আজ সকাল আটটা ত্রিশ মিনিটে সোনেলার বিশিষ্ট ব্লগার সজীব মন্তব্যাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সোনেলা প্রতিনিধি নাজনিন হুসাইন=
আজ সকাল ঠিক সারে আটটায় সোনেলার ব্লগের স্বনামখ্যাত ব্লগার ব্লগার সজীব মন্তব্যাঘাতে গুরুতর আহত হয়েছেন। আগে থেকেই ওত পেতে থাকা মন্তব্য সন্ত্রাসী ব্লগার সজীবের উপরে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় পথচারীরা ব্লগার সজীবকে সোনেলা হাসপাতালে ভর্তি করায়।তিনি এখন সুখ শয্যায় আনন্দের সাথে পাঞ্জা লড়ছেন।
দর্শক চলুন এবার সুখ শয্যায় শায়িত ব্লগার সজীবের সাথে কথা বলি।
এই যে ব্লগার সজীব সাহেব আপনার অনুভূতি কি এখন? দর্শক দেখছেন সজীব সাহেব কথা বলতে পারছেন না, আমি প্রথম প্রশ্ন কি করতে পারি আগে থেকেই যেন কিভাবে জেনে গিয়েছিলেন,জবাব লিখিয়ে রেখেছিলেন এক জন সুদর্শনা নার্সকে দিয়ে। এই যে দেখুন উনি কি লিখিয়ে রেখেছেন-ওনার অনুভূতি নাকি এখন কঠিন। কঠিন অনুভূতি দিয়ে উনি কি বুঝাতে চেয়েছেন তা নিয়ে বিশ্লেষণের দাবী রাখে।
প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং ব্লগার সজীবের সরবরাহকৃত ডকুমেন্ট থেকে জানা যায়, মন্তব্য সন্ত্রাসী নীতেশ বড়ুয়া ১৪ অক্টোবর গভীর রাতে ব্লগার সজীবের ব্লগ বাড়িতে হানা দেয়।মন্তব্য বোমা নিক্ষেপ করে বাড়িতে।সন্ত্রাসী নিতেশ যখন এই হামলা করে, তখন ব্লগার সজীব গুলশানের এক পার্টিতে ছিলেন।গভীর রাতে বাড়ি এই হামলার অবস্থা দেখে মডু নামক পুলিশদের ফোনে জানায়।কিন্তু মডু পুলিশরা এই ফোনে গুরুত্ব দেন নাই।মডু কক্ষে অনেকের নাক ডাকার শব্দ ব্লগার সজীব মোবাইলেই শুনেছেন।
আজ সকাল সারে আটটার সময়, সজীব সাহেব,মন্তব্য বোমা পরিষ্কার করছিলেন এই সময়ে আবার মন্তব্য সন্ত্রাসী নীতেশ সজীব সাহেবের উপর ঝাঁপিয়ে পরে। একটি মন্তব্য বোমা অপসারণ করে তো দুইটি বোমা নিক্ষেপ করে। একসময় সজীব সাহেব আহত হয়ে ব্লগবাড়ি হতেই দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন।
দর্শক সোনেলায় এমন সন্ত্রাসীর আক্রমণ এই প্রথম নয়।ইতি পূর্বে অনিকেত নন্দিনী নামক এক সন্ত্রাসী হামলা চালিয়ে বহু ব্লগারকে আহত করেছেন। এখন আবার নীতেশ বড়ুয়ার আগমন।সোনেলার পুলিশ মডুরা নাকে তেল দিয়ে নাক ডেকে ঘুমায়।
আর কত ব্লগার আহত হলে তাদের এই নাক ডাকা বন্ধ হবে?
আর কত ব্লগারকে ব্লগার সজীবের মত সুখ শয্যায় আনন্দের সাথে পাঞ্জা লড়তে হবে?
=নাজনিন হুসাইন
সোনেলা টিভি
সোনেলা।
৬৯টি মন্তব্য
মেহেরী তাজ
তোমার উপরেও??? 😮
শিষ্য আমি ভাবছিলাম খালি আমার উপরেই বোমা মারা হয়েছে।
কিন্তু এখন দেখি না. …
ষড়যন্ত্র এটা গভীর ষড়যন্ত্র…. …
এক সাথে গুরু শিষ্য এর উপর হামলা!!!”?
