দিন দিন আমাদের ব্যস্ততা বৃদ্ধি পাচ্ছে।দেশ ও জাতির কল্যাণার্থে আমাদের শুধু একটি ব্লগ সাইটে লেখা প্রকাশ করলে চলে না।একই লেখা কমপক্ষে দশটি ব্লগে কপি পেষ্ট করে প্রকাশ না করলে এই অভাগা জাতি আমাদের মুল্যবান লেখনি হতে বঞ্চিত হবে। অতি ব্যাস্ত ব্লগারগণ মন্তব্য লিখতেও সময় পান না।বিভিন্ন দিক বিবেচনায় এই রেডিমেট কমেন্ট এর পোষ্ট দিলাম। অনলাইনে গত কয়েকবছর বিভিন্ন ব্লগে বিচরন করে কিছু কমেন্ট অসাধারন লেগেছে,যা এখানে সবার মাঝে শেয়ার করছি। পোষ্টের প্রায় সব মন্তব্যই বিভিন্ন ব্লগ থেকে নেয়া।
এই পোষ্ট বুকমার্ক করে রাখবেন।ব্লগে লগিণ হবার পূর্বেই এই পোষ্ট ওপেন করবেন।এরপর পোষ্ট বুঝে, কমেন্ট কপি করে পোষ্টে পেষ্ট।এতে আপনার সময়ের অপচয় হবেনা। সময় বড় সম্পদ।মনে রাখতে হবে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। আসুন তাহলে শুরু করা যাক…………
অতি ব্যস্ত ব্লগারদের জন্য (যাদের সময় নষ্ট করার মতও টাইম নেই):
কোন পোষ্ট পড়তেও হবেনা আপনাকে,নিম্নের কমেন্ট গুলো করতে থাকুন
++++++
*৫ ( পাঁচ তারকা আর কি )
(y)
-{@
(-3
(3
ব্যস্ত ব্লগারদের জন্য(ব্যাস্ত তবে অতি ব্যস্ত না:
জাষ্ট চোখ বুলিয়ে যাবেন লেখায়,শিরোনাম এবং পোষ্টের শেষ লাইন পড়তে পারেন,যদি কিছুটা সময় থাকে।
এপিক পোষ্ট
হুমমমমম
গুড পোষ্ট
(যে সব পোষ্টে পর্ব আছে,কিছুই দেখার প্রয়োজন নেই) চলুক,পরের পর্বের অপেক্ষা।
দারুন
সুন্দর
পিলাচ
হাহাপগে :D)
ফাটাফাটি!
ফাটিয়ে দিয়েছেন
অব্যস্ত,আলসে,বেকার ব্লগারদের জন্য: (এনাদের যথেষ্ঠ সময় আছে,এই একটি ব্লগ নিয়েই সন্তষ্ট,যেহেতু এনারা প্রতিটি পোষ্টেই মন্তব্য করেন।কত আর টাইপ করবেন,হাত তো ব্যাথা হয়ে যেতে পারে)
গল্প,কবিতা,প্রবন্ধ,রাজনৈতিক,মুভি রিভিউ ইত্যাদি পোষ্টে যখন যেই কমেন্ট মানানসই হবে।
* বেশ চমৎকার বুনোন
* অসাধারণ শব্দ চয়ন!
* ভালোলাগা রেখে গেলাম
* অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক।
* কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য। কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় হয়েছে।
* সমকালীন বঙ্গীয় সাহিত্যাকাশের উদীয়মান নক্ষত্রসম লেখকের এই প্রতিবেদন খানা সাহিত্য পিয়াসীদের মনে নিগূড় যে বেদনার সৃষ্টি করিয়াছে তাহা কেবলমাত্র নব্য একবিংশীয় ধারার তত্ত্বীয় দর্শনের সহিতে প্রাচীন চন্ডী মঙ্গলীয় রোমান্টিসজমের সামঞ্জস্যপূর্ণতার ব্যাখ্যাই নয়, বর্তমান পেটি বুর্জোয়াদের জলশুন্য অন্ন ভক্ষণের তীব্র ক্ষুধাও প্রকাশ করিয়াছে…
* তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই পোস্টের মাঝে আমি খোজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমার মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছে।
যাই, মুড়ি খেয়ে আসি।
* আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।
* আজকের বিশ্বে নারীর প্রতি সকল বৈষম্য-বঞ্চণা-শোষণ দূর করে পুরুষের সম-অধিকার ভোগ করা ও সুযোগ-সুবিধার নিশ্চিত করার জন্য আপনার এই মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
যুগ যুগ ধরে আমাদের মেয়েরা ধর্মান্ধতা, ধর্মীয় অপব্যাখ্যা ও নানা কুসংস্কারের শিকার হয়ে শোষিত, বঞ্চিত নির্যাতিত, অবহেলিত পশ্চাৎপদ থেকেছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে কেউ তাকায়নি। আপনি সেই মহান পুরুষ যিনি বাঙ্গালী ভাগ্যাহত নারীদের পাশে দাঃড়িয়েছেন এবং বাংলাদেশের নারীদের উন্নয়ন কাংখিত মাত্রায় পৌঁছেনোর জন্য এই রকম একটি অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। বাঙ্গালী ভাগ্যাহত নারীরা আপনাকে ফেভিকল দিয়ে ইডেনের গেটে “লটকিয়ে” রেখে চীরস্মরণীয় করে রাখবে।
* বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।
* এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।
* জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!
* শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি।
* রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই
অনেক হয়েছে।এসব মন্তব্যই যথেষ্ট।যে কোন পোষ্ট উপযোগী মন্তব্য এখান থেকে বেঁছে নিন।হয়ে উঠুন সবার প্রিয় ব্লগার।
আপনারা যদি ইচ্ছে করেন,তবে এই পোষ্টের মন্তব্যে কিছু এপিক মন্তব্য যোগ করতে পারেন 😀
হ্যাপ্পি ব্লগিং……………
১২১টি মন্তব্য
প্রহেলিকা
অসাধারণ শব্দ চয়ন!ফাটিয়ে দিয়েছেন! জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !! বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে। পিলাচ!++++++
ব্লগার সজীব
আপনার মন্তব্য আমাকে নতুন আলোর পথ দেখাবে,এমন মন্তব্য একজন লেখককে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।আমি সেই উচ্চতায় আরোহন করার সিড়ি হিসেবে দেখছি আপনার মন্তব্য -{@
প্রহেলিকা
আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।
ব্লগার সজীব
বান্ধাইয়া রাখার মত মন্তব্য। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে 😀 -{@
খেয়ালী মেয়ে
হুমমমম ঠিক বলেছেন সময় বড় সম্পদ 🙂 এটা নষ্ট হতে দেওয়া যায় না 🙂
-{@
ফাটাফাটি!
* ভালোলাগা রেখে গেলাম
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক।
বান্ধাইয়া রাখার মত পোষ্ট। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।
জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা :p ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !
হ্যাপ্পি ব্লগিং…………… 🙂
ব্লগার সজীব
আপনার মন্তব্য আমাকে নতুন আলোর পথ দেখাবে,এমন মন্তব্য একজন লেখককে ভিন্ন উচ্চতায় নিয়ে যায়।আমি সেই উচ্চতায় আরোহন করার সিড়ি হিসেবে দেখছি আপনার মন্তব্য। হ্যাপ্পি ব্লগিং আপুনি -{@
খেয়ালী মেয়ে
রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই 🙂
হ্যাপ্পি ব্লগিং -{@
ব্লগার সজীব
আপু এমন প্রসংশা আমাকে মঙ্গল গ্রহে নিয়ে যাবে 🙂 হ্যাপ্পি ব্লগিং -{@
খেয়ালী মেয়ে
আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।
হ্যাপ্পি ব্লগিং -{@
ব্লগার সজীব
আপনি মহান,আপনি মহান আপু,আপনার এমন উৎসাহ জননী(কেবল জনক কেন হবে?) মন্তব্য আমার লেখক স্বত্বাকে জাগিয়ে তুলতে সহায়ক হবে।নিজের উপর আস্থা ফিরে পাচ্ছি আমি।সদা এমনি উৎসাহ দানে বাধিত করিবেন।হ্যাপ্পি ব্লগিং -{@
খেয়ালী মেয়ে
বান্ধাইয়া রাখার মত কমেন্টস।
ভালোলাগা রেখে গেলাম কমেন্টস এবং পোস্টে 🙂
হ্যাপি ব্লগিং -{@
ব্লগার সজীব
আপনার কমেন্টও মাথার তাজ হিসেবে মাথায় তুলে রাখলাম। হ্যাপি ব্লগিং -{@
প্রহেলিকা
এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। -{@
ব্লগার সজীব
আপনার মন্তব্যটি এপিক হয়েছে ভাইয়া 😀
সঞ্জয় কুমার
* জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!
ব্লগার সজীব
সাধারণ জনতার দাবী পথেই শেষ হয়ে যায়।এই স্বার্থপর জগৎ আম জনতার মতামতকে পাত্তাই দেয়না।এই সমাজ ব্যবস্থাকে পাল্টাতেই হবে।কতজনে আবেদন করলে একটি পোষ্ট ষ্টিকি হবে?ঝাতির নিকট এই প্রশ্ন রেখে গেলাম।
ছাইরাছ হেলাল
বেশ চমৎকার বুনোন,অসাধারণ শব্দ চয়ন!
ভালোলাগা রেখে গেলাম।
বেশ ফকফকা,এত দেরীতে দিলে হবে? কত সময় যে নষ্ট করেছি।
ব্লগার সজীব
ভালো লাগার অনুভুতি রেখে গেলেন,ধন্যবাদ আপনাকে -{@ এখন আর নো সময় নষ্ট,আমি এসেছি ত্রাতা হয়ে 🙂 জাস্ট কপি এন্ড পেষ্ট 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কি করব ভাবছি ;?
পারেনও সজীব ভাই -{@ নিন আপনার জন্য বাসন্তীর তাজা ফুল।
ব্লগার সজীব
আপনার মন্তব্য সব সময়ই আমার কাছে প্রেরণার উৎস মনির ভাই 🙂 হ্যাপ্পি ভ্যালেনটাইন -{@
নুসরাত মৌরিন
হাহাহা। :D)
ভাই আপনি কোত্থেকে আসেন এমন সব পোস্ট নিয়ে হেসে গড়াগড়ি খাওয়ার দশা!!
