সাহায্য/ সোনেলার মিলন মেলা

হৃদয়ের স্পন্দন ২৩ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০৯:০৮:৩৬পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

ব্লগে আসা হয়না তেমন একটা। আর আসবো খুব একটা তেমন ও না। সম্মানিত নীতেশ দা একটা মেসেজ করেছেন আজ ব্লগে এসে যা বুঝলাম। কিন্তু আমি মেসেজ টি দেখতে পারছিনা। ক্লিক করলেই _আপনি এই পাতা টি দেখার অনুমতি………_ যাই হোক দাদা সম্ভবত সোনেলার মিলন মেলা নিয়ে কিছু একটা লিখেছেন। বই মেলার এখনো বেশ সময় আছে চাইলে ব্লগার রা মিট করতে পারে। এর জন্য হয়তো মডু দের ই এগিয়ে আসতে হবে। কেননা তারা না চাইলে তো আর হবেনা। ব্লগার রা পারসোনালি অনেকের সাথেই অনেকের ফেসবুকে এড আছে। তারা হয়তো চাইলে পার্সোনাল মিট করে নিতে পারেন। কিন্তু এতে সোনেলার মিলন মেলা হবেনা। আর হ্যা মেসেজ টা কি করে দেখবো কেউ জানিয়ে উপকৃত করবেন

৫১২জন ৫১১জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