অপেক্ষা

বোকা মানুষ ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:২৫:৫৪অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য

একটা উপযুক্ত ব্যাংক খুঁজছি,

জ্যোছনা জমা রাখবো কিছু!
বছর বছর সুদ আসলে বাড়বে,
বিরাট বড়লোক বনে যাবো আমি।
তারপর বড় একখন্ড জমি কিনবো
সাদা মেঘের আনন্দ নগর হাউজিং এ।
সেখানে স্বপ্ন দিয়ে হবে ছিমছাম বাড়ী,
সামনে, রোদ্দুরের খোয়া বিছানো উঠোন।
গাড়ি বারান্দায় ঝাঁ চকচকে ঝড় থাকবে,
পেছনের সুইমিং পুলে টলমল ভালবাসা।
তারপর তৃপ্তির তুলতুলে আসনে বসে,
তোমার জন্য থাকবো অনন্ত অপেক্ষায়…!
৬৬৯জন ৬৭০জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