জলের আয়না

ছাইরাছ হেলাল ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ০৩:৫৮:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

দুপুর কে ডেকে বললাম
‘চলো, আকাশ দেখি,
এই দুপুর সন্ধ্যা, সকালের দুপুর, রাতের আকাশ বা বিকেল রংয়ের আকাশ’।

দুপুর বলে, ‘আকাশকে দেখার কী আছে? তার থেকে চলো অন্য কিছু দেখি। সস্তা স্মৃতির বিষণ্ণতা দেখেছি ঢেঁড়, জেনেছি এর ওর ভীষণ অচেনা একাকীত্বের প্লাবন। একাত্ম হইনি হবও না, এই এর ওর সাথে।
দেখলাম ছোট্ট সাঁকোর নীচে তীরতীর করছে একগুচ্ছ জল, সে কী এক আলো ছড়াচ্ছে ছলছলিয়ে, উষ্ণ শরীর বিছিয়ে। জলের আয়নায় মুখ ফেলে রাখি বন্ধ চোখে তাকিয়ে থেকে। সময়ের বিশাল অরণ্যে কে যে কোথায় লুকিয়ে যায় কে জানে! গভীর নির্জনতায় বিকেলসন্ধ্যার চোরাবালিতে। আমাকে ছোঁবে আমাকে নেবে না ঐ ঝর্ণার জলে তাও হয়? হয় না’।

অবশেষ জানা গেল, আমরা একাত্ম নই কোন কিছুর সাথে, ছিলাম ও না। পাখি শিকারের চোখ নিয়ে যতই খুঁজি না কেন।

৫৪৬জন ৫৪৬জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