মডুরা সব কুথায়। এর প্রতিকার কি হবে না।
ব্লগার সজীব
ওস্তাদ আপনার উপরেও?!! 🙁 মডুরা সব নাকে খাটি সরিষার তেল দিয়ে নাক ডেকে ঘুমায় ওস্তাদ। সম্মিলিত আক্রমণ করতে হবে এই মন্তব্য সন্ত্রাসীর উপরে।আসুন একদিন সবাই তাকে অনলাইনে পেয়ে আক্রমণ করি।দেখি কত গমে কত আটা 😀
অরুনি মায়া
হা হা হা তুমি যে আহত হয়েছ তা আমি দুপুরেই জানতে পেরেছিলাম। নিউজ দেখার অপেক্ষায় ছিলাম,,,
ব্লগার সজীব
আপনাকে কে জানালো আপু? ছোট ভাই আহত হয়েছে,একটু এগিয়েও এলেন না ভাইকে সাহায্যের জন্য? 🙁
নাকি আপনিও আক্রান্ত হয়েছেন?
অরুনি মায়া
জেনেছি কোন এক ভাবে। আমিতো বেশ কিছুদিন যাবত আক্রান্ত। তবে আমার অবশ্য অভিযোগ নেই। আমরা আমরাই তো তাইনা 🙂
ব্লগার সজীব
তাহলে আপনিও আনন্দাহত হয়েছেন ? 🙁
ছাইরাছ হেলাল
মডুরা কে কোথায় আছ,
এসো তাড়াতাড়ি, আমাদের ব্লগার পত্রাহত হয়েছেন।
ব্লগার সজীব
বাজারে খাঁটি সরিষার তেলের তীব্র সংকট চলছে।মডুরা নাকি ঘুমোৎসবে যোগ দিয়েছেন :p খবরে প্রকাশ।
নীতেশ বড়ুয়া
মডু এই হামলা চালাতে দুইজনের উপরে নিষেদাজ্ঞা জারি করেছেন বলে দু’জনকে হামলা হতে রেহাই দেওয়া হয়েছে। নিজে বাঁচতে চাইলে মডুর সাথে তৈলমর্দন চালাতে থাকুন।
বিস্তারিতঃ পরের পোস্টে।
প্রাপ্তিঃ সোনেলা মারফত
অরুনি মায়া
আমি কিন্তু অভিযোগ করিনি আগেই বলে দিলাম 🙂
নীতেশ বড়ুয়া
আঁটঘাঁট বেঁধে নামছি। গ্রপ্তারের আগেই আবারো হামলা চালানো হবে 😀 \|/
ব্লগার সজীব
মায়া আপু হুমকিতে আমরা ভয় পাইনা।আমরাও দেখে নেবো,বীর জনতা জেগেছে :v
নীতেশ বড়ুয়া
হুমকি নয় সংখ্যাতে ভয় পান। নিজের কুঠিরে প্রকাশ সংখ্যা দেখে নিন। হামলায় কুঠির নড়বে না কিন্তু সংখ্যাগুলো আবার জীবিত হবে :D) :D) :D)
ব্লগার সজীব
অপেক্ষা করুন মন্তব্য সন্ত্রাসী। জনগণ জেগে উঠছে এবার।আর রক্ষা নেই।সম্মিলিত মন্তব্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সন্ত্রাসীর জীবন তামা তামা করে দেয়া হবে,উহহাহাহাহাহ :D)
অরুনি মায়া
হা হা হা বেচারা নীতেশ দা
নীতেশ বড়ুয়া
প্রত্যুত্তরে- হামলার জবাবে হামলা!
পুনঃহামলার জন্য তৈরী থাকুন তবে, মনে রাখবেন চৌধুরী সাহেব থুক্কু সজু বাইয়া সাহেব! আমার একটি পোস্ট বনাম আপনার গোতা দশেক পোস্ট :D)
নীতেশ বড়ুয়া
বেচারা বলবেন না। মডুকে পটিয়ে নেই, তখন আপনি অরুনি বুঝবেন বেচারা কি… মুয়াআআআআআআআহহহহহহহহহহহহহহ হাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহ :D)
ব্লগার সজীব
আম জনতা জেগেছে এবার, পালাবার পথ খুঁজেন মন্তব্য সন্ত্রাসী…গরররররর
নীতেশ বড়ুয়া
একটি শর্তে থামতে পারে এই হামলা।
যদি-
শুন্যাপু, লীলাপু, অনিকেত নন্দিনী, নীলা’দি, সজু বাইয়া, কৃন্তনিকাপুরা আবার আগের মতো আমার হামলা চালানোর সময়টুকু কেড়ে নেন।
নচেৎ এই হামলা থামবার নয়। :v
অরুনি মায়া
আমি কি কিচ্ছু বুঝিনা ভেবেছেন। আমারে শীর্ষ মন্তব্য কারীর স্থানে থাকতে না দেবার এটা একটা ষড়যন্ত্র। হুহ। :@
নীতেশ বড়ুয়া
এটা তো মাথায় ছিলো না!!!!!! মুয়াআআআআআআআহহহহহহহহহহহহহহহহহহ হাহাহাহাহ… পাগল সেতু নাড়াতে মানা করতে নেই আর মন্তব্য সন্ত্রাসীকে কারণ দিতে নেই। মুয়াআআআআআআআআআহহহহহহহহহহহহহাহাহাহাহাহাহাহ \|/
অরুনি মায়া
মাথায় আবার ছিল না তাইনা?
