জীবাণুযুক্ত রচনা

মাসঊদ্ ২৩ মার্চ ২০১৫, সোমবার, ১০:০৫:৩৮পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

জীবাণুযুক্ত রচনা

মন্মথ মাসঊদ্

 

কিছু চোখের কিছু ঘুম য্যামোন জারজ,
ত্যামোনই কিছু লোকের মিছে প্রেম ফরজ।
আরজ করি, তাই বলে কি তুমি আমার স্বামী!!??
মাঝে মাঝে তোমার চেয়ে হাড়ের ব্যাথা দামী।

আমি কি বধির?? ভাঙা মন্দির!! তবুও গা ঘ্যাষাবো??
মানবতার সাপ-লুডু খ্যালা দেখিয়ে ডজনখানেক লোক হাসাবো!!??

অবশের আবেশে বুদ্ধিজীবীর মাথাগুলো কি কাজের জন্য হায়!!!
মনে হয় ঐ মূর্তিগুলো ভীষোণ ব্যস্ত চটি লিখায়।

এই বাস্তবে মোর জন্ম বলে বইতে হবে কি পাপের ভার??
শুয়োরের বাচ্চাদের শুক্রাণু রয়েছে প্রতিখানে, যেখানেই করি পরিষ্কার।

 

(১৮ আশ্বিন, ১৪২১)

 

এখানে পূর্বে প্রকাশিত

৪৬০জন ৪৬০জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