যাক এই লেখাকে বুকমার্ক করে রাখতে হবে।প্রয়োজনে এখান থেকে কমেন্ট ধার নেয়া যাবে। 😀
শুভ বসন্ত।
ভাল লাগা রেখে গেলাম। -{@
ব্লগার সজীব
আচ্ছা আচ্ছা হাহাপগে (হাসতে হাসতে পরে গেলেন)? নিশ্চয়ই বুকমার্কস করে রাখবেন।ধন্যবাদ ভালোলাগা রেখে যাবার জন্য।হ্যাপি ভ্যালেনটাইন আপু -{@
নুসরাত মৌরিন
আপনি এযুগের প্রমথ চৌধুরী,বাংলা সাহিত্য জগতে এক নির্মল তারকা!! :p
রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আপনাকে ওনার নোবেলটা দিয়ে দিতেন। :D)
শুন্য শুন্যালয়
হা হা হা হা আপনি এপিক রে ভাই 😀 কি যে আফসুস হইতেছে কি কমু। মন্তব্য দিতে দিতে আমার লেখার মাথা পুরাই খালি কইরা ফালাইছি আর আপনি এদ্দিন পর আইলেন? সত্যি কইতাছি সজীব ভাই রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই।
জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!
এই পোস্ট ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক, আনে আলে কালকি জাতীর ভবিষ্যৎ ব্লগার সবার কাজে লাগবে।
আম্নেরে একখান স্যালুট ভাইজান। যখনই জাতি কোন ক্রান্তিকালে পোঁছেছে আপনি এসে উদ্ধার করেছেন, ভবিষ্যতেও এমন জারি রাখবেন।
ব্লগার সজীব
এপিক হয়েছে?রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই?রত্নগর্ভা উপাধি?ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক! এত সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।আপনাকে এত্তগুলান ফুল দিলাম -{@ -{@ -{@
এই অভাগা জাতির ক্রান্তিকালে আমাকে দেখা যাবে সব সময়।কিন্তু সোনেলার মডুগন বুঝলো না আপু।আপনি সহ কতজনে আবেদন করলেন ষ্টিকি করার জন্য।কিন্তু নিষ্পেষিত,দলিত,মথিত আম জনতার কোন দাবী শাসক গোষ্ঠির কর্ন কুহরে প্রবেশ করার কোন ইতিহাস নেই 🙁
মিথুন
আমার সবগুলা মন্তব্যই লাগবে 😀 একেক সময় একেকটা ব্যবহার করবো। কমেন্টের জন্য এমন ফ্রি ক্লাস একমাত্র আপনিই মনে হয় আনলেন। আমি আপনার জ্ঞানে, প্রতিভায়, পরোপকারী, দূরদর্শীতায়, অপরের কস্টে ব্যথিত, বিভিন্ন ব্লগে ঘুরে ঘুরে কমেন্ট কালেক্টরি গুন, পায়ে হেটে খেটে খাওয়া ধৈর্য্যশীলতা দেখে যারপর নাই মুগ্ধ হলাম ভাইয়া। এই পোস্ট দেখে আমার মুরি খাবার বাসনা হয়েছে। গেলাম ভাইয়া। আল বিদা। আপনিও চাইলে সর্ষে তেল, মুরি, চানাচুর, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে আমার সাথে জয়েন করতে পারেন।
ব্লগার সজীব
মন্তব্য সব নিয়ে নিন।আমি তো সবার জন্যই দিয়েছি এসব।সাধারন জনতার উপকারই আমার জীবনের ব্রত,তা আপনি জানেন।
আপনি একজন গুণী মানুষ আপু।অবশ্য গুনী না হলে গুনীকে চেনা যায়না :p সর্ষে তেল, মুরি, চানাচুর, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে কষ্ট করে আর যাবো কেন আপু?বাসায় বসেই খাই মেখে 🙂
মোঃ মজিবর রহমান
আপনার দক্ষতাকে পুরুস্কিত না করে উপায় নায়।
বসন্তে আপনার ফুল প্রস্ফুটিত ফাটাফাটি।
ব্লগার সজীব
ফাটাফাটি মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই -{@
মোঃ মজিবর রহমান
আমি ফাকিবাজ পড়ুয়া।
কমেন্টসদাতা
ব্লগার সজীব
তাহলে যাট,ফাটাফাটি পোষ্ট,এপিক পোষ্ট এমন মন্তব্য করিলেই চলিবেক 😀
মাহামুদ
অসাধারণ লেখেছেন, আপনার লেখার প্রশংসা করতে হলে বাংলা একাডেমীর বিনা অনুমতিতে নতুন শব্দ তৈরী করতে হপে
. বান্ধাইয়া রাখার মত পোষ্ট।
একটা ফুলের মালা থাকবে ফ্রেমের
গায়ে। :p :p
ব্লগার সজীব
আপনার মন্তব্য আমাকে এমন লেখা প্রকাশে অনুপ্রেরনা যোগাবে ভাইয়া 😀
শিশির কনা
এপিক পোষ্ট,ফাটিয়ে দিয়েছেন :D)
জাতির ক্রান্তিলগ্নে এরুপ পোস্ট প্রসব করে জাতিকে আলোর পথ প্রদর্শন করার জন্য আপনাকে রত্নগর্ভা ব্লগার উপাধি দেয়া হউক !!! সাথে পোস্টসহ লেখককে স্টিকি করার আবেদন জানালাম !!
শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি।
রবীন্দ্র পরবর্তী যুগে এমন এমন লেখা চোখে পরে নাই :D) :D)
হ্যাপি ব্লগিং -{@
ব্লগার সজীব
এই সমাজ সাধারন মানুষের কথা শুনে না।কত ক্রন্দন আবেদন নিবেদন বাতাসে মিলিয়ে যায়।কত ভালো একটি পোষ্ট দিলাম,কত ব্লগারগন ষ্টিকি করার জন্য আবেদন করলেন।কিন্তু আমজনতার কোন দাবী এই ব্লগ গ্রহন করিল না 🙁 আসলে গুনির কদর নেই এই দেশে।এমন লেখা অদুর ভবিষ্যতে চোখে পড়বেও না।হ্যাপি ব্লগিং -{@
ছাইরাছ হেলাল
আপডেট চাই।
ব্লগার সজীব
কোন ব্লগার এই মন্তব্যের বাইরে মন্তব্য করলেন না, যা আশা করেছিলাম।কিছুটা হতাশ 🙁
নওশিন মিশু
আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক….
ব্লগার সজীব
আপনার মন্তব্যটি ফ্রেমে বাঁধিয়ে রাখবো আপু,সাথে থাকবে একটি ফুলের মালা।এমন মন্তব্যে অনুপ্রাণিত হই আপু।এই নিন -{@
ষ্টিকির আবেদন গ্রহন হবেনা আপু।আম জনতার দাবী লৌহ কপাট ভেদ করে পৌছে না শোষকের কর্ন কুহরে 🙁
জিসান শা ইকরাম
এতদিন কোথায় ছিলেন রে ভাই?
আপনি যে আলাদা,আপনি যে কত্ত বড় জনদরদী-এই পোষ্টের মাধ্যমে তা প্রমান করলেন।
সাধারণ জনগনের কথা আজকাল কেউ ভাবেন না
কিভাবে উপকার করতে হয়,আপনি তা দেখিয়ে দিলেন।
দাতা হাতেম তাই অর্থ দিয়ে সাহায্য করতেন,কিন্তু অর্থই সব নয়,
আপনি দাতা হাতেম তাইকেও অতিক্রম করে গেলেন।
পোষ্ট ষ্টিকি করার দাবী জানালাম।
ব্লগার সজীব
এদেশের দুখী মানুষের উপকার করার জন্যই আমি জন্মেছি জিসান ভাইয়া।দাতা হাতেম তাই হয়ে নাম প্রকাশ করতে চাইনা,আমি নামে বিশ্বাসী নয়,কাজে বিশ্বাসী :p
ষ্টিকির আবেদন গ্রহন হবেনা।আম জনতার দাবী লৌহ কপাট ভেদ করে পৌছে না শোষকের কর্ন কুহরে 🙁
স্মৃতির নদীগুলো এলোমেলো...
গল্পটা দারুন লিখছেন। খালি ডায়লগ গুলা হাল্কার উপর ঝাপ্সা, তাই বুঝতে ঝামেলা হচ্ছিলো। পরে বুঝতে পেরে বুঝে গেলাম এটাতো পুরা শেষের কবিতার মতই অনবদ্য…
ব্লগার সজীব
গল্প !!!! ^:^ ^:^ শেষের কবিতার মতই অনবদ্য? ^:^ কষ্টে মাথার চুল সব উঠায় ফেলতে ইচ্ছে করছে ;( আপনি সামান্য একটি লেখার সাথে আমার লেখার তুলনা দিলেন ভাইয়া? মন্তব্য একটু দেখুন,রবীন্দ্র নাথের পরে এমন লেখা আর কেহ লেখেননি বলেছেন অনেকে।খুবই হতাশ হলাম ভাইয়া 🙁
স্মৃতির নদীগুলো এলোমেলো...
শেষের কবিতা জানি কার লেখা??
ব্লগার সজীব
আমার লেখা কি ওনার মাত্র একটি লেখার সাথে তুলনায় আসে?রবীন্দ্র রচনা সমগ্রের সাথে তুলনায় আসে।আমি যে কত গুনী তা আপনি মনে হয় জানেন না।এর প্রমা্ণ আমার অতীতের পোষ্ট সমুহে আছে।আমার ডিম ভাজির পোষ্ট পড়লেই বুঝবেন :p
ফাতেমা জোহরা
মজা তো !! মুখস্থ করা লাগবে লেখাটা 😀
ব্লগার সজীব
মুখস্ত করলে ভুল হয়ে যেতে পারে আপু,বুকমার্কস করে রাখুন প্লিজ 😀 -{@
ফাতেমা জোহরা
রেখেছিলুম 😀
ব্লগার সজীব
রাখবেওনইতো,এমন এপিক পোষ্ট বছরে বার বার আসেনা 🙂
লীলাবতী
এপিক পোষ্ট
গুড পোষ্ট
দারুন
সুন্দর
পিলাচ
হাহাপগে :D)
ফাটাফাটি!