হুহ আমাকে এত্তত্ত বোকা ভাবার কিচ্ছু নেই।
বিচ্ছু কোথাকার :@
নীতেশ বড়ুয়া
:@
মাথায় কি করে থাকবে? হামলা চালাতেই তো ব্যস্ত থাকি!!!!!!!! 😀
নীলাঞ্জনা নীলা
নীতেশদা এভাবে হুমকি! :@ :@
নীতেশ বড়ুয়া
নীল’ফি, বল আমাকে কেন এভাবে হুমকি দিবে! আমি কিচ্চি! মন্তব্যই তো করলাম মাত্র 😀
নীলাঞ্জনা নীলা
ঠিক ঠিক। নীতেশদা আমি ঝুলন্ত সাপোর্টার। যে জেতে তার পক্ষে :p 😀 :D)
নীতেশ বড়ুয়া
আমার এই পাশে ঝুমকোলতা -{@ গাছ। আপনি সেখানে ঝুলে ঝুলে আমাকে সাপোর্ট করেন তবে \|/
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া এমন অবস্থা আপনার? এসব চলতে দেয়া যায়না মোটেই।
আগুণ জ্বলবে ঘরে ঘরে।
মিছিল শুরু করি, চলুন \|/ \|/ \|/ \|/ \|/
অরুনি মায়া
চল নীলু আন্দোলন শুরু করি 🙂
নীতেশ বড়ুয়া
হ্যাঁ, হ্যাঁ… আন্দোলন চলবে প্রতিটি পোস্টে পোস্টে 😀 \|/
নীলাঞ্জনা নীলা
নীতেশদা :@
নীতেশ বড়ুয়া
অ্যাঁন্ডোলোন করটিসি :p
অরুনি মায়া
হা হা হা যার পোস্ট সে নীতেশ দার ভয়ে পালিয়েছে
নীতেশ বড়ুয়া
কারণ এখানে আবারো প্রথম মন্তব্য করার ১০ মিনিট আগেই পোস্ট পড়ে হামলা এসেছিলাম। বুঝে নাই প্রথমে যে বাইরে হামলার উত্তর দিতে এসে যে ঘর ফেলে চলে এসেছে :D) :D) :D) :D)
অরুনি মায়া
বেচারা কই গেল। আহারে 🙁
নীতেশ বড়ুয়া
সুন্দরী নার্সের চিকিতসা নিচ্ছে মনে হয়! ভাভু বাইয়া তো আবার পাত্রী খুঁজছেন :p
ব্লগার সজীব
:p :p :p
ব্লগার সজীব
মায়াপু,এইত আমি এসেছি 🙂
নীতেশ বড়ুয়া
নার্স বালানি সজু বাইয়া :p
শুন্যাপুরে খবর দেই তবে? :D)
নাসির সারওয়ার
উত্তরের পথে যে মিছিলটা যাচ্ছে সবাই সেটাতে যোগদিন। এছাড়া আর কোন পথই খোলা নাই।
ব্লগার সজীব
এত বড় সন্ত্রাসী সোনেলা রাজ্যে ছিলো না ভাইয়া 🙁
জিসান শা ইকরাম
আহত মাত্র?
