সোনেলার গলি ঘুপচি ঘুরে পাক্কা দুইখানা হারানো বিজ্ঞপ্তির খোঁজ পেলাম> নিখোঁজ সংবাদের খোঁজ!! এও সম্ভব? সেই হারানো বিজ্ঞপ্তি কিসের তবে যার খোঁজ আছে?

গলি ঘুপচির হারানো বিজ্ঞপ্তি

 সোনেলাতে আসা জিসান ভাইয়ার হাত ধরে।

সোনেলাতে থাকা কিন্তু অনেক কারণে, কারণ হচ্ছে-

* ব্লগিং বুঝতে না পারার কারণে অনিয়মিত হলেও টিকটিকির মতো একজন ঠিকই টিকটিক করে ঠিক ঠিক খোঁচা দিতো, খবর নিত- তিনি আর কেউই নন লীলাবতী মানে লীলাপু  ^:^ 

* সোনেলায় এসে ‘শুন্য ভাইয়া’র পোস্ট দেখতে দেখত এক সময় নিউটনের চতুর্থ সূত্র আবিষ্কারের মতো মহান আবিষ্কার করা হয় যে শুন্যাপুই হচ্ছেন শুন্য ভাইয়া  :D)

* সোনেলার প্রথম মিলনমেলায় আমার পাশে থাকা মনির ভাইয়ার মাটির মতোন সরলতা যার কোন পোস্টেই আমি কোনদিন যাই নি কিন্তু উনি ঠিকই আমার পোস্টে এসে কিছু বলে যেতেন (3

* পোস্ট নেড়েচেড়ে দেখতে দেখতে একেবারে অন্য রকম একটি ব্লগ আইডি দেখে ঢুঁ মেরেছিলাম। দু’টো গল্প পড়েই আমি রীতিমত বাক্যহারা হয়েছিলাম এবং তাঁর সেই সিকুয়্যাল প্রিকুয়্যালের লোভেই নিয়মতি চলে আসা। তিনি আর কেউই নন আমার দেখায় এই ব্লগের সেরা প্লট নির্মাতা কৃন্তনিকাপু।

* এই কয়জনের পরে একে একে বাকিরা। নাম নিতে গেলে নীলাপু, গুলতি ছুঁড়ে মারার তাজাপু, ব্লগার সজীব ভাই, ইমন ভাই (ফেবুতেই পরিচয়), ভয়ে ভয়ে ছাইরাছ হেলাল ভাইয়ার পোস্ট। আরো বেশ কিছু নাম আছে তবে আমি স্বচ্ছন্দ হয়ে উঠিনি এখনো সবার সাথে। মজাই পাই সবার কমেন্ট পড়ে। আর মজা করি নীলাপুর সাথে-সময়ের পার্থক্যের কারণে রাত জেগে উনার সাথে কমেন্টে ‘ব্লগ আড্ডাবাজি’টা শিখে ফেলছি বটে  😀

***ভাবছেন এই পোস্ট কেন? কিছু আগে দেওয়া পোস্ট লুকিয়ে ফেললাম কেন? কারণঃ

অ) যেই টিকটিকির খোঁচা আর পোস্টের জন্যে সোনেলায় থাকা শুরু সেই টিকটিকির ঠিক ঠিক করে বলা পোস্ট আসে না জুলাই ২২, ২০১৫। এই যে লীলাপু! আর কত লীলা দেখবানে?? এইবা পোস্ট দিয়ে নতুন লীলা দেখান দেখি  ;?

ক) ফিউশন ধর্মী প্লটের নির্মাতা নিজেই এখন গায়েব! কিসের খোঁজে? নতুন ফিউশন নাকি? বলি আমাদের এভাবে আর কতো অপেক্ষা করাবেন শুনি? জ্বী, আপনাকে বলছি কৃন্তনিকাপু। সেই যে জুন ২৯, ২০১৫ তে পোস্ট দিলেন এরপরে একেবারেই গায়েব শুধু গত ১৪ই আগষ্টে হাজিরা দিয়েছেন তাজাপুর পোস্টে!! যদিও আপনার শেষ কিছু পোস্ট এসছে ২০ থেকে এক মাস পরপর নিয়ম করে কিন্তু এইবার যে একেবারেই মাস ছাড়িয়ে গেলেন!

যাদের সাথে সখ্যতা গড়ে উঠেছে তাঁদের বলে বলে লেখা আদায় করছি কিন্তু এই দুইজনকেই তো পাচ্ছি না কিছুতেই যে বলবো। ^:^

ভীষণ ফাঁকিবাজ হয়েছেন লীলাপু, ফেবুতে থাকলে আপনাকে পাকড়াও করতাম তাজাপুর প্রোফাইলের সেই বন্দুক দিয়ে  :@


এই বিজ্ঞপ্তি নিয়ে এখন কি করি? নাকি সোনেলার গলি ঘুপচির এই হারানো বিজ্ঞপ্তি খোঁজ পাওয়ায় মডুরা নিজেরাই নিখোঁজ হয়ে যান আবার! ^:^

৫২৬জন ৫২৬জন
0 Shares

৫১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