ফাটিয়ে দিয়েছেন।
শেষ হয়নি এখনো আসতেছি আবার :D)
ব্লগার সজীব
আপনার এই মন্তব্য ফ্রেমে বাঁধিয়ে ওয়ালে ঝুলিয়ে রাখার মত,ফ্রেমে থাকবে একটি মালা।
শুন্য শুন্যালয়
ব্লগার সজীব পরবর্তী সময়ে এমন প্রতিভাবান ব্লগার আর চোখে পরে নাই। ভবিষ্যতে কারো পোস্ট পড়ে আমরা এমন মন্তব্য করতে চাই।
ব্লগার সজীব
এমন মন্তব্য করবেন,সেদিন আর দূরে নহে :p আপনাদের আশাপূরণ এখন সময়ের দাবী মাত্র।
একজন আইজুদ্দিন
তা ঐ আপনার কথাই রইল!
এই লেখাটিতে লেখক মনের অন্ধি সন্ধিতে যে মনস্তাত্বিক টানাপোড়েনের আভাস আমরা দেখতে পাই সেটা নিয়ে আসলে বিশদ আলোচনার অবকাশ রয়েছে। লেখাটিতে আমরা পাবলো পিকাসোর কিউবিজমের সাথে সালভাদর দালির স্যুরিয়ালিজমের একটি সম্মিলিত অভিক্ষেপের লিখিত রূপ দেখতে পাই। লেখককে সাধুবাদ তিনি খুবই মুনশিয়ানার সাথে এই দুটি বিপরীতমুখী চিত্রকলার ধারাকে একই লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পেরেছে। এ প্রসঙ্গেই স্বনামখ্যাত পরিচালক আকিরো কুরোশাওয়া হয়তো কখনো বলেছিলেন “দুটি বিপরীত ধারার মিলনে যেই লেখনী আমাদের সামনে প্রতিভাত হয়ে ওঠে সেটাই আসলে একটি ব্যবসা সফল চলচ্চিত্রের মূলকথা”। যাক, এই লেখা নিয়ে আলোচনা করার দুঃসাহস করলে পাতার পর পাতা আই মিন মেগাবাইটের পর মেগাবাইট শেষ হয়ে যাবে তবু আলোচনার সিদ্ধান্তে আসা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে।
ব্লগার সজীব
আপনি এদের সাথে আমার তুলনা দিলেন ভাই?কষ্ট পেলাম ভাই।ব্লগার সজীবের সাথে কারো তুলনা হতে পারেনা। যাই হোক ধন্যবাদ আপনাকে। -{@
লীলাবতী
শুন্য শুন্যালয় বলেছেনঃ ব্লগার সজীব পরবর্তী সময়ে এমন প্রতিভাবান ব্লগার আর চোখে পরে নাই। ভবিষ্যতে কারো পোস্ট পড়ে আমরা এমন মন্তব্য করতে চাই।
ব্লগার সজীব
এমন মন্তব্য করবেন,সেদিন আর দূরে নহে :p আপনাদের আশাপূরণ এখন সময়ের দাবী মাত্র।
নীলাঞ্জনা নীলা
অসম্ভব ভালো লিখেছেন। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম। রবীন্দ্র পরবর্তী যুগে এধরনের লেখা আর আগে আসে নি। অনবদ্য…অসাধারণ… শুধু যে প্রাসঙ্গিক ও সময়উপযোগী লেখা তাই নয় একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। এই পোস্টটিকে স্টিকি করা হৌক। :D) :D)
সোনেলায় না এলে এমন লেখা পড়ার সৌভাগ্য হত না -{@
ব্লগার সজীব
আপনার এমন মন্তব্য আমাকে ভবিষ্যত পথ নির্দেশে সহায়ক হবে। -{@
নীলাঞ্জনা নীলা
কমেন্টস যে সব মুখস্থ হয়ে গেলো 🙂 এরপর কি পড়বো?
ব্লগার সজীব
এরপর নিজে কমেন্ট তৈরী করুন 🙂
আগুন রঙের শিমুল
তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই পোস্টের মাঝে আমি খোজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভবনা আর বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সুক্ষ বার্তা যা আমার মনে মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছে।
যাই, মুড়ি খেয়ে আসি। :D) :D)
ব্লগার সজীব
আপনার মন্তব্য পঠন করে আমার মনেও মুড়ি খাওয়ার বাসনা জাগিয়ে তুলেছে।
যাই, মুড়ি খেয়ে আসি :p
মেহেরী তাজ
শিষ্য আমি কেমনে এই পোষ্ট নজর আন্দাজ করে গেলাম। ??
যাই হোক অসাধারণ হয়েছে। তুলনাই হয় না এমন। করে নো বলে ছক্কা মারবে ভাবতেই পারি নি। ইউনিক লেগেছে। মানতেই হবে খুব ভালো লিখো।
শিষ্য এগুলা তোমার জন্য নয় কিন্তু….. :p
ব্লগার সজীব
কার শিষ্য আমি দেখতে হবেনা ওস্তাদ 🙂
ইমন
দারুন 🙂
ব্লগার সজীব
ধন্যবাদ 🙂
অলিভার
ইয়ে! মানে!!
