ব্লগে আসা হয়না তেমন একটা। আর আসবো খুব একটা তেমন ও না। সম্মানিত নীতেশ দা একটা মেসেজ করেছেন আজ ব্লগে এসে যা বুঝলাম। কিন্তু আমি মেসেজ টি দেখতে পারছিনা। ক্লিক করলেই _আপনি এই পাতা টি দেখার অনুমতি………_ যাই হোক দাদা সম্ভবত সোনেলার মিলন মেলা নিয়ে কিছু একটা লিখেছেন। বই মেলার এখনো বেশ সময় আছে চাইলে ব্লগার রা মিট করতে পারে। এর জন্য হয়তো মডু দের ই এগিয়ে আসতে হবে। কেননা তারা না চাইলে তো আর হবেনা। ব্লগার রা পারসোনালি অনেকের সাথেই অনেকের ফেসবুকে এড আছে। তারা হয়তো চাইলে পার্সোনাল মিট করে নিতে পারেন। কিন্তু এতে সোনেলার মিলন মেলা হবেনা। আর হ্যা মেসেজ টা কি করে দেখবো কেউ জানিয়ে উপকৃত করবেন
১৫টি মন্তব্য
আবু জাকারিয়া
আমাকেও নীতেশ দা একটা মেসেজ দিয়েছিলেন, কিন্তু পড়তে পারিনি।
হৃদয়ের স্পন্দন
এমন হলে নিশ্চয় মেসেজ অপশন টি ঠিক করা দরকার। আর এমন টাই যেহেতু হচ্ছে যিনি মেসেজ টি পড়েছেন তিনি কমেন্ট আকারে দিলেও উপকৃত হই। হয়তো একই মেসেজ কিন্তু চিঠি শব্দটার মানে একটু গোপন গোপন সে ক্ষেত্রে ব্লগ কতৃপক্ষ একটু নজর দিলে আসলেই ভালো হয়
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত -{@
হৃদয়ের স্পন্দন
ধন্যবাদ আপনাকে
ব্লগার সজীব
*ব্লগে আসা হয়না তেমন একটা। আর আসবো খুব একটা তেমন ও না।* এমন ভাবনা চিন্তা থাকলে,মিলন মেলার চিন্তা করে আর কি হবে? 😀
হৃদয়ের স্পন্দন
ভাবনা টা আমার নয়। মেসেজ প্রসঙ্গে নীতেশ দার ভাবনা উঠায়া ধরলাম, আর আমার ভাবনা চিন্তা বহুমাত্রিক ্ আমি পাগল কূলের শিরোমণি 😀
নীতেশ বড়ুয়া
আপনারাও আমাকে মেসেজ দিয়েছেন কিন্তু আমি নিজেও দেখতে পারছি না একই কারণে।
খুব সম্ভবত এই মেসেজ সুবিধাটি আপাতত ব্লক করে রাখা হয়েছে সাধারণের জন্যে 😀
আমার মেসেজ ছিল মুলতঃ সোনেলা ব্লগার্স মিলনমেলা, ২০১৫ এর জন্যে সবার সমর্থন ও অংশগ্রহণে সবাইকে আমন্ত্রণ জানাতে।
তবে মিলনমেলা এখন হচ্ছে না মনে হয়।
হৃদয়ের স্পন্দন
বুঝতে পেরেছিলাম। হ্যা হচ্ছেনা মনে হয় বলাটা ঠিক না। এটা প্রায় শিউর যে দেখলাম
মারজানা ফেরদৌস রুবা
ঠিক, আমিও দুদিন আগে দেখেছি এবং একই রকম সমস্যা ফেইস করেছি।
ক্লিক করলেই ”আপনার এই পাতা টি দেখার অনুমতি নেই”………এমন দেখাচ্ছে।
মনেমনে ভাবছিলাম রেসপন্স নেই দেখে নীতেশ দা আবার কি না কি মনে করেন। কারো থেকে জেনে নিবো নিবো করে আর জানা হয়নি।
যাহোক, এখন অন্ততঃ এটুকু স্বস্তি যে, নীতেশ দা ভুল বুঝলে শুধু আমাকেই নয়, আরো অনেকই আছেন।
হৃদয়ের স্পন্দন
হা হা হা তাহলে আমি একটু ধন্যবাদ পেতেই পারি
মারজানা ফেরদৌস রুবা
অবশ্যই পেতে পারেন, কেনো নয়?
অনেক ধন্যবাদ ভাইয়া।
ব্লগ সঞ্চালক
মেসেজ এর সুবিধা অপব্যাবহারের কারনে আপাতত বন্ধ করে রাখা হয়েছে।
২০১৫ সনে ফেব্রুয়ারী বাদেও আরো মাস আছে।দেশের এই পরিস্থিতেতে সোনেলা ব্লগের ব্যানারে একটি মিলন মেলা আয়োজনের দায়িত্ব আমরা নিতে অনিচ্ছুক।আমরা কেবলমাত্র ঢাকা শহরের বসবাস করে এমন ব্লগারদের কথাই ভাবি না,আমরা ভাবি সারা দেশের ব্লগারদের কথা।২০১৪ তে অনানুষ্ঠানিক যে মিলন মেলা হয়েছিল,তাতে সিলেট,চট্টগ্রাম, রাজবাড়ি থেকেও ব্লগার এসেছিলেন।আনুষ্ঠানিক মিলন মেলা হলে অংশ নিতে ইচ্ছুক বিভিন্ন জেলার ব্লগারের পরিমান আরো বৃদ্ধি পাবে বলে আমাদের বিশ্বাস।
অবশ্য ঢাকায় বসবাস করে এমন ব্লগাররা চাইলে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে আড্ডা ধরনের কিছু করতেই পারেন।এমন উদহারন তো বিভিন্ন ব্লগে আছে।
সোনেলা মিলন মেলা ২০১৫ অবশ্যই অনুষ্ঠিত হবে,নির্ভর করে দেশের অস্বাভাবিক অবস্থার উপর।আমরা কি এটা আশা করে বসে আছি যে রাজনৈতিক এই অস্থিরতা ২০১৫ তে স্বাভাবিক হবেনা?
শুভ ব্লগিং।
হৃদয়ের স্পন্দন
নিশ্চয় সব কিছুর অবসান হবে। সোনেলার ব্যানারেই হবে। পোষ্ট হয়তো সোনেলা কতৃপক্ষই দেবে। এমনটা অন্তত আমি আশা করিনাই। মেসেজের সুবিধা অপব্যাবহার। বেশ ভালো একটা কথা বলেছেন। ঠিক এ অপব্যাবহারের কারনেই যারা ইন্টঁআরনেট বুঝেনা তাদের চোখে ইন্টারনেট ব্যাবহার করা মানেই এই সেই। যেমন গত বছর আমি ব্লগে ব্লগিং করি বলে অনেকেই আমাকে নাস্তিক বলেছিলো। অথচ একসময় এরা জানতে চাইতো আমি সারাদিন নেটে কি করি। তাদের কে আস্তে আস্তে বুঝাচ্ছিলাম সব এর মাঝেই হয়ে গেলো 😀 আপনাদের স্বিধান্তের প্রতি আস্থা ছিলো বেড়ে গেলো
জিসান শা ইকরাম
আফসোস আমার পোষ্টে কোনদিন ব্লগ সঞ্চালককে দেখা গেল না
একারনে ব্লগিং এ আর উৎসাহ পাইতাছি না 🙁
খসড়া
জিসান ভাই ব্লগে সময় আর নষ্ট কইরেন না।