ফিরে আসবার সময় ঘনিয়ে এলে ঠিক আগের রাতে আমার চিরকালের কঠিন হৃদয়ের বাবা জ্বরে ভুগে প্রতিবার। রাতে পাশের রুম থেকে গোঙানির শব্দ ভেসে আসে__ মাগো… মাগো… । মা বলেন, “লঞ্চে ঢাকায় যাবি… আকাশের অবস্থাও তো বেশি ভাল না… ঝর টর হবে মনে হয়।” ভাইটা বলে, “আজকের দিনটা থাক্, কাল যাস্ “। বোনটা নীরব থাকে… ভেতরে কষ্ট জমিয়ে রাখে… মেশিন নামিয়ে ব্লাড প্রেসার মাপে…
আমি বুঝি, এ সব-ই নানান উসিলায় আমাকে আরেকটু কাছে রাখবার প্রয়াস। আরেকটু সময়… আরেকটা দিন…
সবার দৃষ্টি জুড়ে থাকে পাহাড়সম মায়া… নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসা …
সবকিছু পেছনে ঠেলে ফিরে আসা__ এমন নির্মমতাও পাওনা ছিল বুঝি ?
২৬টি মন্তব্য
বনলতা সেন
মনে মনে ফেরা হয় না।আপনি ফিরতে পারেননি।
রিমি রুম্মান
দৃশ্যত ফিরে আসি, আদৌ ফিরি কি ? ঠিক বলেছেন। ভাল থাকুন পরিবারের সাথে।
অরণ্য
শেষ পর্যন্ত ফিরতেই হয়।
রিমি রুম্মান
বাস্তবতার কাছে হার মানা নিরুপায় আমরা। ভাল থাকুন সবাইকে নিয়ে।
ব্লগার সজীব
মায়া……… খুব শক্ত এবং কোমল বাঁধন -{@
রিমি রুম্মান
কিছু মায়া না দেখানোই বোধ হয় ভাল। এতে সবার কষ্ট কম হবে হয়তো। তবুও নিজের অজান্তেই মায়ার জালে আটকে ফেলি আমরা। ভাল থাকুন।
সীমান্ত উন্মাদ
এই পৃথিবীতে সব চেয়ে কঠিন কাজ হলো মায়ার বাঁধন ছেড়ে ফিরে আসা।
রিমি রুম্মান
মায়ার বাঁধন ছেঁড়া কি হয় আদৌ ? শুধু দূরে যাওয়া … দূরত্বে নয়।
হৃদয়ের স্পন্দন
এই নির্মমতা আজো ভাগ্যে ঝুটেনি আমার, বেচেঁ থাক পরিবারে ভালোবাসার নির্মমতা
রিমি রুম্মান
আপনি সৌভাগ্যবান। ভাল থাকুন, কাছে থাকুন পরিবারের সাথে।
রাইসুল জজ্
তবু ফিরতেই হয় 🙁
রিমি রুম্মান
এই ফেরা ফেরা নয়। বরং আরও বেশি করে কাছে থাকা যেন ।
লীলাবতী
কঠিন বাস্তব আপু। (y)
রিমি রুম্মান
এই বাস্তবতার মুখোমুখি হতে না হয় যেন , সেই দোয়া রইলো।
ছাইরাছ হেলাল
এরপর ও আমরা ফিরে যাই, ফিরে ফিরে আসি।
রিমি রুম্মান
অনেক ক্ষমতা সত্ত্বেও আমরা মানুষ কিছু কিছু ক্ষেত্রে বড় অসহায়। শুভকামনা আপনাকে।
শাহানা আফরিন স্বর্ণা
তবু ও ফিরতে হয় প্রিয় মানুষেরই জন্যে প্রিয় মানুষ হতে দূরে (-3
রিমি রুম্মান
ঠিক বলেছেন। ভাল থাকুন পরিবারের সকলকে নিয়ে।
নওশিন মিশু
লোভনীয় নির্মমতা …..
রিমি রুম্মান
শুভকামনা জানবেন।
নীলাঞ্জনা নীলা
মনের কথাটা সহজ করে লিখে ফেলেন কিভাবে?
রিমি রুম্মান
আপনি সহজভাবে দেখে ফেলেন যেভাবে। অনেক ভাল থাকুন প্রবাসে।
জিসান শা ইকরাম
নিরুপায় আমরা ভেজা চোখে অনেক কিছু মেনে নেই।
রিমি রুম্মান
মেনে নিতে চাই না, তবু মেনে নিতে হয়। ভাল থাকুন সবসময়।
ছারপোকা
মায়ার বাঁধন ছেড়া যায় না ।দূরে যাওয়া মানেই দুরত্ব নয় ।চোখ দুটো ভিজে গেলো ।ভাল থাকুন সবসময় ।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও। শুভকামনা জানবেন।