সজীব ভাই, বলছিলাম কি
যা লিখিয়াছেন তাহার উপর নজর বুলাইতে বুলাইতে তো আমার হাহাপগে :D) অবস্থা :p
তবে বুকমার্ক করে রাখাই মনে হয় উত্তে হইবে ;? কখন কাজে লেগে যায় তা তো আর আগে ভাগে বলা যায় না।
তবে সমস্যা হইলো পোষ্টে পিলাস দিতে পারলাম না। চরম আকারে আফসোস লাগতেছে ;(
ব্লগার সজীব
রাখেন রাখেন,কাজে লাগবে 🙂
জিসান শা ইকরাম
পোষ্ট সার্থকতা পেলো মনে হয় আজ 🙂
নীতেশ বড়ুয়া
হাআআআআআআআআআআহাহহাহাহাহা… এমন সার্থক পোস্ট আজ অব্দি একটাই দেখলাম। মারহাবা মারহাবা।
সজু বাইয়া আপনি তো ভবিষ্যৎ প্রবক্তা হয়ে গেলেন!!!!!!! :D)
ব্লগার সজীব
নীতেশ ভাইয়া,এই মন্তব্য সবাই ব্যবহার করতে পারেন।
ব্লগার সজীব
এই পোষ্ট সর্বকালের জন্য। এই মন্তব্য আরো কতো পোষ্টে দিতে হয় কে জানে 🙂
নীতেশ বড়ুয়া
সর্বকালের সেরা পোস্টের উপাদানগুলো সর্বকালের সেরা পোস্টে দিতে দেখে আমি কেপলারীয় ভরে পৃথিবীতে উড়ে বেড়াচ্ছি। উত্তরোত্তর এমন প্রয়োগের মতো সেরা সব পোস্ট আবারো দেখতে পাবো আশা করছি।
আপনার পোস্টের মাধ্যমে আমাকে কেপলার ভ্রমণের অভিজ্ঞতা দেওয়ায় আপনাকেও কেপলারীয় শুভেচ্ছা -{@
ব্লগার সজীব
এইতো একটি এপিক মন্তব্য করে ফেললেন 🙂
নীতেশ বড়ুয়া
:p
শুন্য শুন্যালয়
সজু ভাই, নতুন মন্তব্য দেন না কিলা? স্টক তো ফুরায় গেলো। জলদি দেন।
নীতেশ বড়ুয়া
এখানে যা জমিয়েছিলেন তা উগড়ে দিয়ে এসছেন। এইবার নতুন কিছু আসবেই আমি নিশ্চিত 😀 😀
ব্লগার সজীব
একজনের মাথায় কত আর থাকে? !!!
নীতেশ বড়ুয়া
একখানা নতুন মত্নব্য তো শুন্যাপু ছেড়েছেন, সেইখানা ছাকনি দিয়া ছেঁকে নিয়ে নেওয়া যায় :p
“মহাজাগতিক **** সাহসী পোস্ট কে সাধুবাদ জানাই। এযাবৎ কাল যে কয়েকটা পোস্ট পড়ার সুযোগ পেয়েছি আপনার, সবগুলোই ক্ল্যাসিক টাইপের ছিল, ভবিষ্যতেও এমনি লেখা চালু রাখবেন, এ শুভকামনা জানাচ্ছি।”-শুন্য শুন্যালয় :D) এপিক ছিলো মহাজাগতিক :D) :D)
ব্লগার সজীব
শুন্য শুন্যালয় আপু নিজেই তো এপিক,তিনি ইচ্ছে করলে এমন পোষ্ট প্রতি সপ্তায় দিতে পারেন।
নীতেশ বড়ুয়া
😮 😀 :D) :D) :D) :D) এপিক কমেন্ট :p
ব্লগার সজীব
ষ্টক শেষ হয়ে গিয়েছে আপু। সংগ্রহ করার চেষ্টায় আছি।
নীতেশ বড়ুয়া
বেশ চমৎকার বুনোন, অসাধারণ শব্দ চয়ন!
