-হ্যালো, অাস্সালামুঅালাইকুম
-অলাইকুমাস্সালাম, কে?
-অাপনি কি রমনা থানার ওসি বলতেছেন?
-হ্যা, অাপনি কে?
-স্যার অামি ‘ইমন ‘ রমনায় লান্ছিত হওয়া এক মেয়ের ভাই। তদন্ত কতো দূর?!
– তদন্ত কমিটি কাজ করতেছে, একটু সময় দিন। ধৈর্য্য ধরেন।
-কতদিন ধৈর্য্য ধরবো স্যার?
– দেখেন অামরা অান্তরিকতার সাথে কাজ করতেছি। সিসিটিভি ফোটেজ, ফেসবুক লিংক সব দেখা হচ্ছে। অাশা করি সপ্তাহখানেকের মধ্যে রেজাল্ট দিতে পারবো।
– স্যার, অন্যান্য সব ব্যাপারের মতো এটাও কি শুধু অাশার বানী ভেবে নিবো!
– না,তা হবে কেনো? সব জিনিষ এক না।
অাপনি যা বলার থানায় এসে বলেন। ব্যাস্ত অাছি রাখি।
সকল ব্লগার যদি এক মিনিট করে ফোন দেয় তবে বিরাট সাড়া পড়বে… কি বলেন? করা যায় না আমাদের বোনদের জন্য??
কি করবেন?
দিবেন ফোন?
নাকি ফেসবুকেই গালি দিয়ে সাহস দেখিয়ে স্টেটাস মারবেন?
পারবেননা জবাব চাইতে?
পারবেননা, দুটা নাম্বারে ফোন দিয়ে চা-সিগারেট খাওয়ার বারোটা বাজিয়ে দিতে?
ওঠান ফোঁন
চান জবাব….
“অামার বোনের শ্লীলতাহানির বিচার কতোদূর!
ওসি ০১৭১৩৩৭৩১২৭ নাম মো: সিরাজুল ইসলাম
ডিসি- ০১৭১৩-৩৭৩১২০ (রমনা থানা)
ফোন না ধরলে নিচের মেসেজটা দিন। কোনো অাপত্তিকর শব্দ বা ভাষা ব্যাবহার করবেন না। প্লিয।
“This is (অাপনার নাম) want to know the procedure of the GD/sue about woman violence at Ramna dated 14 april. ”
দয়াকরে কেও রাত ৯ টার পরে নাম্বার গুলাতে ফোন দিবেন না। পরের দিন চেষ্টা করুন বা
ফোন না ধরলে, মেসেজ দিন।
অাইডিয়া কার্টেসীঃ সাজিদ হাসান লিখন ভাই।
Annando Kutum vai
https://www.facebook.com/rong.janina
১৮টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
গুড আইডিয়া! চালিয়ে যান সব্বাই। পারলে যার যার ফেবু আইডি তে শেয়ার দিয়ে অন্যকে উদ্ভুদ্ধ করুন।
আওয়াজ তুলুন, আওয়াজ তুলতে হবে। এ কদিন অনলাইনে আওয়াজ উঠেছে, এবার ফোনের আওয়াজ বাড়িয়ে দিন। এর একটা বিহিত হোক।
মনে রাখবেন পাবলিক সেন্টিমেন্ট কি সেটা জানান দিতে হবে। আমাদের আওয়াজ যতো বাড়বে তাদের কাজের গতিও ততটা বাড়বে। আমরা চুপ, তারাও হাত গুটিয়ে নেবে।
সুতরাং আওয়াজ! আওয়াজ! আওয়াজ!
কান ঝালাপাল করে দিন। বিহিত একটা হতেই হবে।
ইমন
রুবা আপ
বিহিত একটা হবেই ইনশাল্লাহ্।
ধন্যবাদ আপনাকে। আশা করি সাহস আর শক্তি দিয়ে পাশে থাকবেন আমাদের বোনদের।
সঞ্জয় কুমার
চমৎকার উদ্দোগ
ইমন
ধন্যবাদ আপনাকে।
আশা করি সাহস আর শক্তি দিয়ে পাশে থাকবেন আমাদের বোনদের।
মোঃ মজিবর রহমান
না প্রয়োজনে মাঠেও নামতে হবে।
চমৎকার আপনার এই আইডিয়া।
ইমন
মজিবর ভাই
ধন্যবাদ আপনাকে। আশা করি আমাদের বোনদের পাশে সাহস আর শক্তি নিয়ে দাঁড়াবেন।
জিসান শা ইকরাম
অভিনব এবং প্রেরনা মুলক।
ইমন
জিসান শা ইকরাম
ভাইয়া ধন্যবাদ 🙂
স্বপ্ন নীলা
দারুন একটি পোস্ট — কন্ঠে আউয়াজ তুলতেই হবে
ইমন
স্বপ্ন নীলা
হ্যাঁ আপু
উরা ফোন বন্ধ রাখছে। আমরা থানার উদ্দেশে মার্চ করার চিন্তা করতেছি। দেখা যাক কি হয়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার আইডিয়া।
ইমন
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
খুব চমৎকার আইডিয়াটা ভাইয়া। খুশি হলাম কেউ কেউ এমন ভাবে প্রতিবাদ করার কথা ভাবছে। কেউ কি করছে ভাইয়া, জানতে ইচ্ছে করছে। আমিও ফোন দেব।
ইমন
শুন্য শুন্যালয়
আপু অনেকে ব্যাপারটাতে সাড়া দিচ্ছে। আমরা ১৮ তারিখ শাহবাগ থানা ঘেরাও করেছিলাম। পেপারে পড়েছেন মনে হয়। আপনি আমার ফেসবুক লিঙ্কে গেলে দেখতে পারবেন ৫০০ উপরে শেয়ার হইছে পোস্ট টা। নামি দামি অনেক সাংস্কৃতিক বেক্তিত্ব আমাকে মেসেজ দিয়েছে, সেই সাথে আমার পুষ্ট শেয়ার করেছে। শাহবাগ থানার ওছি আমাকে ফোন করেছে স্টাটাস ডাউন করার জন্য। তারা ফোনের যন্ত্রনায় অস্থির হয়ে আছে। আমরা এভাবে তাদেরকে প্রেসারে রাখবো। আর আমি আমার ফেন ফলোয়ার্দের নিয়ে ভিন্ন রকমের একটা প্রতিবাদ করার চিন্তা করতেছি। আশা করি পাশে থাকবেন। আপু হেরে যাবার জন্য যুদ্ধে নামিনি। দোয়া করবেন।
https://www.facebook.com/rong.janina
ব্লগার সজীব
অনেক ঘটনার মত এটিও চাঁপা পড়ে যাচ্ছে।
ইমন
সজীব ভাই
আপনি এই লিনক্টতে গেলে বুঝতে পারবেন আমরা বসে নেই। ভাল থাকবেন। 🙂
https://www.facebook.com/events/349642495234012/
ব্লগার সজীব
আচ্ছা যাবো আপনার লিংকে।নতুন পোষ্ট দিচ্ছেন না যে?নতুন লেখা পড়তে চাই।
ইমন
ইভেন্টের কাজে একটু ব্যাস্ত ছিলাম , তাই নতুন পোস্ট আর লেখা হচ্ছেনা। 🙂