ছল-ছাতুড়ি তোমার হাতুড়ি দিয়ে ভাঙতে যেয়ে আমি একা পিছলে যাচ্ছি, মরলে বাঁচছি, কুঁকড়ে খাচ্ছি। আবার কবে, দেখা হবে? ভেবে আমি নীরবে করি অভিনয়। মাঠ-ঘাট দৌড়ে, সিক্ত ভোরে আমি তোমায় চেয়ে রই। তোমার সব স্মৃতি, এখোন বাড়ায় শুধু পিরিতি। আমি চেয়েছিলাম শুধু বিরতি, সব ভুল তোমার প্রতি। আবার যবে, দেখা হবে তুমি নীরবে এসো, বলবোনা কিছু, [ বিস্তারিত ]