মুক্তগদ্যটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো। মুক্তগদ্যের গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য। মুক্তগদ্যের কাঠামোটা অনেক আকর্ষনীয় হয়েছে।
শরৎবাবুর প্রয়ানের পর এহেন তাৎপর্যমন্ডিত লেখা আজ পর্যন্ত আমার চোখে পড়েনি।
:c
ব্লগার সজীব
নীতেশ ভাইয়া আপনার মন্তব্যটি বান্ধাইয়া রাখার মত মন্তব্য। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।
নীতেশ বড়ুয়া
সজু বাইয়া, সেই ফ্রেমে এই মন্তব্যখানা রাখা হয়েছে গতকালই, এইবার আপনাদের ইচ্ছে কি করিবেন ফ্রেম খানা লইয়া :p :D)
ব্লগার সজীব
ফ্রেমে প্রতি বছর এই দিনে ফুলের মালা দিয়ে দিবসটিকে পালন করিব 🙂
নীতেশ বড়ুয়া
:D)
তানজির খান
হা হা হা
আপনার এ ধরনের উদ্যোগ আমাদের জাতীয় জীবনে সে অভ্যাস তৈরীর ক্ষেত্রে একটি দিক নিশানা হতে চলেছে বলেই প্রতিভাত হয়। স্বাধীনতার চল্লিশ বছর পর আপনিই প্রথম ব্লগ জগতে এমন একটি প্রয়াস নিয়েছেন যা একই সাথে ডিসকোর্স এবং তার কাউন্টার ন্যারেটিভে বাইনারী অপোজিটসের উদাহরণ সৃষ্টি করবে। এর মধ্য থেকেই আমরা বের করে নিতে পারবো আমাদের পরিবর্তনের পথ।
ব্লগার সজীব
তানজির ভাইয়া,আপনার মন্তব্য আমাকে সপ্ত আসমানে নিয়ে গেলো।আশা করবো এমন প্রেরণামূলক মন্তব্য দিয়ে আপনি আমার মত সবাইকে বিনে খরচে সপ্ত আসমানে প্রেরণের ব্যবস্থা করবেন।
আবু খায়ের আনিছ
দেশের অর্থনৈতিক, সামাজিক,রাজনৈতিক সব মুক্তির জন্য আপনাকে নোবেল দেওয়া দরকার। আপনার মত চিন্তা ভাবনা যদি দেশের প্রতিটা মানুষের থাকত হলে তাহলে আমাদের দেশ নার্গিস বেগে উন্নতির দিকে এগিয়ে যেত। গভির ভাবে চিন্তা করে দেখলাম আপনার এই কথার যুক্তিকতা ব্যাপক বিস্তৃত। অসাধারণ, অনবদ্য, প্রসংশনীয়।
হ্যাপি ব্লগিং
ব্লগার সজীব
জাতির এই ক্রান্তিকালে আপনার মন্তব্য দিশেহারা জাতিকে দিবে পথের ঠিকানা।আপনার মন্তব্যটি বান্ধাইয়া রাখার মত মন্তব্য। একটা ফুলের মালা থাকবে ফ্রেমের গায়ে।
হ্যাপি ব্লগিং -{@
জিসান শা ইকরাম
প্রিয়তে নিলাম এই পোষ্ট 😀
ব্লগার সজীব
অকা 😀
ভোরের শিশির
অদ্য মধ্য রজনীতে অত্র পোষ্টখানার পরিপূর্ণ সৎ ব্যবহার করিলাম মাত্র। এহেন পোস্টের দরুন মহাবিশ্বের সকল আলোকবর্ষিকার মহাপ্রয়াণ ঘটিলেও পোষ্টখানি স্বয়ং নতুন মহাবিশ্বের একমাত্র আলোকবর্তিকা হইবে এ আমি নিশ্চিত…
শুন্য শুন্যালয়
তোরে একখান ভেংচি দিয়া শততম মন্তব্য পূরন করিলাম। আমিন। :p
ভোরের শিশির
শততম মন্তব্যের জন্য অভিবাদন জানাই 😀
আহা, মাঝে মাঝে কিছু প্রণেতা আসেন যাদের জন্য সজু বাইয়ার এই পোস্ট আজীবন পঠিত হবে 😀
ব্লগার সজীব
মধ্য রজনীতে অত্র পোষ্টখানার পরিপূর্ণ সৎ ব্যবহার দেখিয়া আমোদিত হইলাম :D) কোপা কুপি চলিতেই থাকিবে 😀
ভোরের শিশির
আহা, মনসুখ; বাহা কোপাকুপি পোস্তে কোপাইন্না মন্তব্যের সুখ 😀 :D)
ব্লগার সজীব
প্রতিমাসে এমন কোপাকুপি করা যায় না। কেন যে এরা আসেনা, ভালভাবে কোপাতেও পারিনা 🙁
অনিকেত নন্দিনী
সম্মানিত মডুকূলের কাছে আমার আকূল আবেদন নিবেদন (কোনো বেদন বাকি আছে? ;? ) এই যে এই পোস্টখানি প্রিয়তে রাখিতে চাহিয়াও পারিতেছিনা বিধায় পোস্টখানি প্রিয়তে নেবার ব্যবস্থা বাতলাইয়া দেওয়া হউক। উপরন্তু সকল ব্লগারের প্রিয় তালিকায় এই পোস্ট রাখা বাধ্যতামূলক করিয়া দেওয়া হউক।
এই পোস্ট প্রকাশনার সুদীর্ঘ এগারো মাস পর ইহা এমন করিয়া সামনে আসিলো বলিয়া আমার আ সীমা নাই। আমি অতিব্যস্ত মানুষ। এই পোস্টখানি আগে পাইলে এত সময় খরচ করিয়া, মাথা ঘামাইয়া, শক্তি খরচা করিয়া মন্তব্য লিখিতামনা। এইখান হইতে মন্তব্য কর্তন করিয়া যথাস্থানে বসাইয়া দিতাম। :D।
