প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় পৌনঃপুনিকতায় ভাস্বর , প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় নিত্য দেখা দেয় নূতন নূতন রঙ নিয়ে – আসে আলোকময় আলো বা আলোকিত অন্ধকার নিয়ে –নিয়ে আসে নূতন স্পর্শ বা স্পর্শহীন স্পর্শ। এ এক অনাবিল আশ্চর্য সুন্দর রূঢ় বিমুরতা ।
ভাবছি……
বসে আছি নত চোখে ধুন ধরে
তোমার ই উঠোনে , পিঁড়ি পেতে;
তোমাকে দেখব বলে……
নিরবে সরব অপেক্ষা
পলকহীন গাঢ় নিশ্চুপ রুদ্ধশ্বাস নিরবতা ;
তবে—–
ভেবোনা তোমাতেই সেঁধোতে হবে
নিয়েছি এমন পণ ,
তুলে দেব হাতে বিষের পুতুল…
স্যাঁতানো সেঁকো বিষ গুজে দেব তোমার ঠোঁটে!
ভালোবাসার ছলে ।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
” প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় পৌনঃপুনিকতায় ভাস্বর , প্রতিটি দিন বা রাত্রি –সূর্যাস্ত বা সূর্যোদয় নিত্য দেখা দেয় নূতন নূতন রঙ নিয়ে – আসে আলোকময় আলো বা আলোকিত অন্ধকার নিয়ে –নিয়ে আসে নূতন স্পর্শ বা স্পর্শহীন স্পর্শ। এ এক অনাবিল আশ্চর্য সুন্দর রূঢ় বিমুরতা ।” — অসাধারন উপলব্দির প্রকাশ ।
ভাবনা তো ভয়াবহ ।
ছাইরাছ হেলাল
অসাধারন কীনা জানিনা , তবে এ ও এক রকম বিচ্ছিন্ন ভাবনা ।
ভালুবাসার ভাবনা এমন হতেই পারে ।
"বাইরনিক শুভ্র"
রাহুর প্রেম!!! ভালবাসার এক অন্যরূপ । ভালো লাগল পড়ে ।
ছাইরাছ হেলাল
প্রেম প্রেমই , রাহু বা কেতুতেও সমস্যা নেই ।
ধন্যবাদ ।
সোনিয়া হক
কবিতা তেমন বুঝিনা। বাংলা সাহিত্য আমার কাছে বেশ কঠিন। বুঝার চেস্টা করছি।
ছাইরাছ হেলাল
কবিতা আমিও তেমন বুঝিনা , আর এটি কোন কবিতা ও নয় ।
বিচ্ছিন্ন ভাবনার বহিঃপ্রকাশ বলতে পারেন ।
পড়ার জন্য ধন্যবাদ ।
সোনিয়া হক
বাংলা ভাষাটি আমার কাছে কঠিন।
ছাইরাছ হেলাল
আসলে ব্যাপারটি কিন্তু এমন নয় , আমার মায়ের ভাষা কঠিন হতেই পারেনা ।
আপনি ক্ষাণিকটা সহজ ভাবে সহজ করে নিলে হয়ত এমন মনে নাও হতে পারে যদিও আমি প্রায় কিছুই জানি না
কিন্তু জানার চেষ্টা করতে চাই প্রাণ মন দিয়ে ।
পুনরায় লেখার জন্য আবার ও ধন্যবাদ ।
যাযাবর
অ-লেখার ছিন্নাংশ……১ , এর অর্থ এটি ধারাবাহিক ভাবে পাবো 🙂 ভালো লেগেছে একান্ত অনুভুতি।
ছাইরাছ হেলাল
হ্যা, এটি অনেক বড় একটি লেখা , সব অংশ প্রকাশ না হলেও নিয়মিত এভাবে এখানে কোন কোন অংশ
দিতে চেষ্টা করব ।
ধন্যবাদ ।
বনলতা সেন
ভালো লেগেছে একান্ত অনুভুতির কথা মালা ।
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
অরুনি মায়া
ভালবাসার মরণ!!! এভাবে কেউ বিষ পান করালে হাসি মুখে পান করব ,,,
ছাইরাছ হেলাল
অপেক্ষা করুন,
বিষ আপনি পাবেন ই,
তখন মুখটি হাসি হাসি থাকতেই হয়।