কবে আসবেন যীশু

হিজবিজবিজ ১০ আগস্ট ২০১৫, সোমবার, ০৩:০১:৩০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

একেকটি হত্যা

তারপর কিছু শোকসভা, শোক মিছিল

স্বজন-বন্ধুদের বেদনার্ত চেহারা

বুদ্বুদের মত কিছু ক্ষোভ

আবার অল্প কিছুদিনের নীরবতা

তারপর আবার হত্যা

আরও ভয়ংকর নৃশংসতায়

কি এক অদ্ভুত চক্রে বাধা পড়েছি আমরা

কেন এই বুদ্বুদের মত ক্ষোভগুলি একত্রে প্রতিবাদের জোয়ার তৈরী করছে না

কেন প্রতিরোধে , প্রতিশোধে আমরা দ্বিগুন হতে পারছি না

কেন শুধু আমাদের উচ্চারণগুলি শোকের হয়ে যাচ্ছে

কখন আসবে তুমি হে এসময়ের যীশু

বাতাসে উড়বে তোমার ভালবাসার বানী

উদাত্ত হাত ছড়িয়ে তুমি কাছে ডাকবে সকলকে

ঘাতকের হাত থেকে খসে পড়বে অস্ত্র

কবে আসবে তুমি

কবে আমরা মুক্তি পাব এইসব চক্র থেকে

৪৮৮জন ৪৮৮জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