আমাদের মৃত্যু আসে-মাঠে ঘাটে পাট ক্ষেতে আলে,,,
আমাদের মৃত্যু আসে-ঢাকা কুমিল্লা সিলেট বরিশালে,,,
আমাদের মৃত্যু আসে –ঝোপে ঝাড়ে নদী নালা খালে,,,
আমাদের মৃত্যু আসে-ফিলিস্তিনের গাজাতে বারুদের স্তুপে,,,
আমাদের মৃত্যু আসে-সুডৌল ট্রাফিক আইল্যান্ডে ধুধু চরে,,,
আমাদের মৃত্যু আসে-দাউ দাউ জ্বলন্ত অগ্নির নিষ্ঠুর ছোবলে,,,
আমাদের মৃত্যু আসে-জাহাজ বোঝাই করে, কখনো বা প্লেনে চেপে,,,
আমাদের মৃত্যু আসে-শত গ্লানি লজ্জায়, অপবাদ, অপমানে নিজ হাতে,,,
আমাদের মৃত্যু আসে-সুপরিকল্পিত নকশারুপে,,,
আমাদের মৃত্যু বিউগলে বিউগলে যায় ডেকে……
(খেয়ালী মেয়ের মৃত্যুজল্পনা)
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কতভাবেই যে মৃত্যু আসে
মৃত্যুকে আমরা কেউ এড়াতে পারিনা
কতভাবে মৃত্যু আসতে পারে তা কাব্যিক ছন্দে লিখলেন।
”আমাদের মৃত্যু আসে-শত গ্লানি লজ্জায়, অপবাদ, অপমানে নিজ হাতে,,,”
এটি কাম্য নয় কোনভাবেই………
খেয়ালী মেয়ে
মাঝে মাঝে মনে হয় সবকিছুই মিথ্যে, শুধুমাত্র মৃত্যুটাই সত্য, যা আমরা কেউই এড়াতে পারবো না…..
নিজহাতে মৃত্যু কোনভাবেই কাম্য নয়, তারপরও এমন মৃত্যু অহরহ ঘটছে..
শুন্য শুন্যালয়
এখন বেঁচে থেকেই আমাদের মৃত্যু আসে, মৃত্যুটা সহজ ছিলো সবসময়ই কিন্তু এখন যেন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার মতোই সহজ। নিজ হাতে নিজেকে মেরে ফেলার মতোই লজ্জা আর অপমান এখন চারিদিকে। বেশ লিখেছো। মৃত্যুর মতো কঠিন ব্যাপার স্যাপার ভাবতে বড়ই ভয় পাই। তুমি দেখছি সাহসীও।
খেয়ালী মেয়ে
এখন সময় আমিও খুব ভয় পেতাম এই মৃত্যু শব্দটাকে–দুরে কারো মৃত্যু সংবাদ শুনলেও খুব ভয় পেয়ে যেতাম….অথচো এখন মৃত্যুটাকে খুব সাধারন একটা ব্যাপার মনে হয়–তুমি ঠিক বলেছো আপু, একেবারে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবার মতোই সহজ হয়ে গেছে মৃত্যু…..
এখনো এতোটা সাহসী হয়ে উঠতে পারিনি আপু, ভয় মনে সারাক্ষণ কাজ করে…
মারজানা ফেরদৌস রুবা
জীবনের শুরু যেদিন থেকে মৃত্যুর ধেয়ে আসা সেদিন থেকেই। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে।
কিন্তু দুঃখ কোথায় জানেন, বেছে বেছে তাঁদেরকেই মেরে ফেলা হচ্ছে যারা মৃত্যুভয়কে পাশ কাটিয়েও সমাজ পরিবর্তনের ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছিলো।
খেয়ালী মেয়ে
হুমমমম আপু সুপরিকল্পিত নকশারুপেই তাদেরকে মেরে ফেলা হচ্ছে…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মৃত্যু যার যেখানে স্থির করে রেখেছেন স্রষ্টা সেখানেই হবে।খুবই চমৎকার ভাবে লাইনগুলো সাজিয়েছেন।এমনটি খেয়ালী মেয়ের পক্ষেই সম্ভব।১০০%
খেয়ালী মেয়ে
মৃত্যুই সত্য….অনেক ধন্যবাদ….
নুসরাত মৌরিন
🙁 চারিদিকে এত এত মৃত্যু।এত এত সংঘাত মাঝে মাঝে বেঁচে আছি ভাবলেই বরং অবাক হই।
খেয়ালী মেয়ে
বিষয়টা যে অবাক হওয়ার মতোই আপু…
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
আমাদের মৃত্যু আসে
খেয়ালী মেয়ে
এটাই পরম সত্যি..
ছাইরাছ হেলাল
মৃত্যু আমাদের মহিমান্বিত ও করে।
যে রূপে আসে আসুক না, ভাব জমিয়ে নেব।
খেয়ালী মেয়ে
হুমমমম ভাব জমিয়ে নেবো…
ব্লগার সজীব
পরী আপু,আপনার লেখায় মৃতুকে চাইনা।যদিও এটি অবধারিত।আপনি স্বপ্ন দেখাবেন আমাদের।বাচার প্রেরনা দিবেন।
খেয়ালী মেয়ে
উক্কে আর লিখবো না..
লীলাবতী
খেয়ালী মেয়ে মৃত্যুর কথা ভাবে নাকি।সুন্দর উপস্থাপনা।
খেয়ালী মেয়ে
খুব ভাবে খেয়ালী মেয়েটা মৃত্যুর কথা………
কৃন্তনিকা
হুম… মৃত্যু আসে
“জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে?”
কিন্তু আমরা চাই স্বাভাবিক মৃত্যু। শৈশব, কৈশোর, তারণ্য, যৌবন পাড় করে বার্ধক্যে গিয়ে মরতে চাই স্বাভাবিকভাবে…
কিন্তু জগতটা অনেক নিষ্ঠুর…
বেশ ভাবগম্ভীর কবিতা লিখেছেন, খেয়ালী মেয়ে। (y)
খেয়ালী মেয়ে
হুমমমমমমমম স্বাভাবিক মৃত্যুটাই আমাদের কাম্য…
কোন অস্বাভাবিক মৃত্যু আমরা চাই না, তারপরও এই অস্বাভাবিক মৃত্যুটাই আমাদেরকে বেশী দেখতে হচ্ছে চারদিকে….