মায়া পাখি সরব হবে কথা না বলে শুধু চেয়ে থেকে লজ্জানত মুখে!!!!! এ তো ভয়ানক অবস্থা দেখছি।
আবার………উচ্ছেদ অরণ্যে নয়, সবুজে চোখ পাতি…… অমোঘ ভবিতব্য না মেনে।…… ভয় পেলাম ভাইয়া।
পড়শিকে শুভেচ্ছা -{@
ছাইরাছ হেলাল
ভয়ের কিছু নেই, সবই আমরাই আমরা।
আচ্ছা পড়শিকে জানিয়ে দিলাম।
ব্লগার সজীব
এই বন্দরেই নোঙ্গর হোক তবে।লেখা ভালো লেগেছে……আপনার লেখা এত সহজ ক্যান?
ছাইরাছ হেলাল
আচ্ছা আপনি যখন বলছেন সুহৃদ্ ভেবে তখন এখানেই ভেঁপু বাজালাম।
সহজ করে লেখাই ভাল। শেখার চেষ্টা করছি।
শুন্য শুন্যালয়
শুনেছি রাজবাড়ির রাজকন্যা টি বেহালা বাদক ছদ্মবেশি রাজকুমারের শোকে শয্যাসায়ি। জোরকদমে না হাঁটলে দেরি হয়ে যেতে পারে। 🙂
শীত ও কাকাতুয়ার বেশ নিলো? এহেম, ঘাড়ে করে রেখেন, খাঁচায় না। নূতন করে সরোবর ছক কাঁটি, খুব সুন্দর। নেয়ার মতো অনেক শব্দ আর উপমা আছে, তবে নেবোনা। পাগল আপনার শব্দ নিয়ে জরিমানা গুনতে রাজি না
ঘাস ফরিং এর স্তব্ধতায় সময় গুনে সময় চলে যাচ্ছে, শেষে ভবিতব্য ও পালাবে। সময় কে ভালোবাসুন। শীত আসলে সোয়েটার পড়তে হয়, হাতপাখার কথা ভাবতে হয়না।
ছাইরাছ হেলাল
দ্রুত চিকিৎসা দিয়ে তাকে ফুল ফিট করে রাখুন, বাদকের আর তর সইছে না, উফফ, আপনি তার দাঁতের দাক্তার আগে বলবেন না!! আপনি দাক্তার মানুষ যেখানে রাখলে সব পক্ষের মঙ্গল সেখানেই না হয় রাখব,
কে আপনাকে জরিমানা করবে? ফাগোল!! শেষে কী না কী ঔষধ খাইয়ে সব দাঁত তুলে নেবেন সমুদয় রাজবাড়ীর, সে ভয় আছে না!!
আপনি অভিজ্ঞ স্বজন, আপনার পরামর্শ মতাবেক সোয়েটার পরিধান পূর্বক শীতের দেশে গমন করিলাম,
সিট্টি বাজালে রেস্কিঊ টিম পাঠাতে ভুল করার ভাব নিয়ে ভুল করে মগা লিবেন না যেন আবার,
শুন্য শুন্যালয়
দাঁত ফুলফিট কেনু রাখতে চান ভাউ? ;? শীতের দেশে কি দাঁতের সমস্যা বেশি হয়? নাকি রাজবাড়ির চকলেট খাওয়া রোগ আছে?
ভাগ্যিস আমি দাঁতের ডাক্তার না, হইলে দাঁত না, দাঁতের মাড়িতেই গন্ডগোল বাঁধায় দিতাম 🙂 রেস্কিউ টিম লাগবে কেনু? মজা নিতে সিট্টি বাজাবেন, একটু কষ্টতো সইতেই হবে ভাউ।
ছাইরাছ হেলাল
আপনি পাশে পাশে না এলে ঠিক ভাবে মনে বল পাই না,
বুঝতেই পারছেন রাজবাড়িতে এসেছি সাহস করে আপনার ভরসাতেই,
জ্ঞানী আপনজন,
কিন্তু আপনি লুক ভাল না,
কোথায় একটু হাওয়া দেবেন, তা না, খালি খোঁচা-ফোঁচা দেন,
ভাউ এটা ঠিক না।
মেহেরী তাজ
ভাগ্যিস শুন্য আপু আগেই মন্তব্য করছে,নাইলে বুঝতেই পারতাম না রাজকুমারী, রাজপুত্র কাহিনী।
আমাকে নিয়ে কেউ লেখে না। 🙁
ছাইরাছ হেলাল
তৈরি থাকুন, তাজ ভাইয়া,
নো, ট্যা ফো।
সে জন্যই সে তুলনাহীনা, এবং আমরা মিসিং
অরুনি মায়া
-{@
ছাইরাছ হেলাল
এয়া কী?
আপনার শুন্যাপুকোথাকার কে এখন যা দিচ্ছেন তাও একটু দিলে
শান্তি পাইতাম।
অরুনি মায়া
আচ্ছা এই ব্যাপার! তবে কথা হচ্ছে আমি শুন্যাপু কোথাকারকে যা দেই তা আপু যত্ন করে রেখে দেয় , আপনি কি তেমন যত্ন করবেন? নাকি অন্য কাউকে দিয়ে দিবেন? সেটা আগে বলুন দেখি |
ছাইরাছ হেলাল
না না, কাউরে দিয়া দিমু না।
অরুনি মায়া
যাক বাঁচা গেল 😀
এই নিন তবে, যত্ন করে রাখবেন কিন্তু,
(3 (3 (3