প্রতিটা কাজের পেছনেই একটা সুর্নিদিষ্ট কারণ থাকে, এটা আমাদের সবার জানা কথা…আমিও জানি এই কথাটা—কিন্তু যেটা জানি না সেটা হলো “হাতের মাঝে পাঁচটা আঙুল থাকতে শুধুমাত্র অনামিকাতেই কেনো বিয়ের রিং পড়ানো হয়?..এর পেছনের কারণটা কী?
আজ পর্যন্ত কারো মুখে শুনলাম না, এমনকি কাউকে (বৃদ্ধা/তর্জনী/মধ্যমা/কনিষ্ঠা) এই আঙুলগুলোতে রিং পড়াতেও দেখলাম না—তার মানে অনামিকাতে পড়ানোর পেছনে নিশ্চয় কোন সুর্নিদিষ্ট কারণ আছে, যার জন্য সবাই অনামিকাতেই রিং পড়ায়।
আমি এই কারণ জানিতে চাই…প্লীজজজজজজ যারা এই কারণটা সম্পর্কে অবগত আছেন শেয়ার করুন আমার সাথে………..
(খেয়ালী মেয়ের কৌতূহলী প্রশ্ন)
৩৬টি মন্তব্য
মেহেরী তাজ
আমি যে টা জানি সেটা হলো ” অনামিকাতে এমন একটা শিরা আছে যা সরাসরি হ্দপিন্ডে প্রবেশ করে “।
খেয়ালী মেয়ে
এই কারণটা আমিও শুনেছি, কিন্তু শুনার পর আরো কিছু প্রশ্ন মনের ভিতর ভিড় করছে, যেমন অনামিকার মত শিরাতো নিশ্চয় অন্য আঙুলগুলোতেও আছে—আর সেই শিরাগুলো সরাসরি কোথায় গিয়েছে?…
মনটা বড্ড কৌতূহলী হয়ে উঠেছে 🙁
বন্য
আরে তাইতো, এমন প্রশ্ন মাথায় একবারের জন্যও গজায়নি, বলতে পারছি না তবে আপনি জানলে জানাতে ভুলবেন না।
খেয়ালী মেয়ে
হুমমমম সুর্নিদিষ্ট কারণটা জানতে পারলে আরো একটা পোস্ট হবে এবিষয়ের উপর 🙂 যদি জানতে পারি আরকি ;?
ভোরের শিশির নীতেশ
সত্যিই তাই!!
খেয়ালী মেয়ে
🙂
ছাইরাছ হেলাল
খেয়ালী মেয়ের কৌতূহলী প্রশ্ন হলেও প্রশ্নটি দারুণ কৌতূহলোদ্দীপক।
কিন্তু উত্তর জানিনা, যদিও উপরে ‘তাজ’ বলেছে।
খেয়ালী মেয়ে
হুমমম তাজের উত্তরটা আমিও শুনেছি…
শুন্য শুন্যালয়
গ্রিক, রোমানরা এমন ভাবতো অনামিকাতে এমন একটা শিরা আছে যা সরাসরি হ্দপিন্ডে প্রবেশ করে, যেটা তাজ বলেছে। তবে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। আপনার প্রশ্নের উত্তরের আগে আপনি আমাকে আগে বলুন, বিয়েতে রিং পরাতেই হবে কেনু কেনু কেনু?
খেয়ালী মেয়ে
বিয়েতে রিং পড়ানোটা অতো গুরুত্বপূর্ণ কিছু না—যেমন এক্ষেত্রে আরো একটি প্রশ্ন আসে যে, বিয়ের আগে হলুদ কেন মাখতে হবে?..বিয়েতে হলুদ মাখানোটাও অত গুরুত্বপূর্ণ কিছু না…সবাই হলুদ মাখেও না, আবার সবাই এনগেজমেন্ট রিং পড়ায়ও না….কিন্তু কথা সেটা না,কথা হচ্ছে যারা এনগেজমেন্ট রিং পড়ায় তারা শুধুমাত্র অনামিকাতেই কেন পড়ায়?…হলুদ না মাখলেও চলে, পানচিনি না খেলেও চলে, রিং না পড়ালেও চলে…..কিন্তু যখন পড়ানো হয় সেটা শুধু অনামিকাতেই কেন?..অন্য আঙুলে নয় কেন?…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মনে হয় অনামিকা আঙ্গুলে রিংটি বেশী মানায় তাই হয়তো শুধু অনামিকাতে আংটি পড়ান এর অন্য কোন ইতিহাস আছে বলে আমার মনে হয় না।তবুও অপেক্ষায় রইলাম কেউ যদি জেনে থকেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
http://www.magazine.arthosuchak.com/archives/846
বিস্তারিত পড়ুন এখানে…..
