-{@ যখন অনেক ছোট তখন কোন চাহিদা কিংবা ইচ্ছে থাকে না কেননা সেই বয়সে চাহিদা কিংবা ইচ্ছের উদ্দেশ্যটি পরিপূর্ণ ভাবে বুঝবার বয়সের ভার সইবার জ্ঞানের সামর্থ তখনও হয়না,শুধু কেউ যদি প্রশ্ন করতো…বাবু তুমি বড় হয়ে কি হতে চাও?তখন উত্তরটা দিতে হয়েছিল কারো না কারো শিখিয়ে দেয়া বাক্য সেই বয়সে নাই বা গেলাম।
পরিপূর্ণ একটা বয়সে জীবনের সাফল্যের চাবি সংগ্রহ করতে যখন শিক্ষায় মনোযোগ তখন ইচ্ছেগুলো এক এক করে বাসা বাধে মনের কোণে তখনও হয়তো সামর্থের বুঝ মনের ভিতর হয়ে উঠেনি। কৈশরের চঞ্চলতায় প্রাইমারী কিংবা হাই স্কুল পেরিয়ে জীবন স্বার্থকের সোনার চাবিটি পেতে মন ছটফট করতে থাকে, কত দিনে লেখা পড়া শেষ হবে, কবে জানব আর রাত জেগে পড়ে পরীক্ষা দিতে হবে না ইত্যাদি মনের সব ব্যাকুলতা প্রকাশ পায় মনে ভাবনার ঘরটিতে।
স্কুলের গন্ডি পেড়ুলে শুরু হয় জীবনকে গড়ার অধ্যায়ের সূচনা এখনকার মতো তখন এ দেশে ১৯৮৮/৯০তে জ্ঞান বিজ্ঞানের তথ্যের এত প্রসার ছিল না তেমনি ছিল না সবার জীবনে পরামর্শ দেবার জ্ঞানী ব্যাক্তি তাই সহ পাঠিদের দেখা দেখিতে কলেজ ভার্সিটিতে ভর্তি হওয়া ছিল বেশীর ভাব উঠতি পড়ুয়ার অবশ্য কিছু অংশ ছাড়া।
কত কিছুতো হবার ইচ্ছে ছিল সব ইচ্ছেগুলো যেন ভাগ্য বিড়ম্ভনায় হারিয়ে যায়।এখন আর কোন কিছু হবার ইচ্ছে নেই ইচ্ছে থাকলেও বয়সের সাথে পাল্লা দিয়ে সাফল্যে পৌছতে হয়তো সাথে করে সমাধিস্থলে নিয়ে যেতে হবে যাকে বলে মরোনত্ত্ব অস্কার কিংবা কোন নামকরা পুরস্কার।
যাক অনেক কিছুই বলা হলো নিজেকে হালকা করতে অন্যকে বিরক্ত করা আমার কখনই কাম্য নয় তাই যা লিখি তা কারো না কারো অবিকল নকল।তবে আমার ছোট কম দামী মোবাইলে সফটওয়্যার ক্যামেরায় তুলা ছবিগুলো কারো নকল ভাববেন না এগুলো আমার নিজের যদিও পছন্দ হবার মতো নয় কেননা সবার পছন্দ কিংবা মত এক হবে তা আমি কখনি ভাবি না।ধন্যবাদ সবাইকে।ভাল থাকুন সুস্থ্য থাকুন সব সময়। -{@
১৩টি মন্তব্য
আমি অথবা অন্য কেউ
বাপরে, আপনি এতো বৃদ্ধ??!!
ছবিগুলার মেইন থিম কি? কিসের ছবি বুঝিনাই। তবে কিছু কিছুতে মানুষের মুখের অবয়ব দেখতে পাচ্ছি।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম!তবে দাড়ি মোছ এখনও গজায়নি -{@ ছবিগুলো কাল্পনিক ভাব আলো হতে সর্ট নেয়া -{@
মাহামুদ
ভাই ছবিগুলো দেখতে সেই লাগতেছে তবে এগুলো কি আপনার আকা ছবি? না তোলা ছবি?
যদি তোলাই হয় তাহলে কোথায় পেলেন এতো সুন্দর থিম?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
তোলা ছবি -{@ চিন্তা ধারার মাধ্যমে সৃষ্টি করেছি -{@
খসড়া
কি পোস্ট করলেন বুঝিনাই, একটু যত্ন নিয়ে বুঝালে ভাল লাগবে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমিতো নিজেও জানি না আপু আমি কি পোষ্ট করলাম তবে তোলা কিছু ছবি বা গ্রাফিক্স আমার ভাল লাগায় সেয়ার করলাম -{@
শুন্য শুন্যালয়
সফটওয়্যার ক্যামেরা কি জিনিস? ছবির থিম আলোর বিচ্ছুরন মনে হয়। তবে ছবি না ভেবে গ্রাফিক্স ভাবলে মানানসই মনে হচ্ছে। এতো কিছু করার সময় কখন পান কে জানে। ভালো লেগেছে।
88/90 সালে জ্ঞান বিজ্ঞানের প্রসার ছিলোনা? এইটা কি বললেন ;?
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বিভিন্ন ক্যাটাগরির ক্যামেরা প্রোগ্রাম ৮৮/৯০তে এ দেশে বিশ্বের অন্য দেশের তুলনায় অনেক কম ছিল তা পরবর্তী কয়েক বছরেই ব্যাপক প্রসার পায়।যা আজকে অল্প পুজিতেই বিজ্ঞানের শেষ মাথায় চলে যাওয়া যায় -{@
আবু জাকারিয়া
ছবিগুলোতে আলোর বিচ্ছিরন খুব সুন্দর লাগল। কিন্তু এগুলো কিশের প্রতিক। নিশ্চিত খুব অর্থপূর্ণ। একটু টাচ দিলেই বুঝতে পারতাম।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ছবিগুলো একটি সফওয়্যার যা মোবাইল ক্যামেরায় ব্যাবহার করে তোলা। -{@
স্বপ্ন নীলা
ছবিগুলো দারুন — আপনার থিমের সাথে মিল আছে —এমনই আলো বয়ে যাক সবার মনে— শিক্ষার মাধ্যমে চিন্তার প্রসারতা ঘটুক এবং সেইসাথে বাস্তবায়ন
খেয়ালী মেয়ে
কম দামী মোবাইল দিয়ে তো দেখি আপনি একেবারে বিস্ফোরন ঘটিয়ে দিলেন (y)
জিসান শা ইকরাম
ভালো লাগছে।
যদিও ছবির এমন রুপ দেয়ার চিন্তা ভাবনার কিছুই জানিনা।