নিহত হইলে মনে হয় মডু পুলিশ যাইত………
মাইনসের খাইয়া ডাইয়া কুন কাজ কাম নাই, সবাই খালি ব্লগায় 🙂
নীতেশ বড়ুয়া
ইয়েসসসসসসসসস… ব্লগায়্যা কি করবো! আপনার জন্য -{@ জিসান ভাইয়া 😀
ব্লগার সজীব
আহত হলে পুলিশ আসবেনা? ভাইয়া এটি আপনি বলতে পার্লেন? 🙁
নীতেশ বড়ুয়া
:D)
শুন্য শুন্যালয়
পাঞ্জা লড়া একটি অতীব মজাদার খেলা, তাই পাঞ্জা লড়তে থাকুন।
নীতেশ দাদা, ক্যারি অন। রোগীর স্ট্রেচারের কথা বলছি। 😀
নীতেশ বড়ুয়া
:D)
লড়বি তবে আয়,
শুন্যাপু সাথে আছে
লড়তে চাইলে আয়… :D) \|/
ব্লগার সজীব
আমি শিওর শুন্য আপুকে তাবিজ করেছে এই সন্ত্রাসী।
নীতেশ বড়ুয়া
তাবিজ কবিজে শুন্যাপুর কিছু হয় না… হামলাআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ \|/
ব্লগার সজীব
মানে কি? ও শুন্য আপু,আপনি না আমাকে খুব স্নেহ করে সজু ডাকেন? আর এখন এই শীর্ষ মন্তব্যসন্ত্রাসীকে উৎসাহ দিচ্ছেন?এই ছিল আপনার মনে? ;(
নীতেশ বড়ুয়া
মুয়াআআআআআআআআআআআহাহাহাহাহহাহাহহহহ মুওাআআআআআহহাহাহাহাহাহাহাহহাহাহাহ
এ লড়াই জেতার লড়াই…মুওয়াআআহাহাহাহহাহাহাহা
শুন্যাপু আমার সাথে…মুওয়াহাহাহাহাহাহাহাহাহ :D) \|/
শুন্য শুন্যালয়
মডুদের নাক কাকে ডাকছিল বুঝলাম না, এইসব ভাদাইম্যা টাইপের মডু দিয়া সোনেলা ক্যাম্নে চলতেছে কে জানে? নীতেশ ডা কে মটুদের ফেছনে লাগিয়ে দেয়া হোক।
নীতেশ বড়ুয়া
হোক্কা। মডু ডের ফেছনে লাকচি টবে 😀 \|/
ব্লগার সজীব
আমরা কি এমন মডু চেয়েছিলাম আপু? ফোন দিয়ে দেখুন,নাক ডাকার শব্দ শুনতে পাবেন :p
নীতেশ বড়ুয়া
মডুদের নাক আছে নাকি! কোনদিন তো কুতাও নাক গলাতে দেকিনি সজু বাইয়া :p
সিকদার
লড়াই লড়াই চাই , লড়াই হলে আমি নাই । \|/
ব্লগার সজীব
এমন লড়াই না চাই
যে লড়াইতে সিকদার নাই 😀
লীলাবতী
অনিকেত নন্দিনী আপু আক্রমণ করেছিলেন ফেইসবুকে,আর ইনি ডাইরেক্ট সোনেলায়।আমার বাড়িতেও হামলা হয়েছে।
এর দাঁত ভাঙ্গা জবাব দিতেই হবে।মন্তব্য সন্ত্রাসীর কালো দাঁত( দাঁত মাজে না এক বছর) ভেঙ্গে দাও গুড়িয়ে দাও 😀
নীতেশ বড়ুয়া
আপাতত ক্ষ্যামা দিয়েছি। পালাক্রমে আপনি, শুন্যাপুও আসছেন শীঘ্রই। ফাঁকি দিবেন? পোস্ট সব আবার হুকুড়মুকুড় করিয়ে ছাড়বো 😀 \|/
ব্লগার সজীব
দাঁত ভাঙ্গা জবাব দিতেই হবে।মন্তব্য সন্ত্রাসীর কালো দাঁত( দাঁত মাজে না এক বছর) ভেঙ্গে দাও গুড়িয়ে দাও \|/
নীতেশ বড়ুয়া
এ অপবাদ মানি না
দেঁতো হাসি ছাড়বো না 😀
হামলা হবে চালিয়ে যাবো
হামলা আমি ছাড়বো না :D)
স্বপ্ন
কি অবস্থা!!!!!!!!!!!!!
ব্লগার সজীব
🙂
বনলতা সেন
আপনি দেখি আসর জমিয়ে বসেছেন। লেখার তো কিছু নেই। ভয়াবহ অবস্থা।
ব্লগার সজীব
মন্তব্য সন্ত্রাসী নীতেশ হতে সাবধান। ৫০০ গজ দূরে থাকুন। নইলে খপর আছে আপনার 🙂 কোথায় যে হারিয়ে যান মাঝে মাঝে -{@
বনলতা সেন
না। হারাব না। এবার। সাবধানে থকব।
ব্লগার সজীব
মনে থাকে জেন,হারানো চলবেনা।সাবধানে থাকতেই হবে 🙂
সাঞ্জনা চৌধুরী জুঁথী
চরম বিনোদন, হাসিতে হাসিতে আমি :D) এখানে না আসলে দুর্দান্ত মজার কিছু মিস করতাম \|/
ব্লগার সজীব
হাসির তাহলে কিছু দেখেনই নি আপনি আপু 🙂 হাসতে থাকুন,সাথে থেকে -{@