নো ফ্রেন্ড,
দিস ইজ নট ফেয়ার!
ইউ ডু হোয়াটেভার ইউ ডু
আই ডন্ট কেয়ার!
বন্ধু বলছি বলে
তুমি যা খুশি তাই করবে!
নো, প্রভুও সইবে না
মরবে, তুমি মরবে।
কেনই বা যে তুই এসেছিলে
আমিই বা ছিলাম কেন!
মোটেও আমি ঠিক করিনি, নো!
এখন বুঝছি যেন।
গ্রেট!
ইউ আর মাই এনিমি নাও!
কিসের এত মিষ্টি কথা?
যাও! জাহান্নামে যাও!
হুম! যাও।
জাহান্নামেই যাও!
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বললেই জাহান্নামে পাঠানো যাবে না,যায় না।
অরণ্য
তা ঠিকই বলেছেন ছাইরাছ ভাই। আমি চাই ও দূরে থাক। গেলে যাক যেখানে খুশি, আমি পাঠাই কি করে জাহান্নামে! রাগের মাথায় বলেছি – গেলে যাক।
প্রহেলিকা
হুম! যাও।
জাহান্নামেই যাও! (-3 (-3
অরণ্য
প্রহেলিকা, কাল যখন লিখছিলাম, ঠিক ঝগড়ার মত করেই চিৎকার করছিলাম আর লিখছিলাম। শেষ দুটি লাইনে মহব্বত ছিল বৈকি!
প্রহেলিকা
এই মহব্বতে কাজ হবে না, সাধনা করতে হপে অনেক করে।
জিসান শা ইকরাম
ঝগড়া ঝাটি ভালো পাই 🙂
চলুক।
অরণ্য
জিসান ভাই, ক’দিন বাদে এ ঝগড়া আর থাকবে না আশা করি। বেশি ঝগড়া ভাল না।
মিথুন
তাইতো এনিমির সাথে কিসের এতো মিস্টি কথা 🙂
অরণ্য
ঠিক তাই। নো মোর মিষ্টি কথা।
শুন্য শুন্যালয়
এমন ঝগড়াটে বন্ধুকে বিদায় করে বেশ ভালো করেছেন।
চকলেট কিংবা চুইংগাম আবার ধরে বসবেন না যেন, যেটা এসময় অনেকেই করে। অল দ্যা বেস্ট।
অরণ্য
লে বাবা!
কার সাথে কি
পান্তা ভাতে ঘি! 😀
থ্যাঙ্কস্। 🙂
অরণ্য
আপনি ঠিকই ধরেছেন। চকলেট-চুইংগামে আমার বিশ্বাস নেই। অনেক আগের জল পিরিতিই আমাকে আবার পেয়ে যাচ্ছে বোধহয়!
বনলতা সেন
জাহান্নামে পাঠিয়ে কাঁদতে বসে যাবেন না যেন।
অরণ্য
কি যে বলেন না! আপনারা আছেন না?
মরুভূমির জলদস্যু
হায় হায়
এমন কেন
অরণ্য
ভাই দস্যি, এমনও হয়। (দস্যু ভাই কেমনে বলি, বলেন দেখি?)।
মারজানা ফেরদৌস রুবা
দুনিয়াতে সবচেয়ে সুন্দর সম্পর্ক
“বন্ধু”
অরণ্য
১০০%। কষ্টটা আমার সেকারণেই। তবে কোন কোন বিয়োগ কল্যাণও নিয়ে আসতে পারে। ;?
নীলাঞ্জনা নীলা
অতঃপর দুই জনে একসাথেই জাহান্নামে গেলেন,সেখানে গিয়েও এমনি ঝগড়া চললো- তাই না?প্রকৃত বন্ধুকে ত্যাগ করা এত সহজ না। প্রেমিক প্রেমিকা ত্যাগ করা যায়,বন্ধুকে নয়।
অরণ্য
তবে আমার জীবনে আপনার এই অতঃপর না আসুক তাই আমি চাই। ঝগড়া চলছেই এবং চলবে – কতদিন জানিনা। ভাববার মত একটা লাইন দিয়েছেন – “প্রেমিক প্রেমিকা ত্যাগ করা যায়,বন্ধুকে নয়”। কিন্তু সেতো আমার বন্ধু! আমার খুব কষ্ট হচ্ছে সে জন্যই।
হৃদয়ের স্পন্দন
জান্নাতে না হয় যাক, জাহান্নামে খালি আগুন আর আগুন ,
অরণ্য
ভাই, ও জান্নাতে যাক, আমার আপত্তি নেই। আগুনকে বুঝি আপনার অনেক ভয়? যার সাথে ঝগড়া করি, সেতো আগুনই।
স্বপ্ন
নীলাঞ্জনা নীলা বলেছেনঃ অতঃপর দুই জনে একসাথেই জাহান্নামে গেলেন,সেখানে গিয়েও এমনি ঝগড়া চললো- তাই না?প্রকৃত বন্ধুকে ত্যাগ করা এত সহজ না। প্রেমিক প্রেমিকা ত্যাগ করা যায়,বন্ধুকে নয়। (y) (y)
অরণ্য
মন্তব্যটি আমাকেও ভাবিয়েছে।
ব্লগার সজীব
আমি আগেই জাহান্নামে গিয়ে বসে আছি। আসেন ভাই আসেন। আমাদের জন্য জাহান্নামই শেষ গন্তব্য 🙁 (y)
অরণ্য
নিজেকে জাহান্নামি ভাববার কিছু নেই। আমি কিন্তু আপনার দলেই। আমি ভাঙ্গছি নিজেকে ফের গড়ার জন্যই। একটা লাইন আমাকে বেশ হেল্প করছে –
“ইউ ডু হোয়াটেভার ইউ ডু
আই ডন্ট কেয়ার!”
থ্যাঙ্কস্।
প্রজন্ম ৭১
চলুক ঝগড়া,এন্ডলেস (y)
অরণ্য
অতি ঝগড়ায় জীবনীশক্তির ক্ষয়। ভয়ও আছে শেষে না হানাহানিতে রূপ নেই। ঝগড়া কম হওয়া স্বাস্থের জন্য মঙ্গলকর। ধন্যবাদ আপনাকে। নতুন বছরের শুভেচ্ছা রইল।