বিপদকে কর জয়

স্বপ্ন নীলা ১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার, ০৪:৪১:৪৯অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য


‘ওরে ও তরুন সেনা ’
মনের কোনে আগুন জ্বালা
বাজিয়ে বাঁশি খুঁজরে তোরা
আইন করে হাড্ডি গুড়া
ধর্ষকদের ভাংরে ডেরা !!

নারী তুমি গর্জে ওঠো
সাহস নিয়ে এগিয়ে চল
দ্বিধা ঝেরে সামনে পানে
কণ্ঠে তুমি আওয়াজ তোল !!

সামনে বিপদ পিছে বিপদ
আসুক বিপদ পাহাড় বেয়ে
ষষ্ট ইন্দ্রিয় জাগিয়ে মনে
উড়িয়ে দাও ঝড় হয়ে !!!!

১৬ এপ্রিল,২০১৫

৫৭৪জন ৫৭৪জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