পোস্টদাতারে এত্তুগুলান পিলাচ! +++++
শুন্য শুন্যালয়
নন্দিনী আপু শীর্ষ পঠিত ৫০ এ এই পোস্ট আছে, আর আমি বলিয়াছিলাম এই পোস্ট স্টিকি করে সোনেলার প্রথম পেজে ঝুলিয়ে দিতে। তাহলে আসলেই কত্ত সময় বাঁচিয়া যাইতো।
পোস্টদাতা হইতেছে পরীক্ষিত জ্ঞানী, বিশ্বের বিরল এক প্রতিভাবান, তাহারে এই কয়টা প্লাস দিলা পোষাইবে না। তাহারেও ফ্রন্ট পেজে ঝুলায় দেয়া হউক।
অনিকেত নন্দিনী
হ্যাঁ। এই পোস্ট এবং পোস্টদাতা উভয়কেই ফ্রন্ট পেজে ঝুলায়ে দেয়া হোক। (y)
ব্লগ সঞ্চালক
এই পোষ্ট ষ্টিকি করলে সব আলসে হয়ে যাবে, এমনিতেই কাজ না কর্ম নাই সারাদিন নিজের খেয়ে বনের মেষ তাড়ায় সবাই 🙂 দেখা যাবে সব লেখায় ব্লগার সজীবের এই মন্তব্যে পরিপুষ্ট হয়ে গেছে।আমরা চাইনা ব্লগাররা আলসে হয়ে যাক 🙂 ইদানিং এই পোষ্টের মন্তব্য কপি করার প্রবণতা দেখে চিন্তিত( নো-চিন্তা ডু ফুর্তি ) আমরা :p
ব্লগার সজীব
আমার কোন কদরই নেই সোনেলায়, গুনীর কদর আসলে কোথাও হয়না শুন্য আপু 🙁
”এই পোস্ট এবং পোস্টদাতা উভয়কেই ফ্রন্ট পেজে ঝুলায়ে দেয়া হোক” নন্দিনী আপু, আমাকে কি বেঁধে ঝুলায়ে রাখতে বলেছেন? ;(
যাক অবশেষে স্টিকি না করার যুক্তি পাওয়া গেলো। ধন্যবাদ ব্লগ সঞ্চালক ভাইয়া/আপু।
অনিকেত নন্দিনী
আরে না! বেঁধে ঝুলাবে কেনো? 😮 ফটুক ঝুলাইপে। :p
ব্লগার সজীব
ফটুক ঝুলাইলে ঠিক আছে 🙂
শুন্য শুন্যালয়
ফটুক কেন, আমিতো সজু বাইয়াকেই ঝুলিয়ে দেবার কথা বলেছিলাম, হাঙ্গারের সাথে হলেও চলপে 😀
লাইভ বাংলা মিউজিয়ামের চল এখান থেকেই শুরু হোক।
ব্লগার সজীব
নন্দিনী আপু দেরিতে হলেও আপনার নজরে এই পোষ্ট এসেছে বলে আমি ধন্য। পোষ্ট প্রিয়তে নিতে চাচ্ছেন শুনেই গর্বে আমার বুকের ছাতি ফুলে গিয়েছে 🙂 ধন্যবাদ আপু।
অনিকেত নন্দিনী
মাঘ মাসের এই বৃষ্টি বাদলার দিনে ছাতি অতীব উপকারী বস্তু। :p
অভিনন্দন। -{@
ব্লগার সজীব
ছাতি অতীব উপকারী বস্তু :p :c
অনিকেত নন্দিনী
আমার আফসোসের সীমা নাই। *
শুন্য শুন্যালয়
আমার প্রিয় পোস্টে তো বহুত আগেই নিয়া নিয়েছি, আপনি পারিতেছেন না কেনু আপু? আপনাকে আসলে অলস বাইনাইতে চায়না সোনেলা বুঝিলাম 🙂
অনিকেত নন্দিনী
মানিনা, মানবোনা! ;( ;( ;( ;( ;( ;( ;( ;( ;(
ব্লগার সজীব
নন্দিনী আপু কেন প্রিয়তে নিতে পারছেন না!!!!!! ^:^
অনিকেত নন্দিনী
প্রিয়তে নেয়ার কোনো অপশনই দেখাচ্ছেনা। ;(
এই ব্যাপারে ডেভু ভাই আর মডু ভাইর দৃষ্টি আকর্ষণ করিতেছি। 🙁
ব্লগার সজীব
কমলা রঙের প্রিয় বাটন ফিরিয়ে দেয়া না হলে অনশন করবো মডু ভাইয়া/আপুরা। আমার এত মূল্যবান লেখা প্রিয়তে নিতে পারছেন না নন্দিনী আপু এটা কেমন কথা? 🙁
ভোরের শিশির
“উদয়ের পথে শুনি কার বাণী…”
রাবীন্দ্রীক যুগের পরে অধুনা মহাবিশ্বের উৎকর্ষ লগ্নে বিজ্ঞানের ক্রান্তিলগ্নে এমন পোস্ট অনন্ত মহাবিশ্বের নতুন সূচনার সোপান। এই সোপানে পা রাখতে পেরে নিজেকে শুধু ব্ল্যাক হোলই নয় সেই সাথে ফোটন কণার সাথে পোস্টদাতার নিউট্রণীয় ভাবনার নতুন মিলন খুঁজে পেলাম…
ব্লগার সজীব
আপনার এই মন্তব্যখানা অমূল্য বাণী হিসেবে আমার ড্রইং রুমে বান্ধাইয়া রাখিলাম ভাইয়া।ফুলের মালা ফ্রেমে দেবো কিনা ভাবছি।
ভোরের শিশির
ফুলের মালা যে পোস্টের জন্য এমন মন্তব্য প্রসূত হয়েছে সেটাকে দিয়ে রাখতে হবে যাতে প্লাস্টিকের ফ্রেমে চিরজীবন অক্ষত রাখা যায় :p
ব্লগার সজীব
ফরমালিন দিয়ে রাখা যেতে পারে ভাইয়া 😀