খেয়ালী মেয়ে
ধন্যবাদ শেয়ার করার জন্য…হাতের এই খেলাটি আমরা ছোটবেলায় ম্যাজিক ম্যাজিক খেলা বলে খেলতাম………কিন্তু এটাকেই কি সুর্নিদিষ্ট কারণ হিসেবে ধরা নেওয়া যায়?..
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মনে হয় না।
মরুভূমির জলদস্যু
আমিতো পড়ি না!!
শিরাটিরার বিষটা এমনি কথা হিসেবে চালু, ভিত্তি হীন। এটার জন্য কোন কারণ কেনই। যেমন দোয়ের পাখির নাম দোয়েল রাখার কোন কারণ নেই তেমন।
মজার একটা যুক্তি আছে, তদার জন্য ছবি দিতে হবে লিখতে হবে অনেকটা। আলাদা একটা লেখা হিসেবে পোস্ট করার ইচ্ছে রইলো।
খেয়ালী মেয়ে
নাম রাখা আর রিং পড়ানো রীতিটা পালন করা ,আমার কাছে মনে ২টা ভিন্ন আঙ্গিকের বিষয়..
আপনার মজার যুক্তিটা পড়ার অপেক্ষায় রইলাম 🙂
তাড়াতাড়ি লিখে ইচ্ছেটা পূরণ করে ফেলুন.
মোঃ মজিবর রহমান
আমার সময় শেষ।
পরি নাই
জানিও না।
দেখি কার ভান্ডারে কত আছে
সব বাহির হব…
খেয়ালী মেয়ে
:@
ব্লগার সজীব
অনামিকায় দিলে যতটা মানায়, অন্য কোন আংগুলে দিলে ততটা ভালো মানায় না।
খেয়ালী মেয়ে
তাই নাকি ;?
সায়ন্তনু
আংটি না পরলে এত চিন্তা করতে হবে না।
খেয়ালী মেয়ে
পড়া, না পড়ার কথা না, শুধুই জানার ইচ্ছে 🙂
কৃষ্ণমানব
কি বলব ?
এই নিয়ে ভাবার বয়স , সময়, সুযোগ , পরিবেশ , পরিস্থিতি কোনটাই আমার হয়নি !
অভিজ্ঞতার ঝুড়ি যখন পূর্ণতা পাবে তখন ভাববো .. .
ততটুকু সময় কি চেয়ে নিতে পারি ?
খেয়ালী মেয়ে
অবশ্যই………
জিসান শা ইকরাম
এর নির্দিষ্ট কোন কারন আসলে জানিনা বা খুঁজিওনি।
রেওয়াজ, চলে আসছে যুগ যুগ ধরে।
খেয়ালী মেয়ে
হুমমমম বুঝলাম…….
ওয়ালিনা চৌধুরী অভি
খেয়ালী মেয়ে এত কঠিন প্রশ্ন কেনো করে ? যার উত্তর আমি জানিনা 🙁
খেয়ালী মেয়ে
ইশশশশশশশশশশশশ আমি ভেবেছিলাম যে, শুধু আমিই জানি না-আর বাকী সবাই হয়তো জানে–তাইতো সবার কাছ থেকে জানার জন্য প্রশ্ন………….
থাক ভালোই হল যে, আমরা কেউই সঠিক উত্তর জানি না :p
লীলাবতী
আমি হুকুম দিয়েছিলাম, অনামিকাতে আংটি পড়াতে হবে, নইলে অন্য আঙ্গুলে দিলেই আংগুল কেটে ফেলা হবে। একারনে অনামিকায় আংটি পড়ানো হয় :p
খেয়ালী মেয়ে
মহারানী লীলাবতী আপনি এতোদিন কোথায় ছিলেন?…
আমিও এই মুহুর্তে একটু একটু আন্দাজ করতে পারছি যে, এর পেছনে লীলাবতী ছাড়া অন্য কারো হাত থাকতেই পারে না :p দেখেছেন আপনার আদেশ প্রজারা কিভাবে অক্ষরে অক্ষরে পালন করে–ধন্য আপনি, মহান আপনি 🙂
সোনিয়া হক
লীলাবতী দিদির আদেশে অনামিকায় আংটি পড়ানো হয়? বাপরে :p
খেয়ালী মেয়ে
হুমমম তেঁতুলরানী(লীলাবতী) বলে কথা :p
সঞ্জয় কুমার
অনুভূতি প্রেম এগুলো হার্ট নয় । মস্তিষ্ক থেকে তৈরী হয় । সেই হিসাবে বিয়ে তে আংটি না পরিয়ে মাথায় তাজ পরানো উচিত । ।
খেয়ালী মেয়ে
চিন্তার বিষয় ;?
সোনিয়া হক
খেয়ালী মেয়ের খেয়ালী প্রশ্নের উত্তর জানা নেই 🙁
খেয়ালী মেয়ে
🙁