ইচ্ছে মৃত্যু

ছাইরাছ হেলাল ৭ আগস্ট ২০১৫, শুক্রবার, ০৬:৩৮:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

এসো মৃত্যু,
করি ব্যবচ্ছেদ তোমাকেই, দুঃখের ডানায় ভর করে সুখের পায়রা উড়িয়ে। থরে থরে সাজানো মৃত্যুদের আর্তচিৎকার, মৃতদের কেন আবার ছেঁড়াখোঁড়া! প্রস্তুত ধবধবে নিথর শবটেবিল।

দেখ মৃত্যু,
কোন একদিন বিপুল নিঃসত্ত্ব নিঃসঙ্গতায় নিশি পাবে তোমাকেও। নিঁদে বা জাগরণে, গ্রীষ্মের বর্ষায় বা প্রবল একরোখা শীতে। দাঁতে খিল ফেলে গোঁ গোঁ শব্দ করে মুখে ফেনা তুলে মেরুদণ্ডে ধনুক এঁকে একটু নিঃশ্বাসের জন্য হাঁসফাঁস করবে আধো অজ্ঞানে। শুধুই দেখবো কাছে বা দূরে থেকে, কিচ্ছুটি করবো না। ঠায় দাঁড়িয়ে রবো স্থাণু হয়ে ঘাড় গোঁজ করে মটকা মেরে অথবা পরস্পরাশ্রয়ে এক বুক পানি জড়িয়ে বা খানিক ঝুঁকে খুউব পুরনো ছেড়া চামড়ার জুতো নাকে চেপে ছুমন্তরে জ্ঞান ফিরিয়ে দেব।
একবার শুধু চোখ রেখো, স্মৃতির স্বচ্ছ স্বপ্নবোবা চোখে, তবে জানতে চেও না ‘এখনও কি কবিতাকথা বল?’
নিটোল মৃত্যুর দু’চোখ গেলে নির্দ্বিধায় মুখে ফেলে দেব জাতিস্মরের মরণ বিষ।
মরণ রে তুহ মম শ্যাম সম।

আম্মা………………মেহজাবিন, তুই কই!!!!!!!!

৫৪২জন ৫৪২জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