জবাব দাও ।

সঞ্জয় কুমার ২৬ অক্টোবর ২০১৪, রবিবার, ১২:৩১:০৪পূর্বাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ ১৪ মন্তব্য

ম

প্রয়োজন নেই এই স্বাধীনতা আমার
পরাধীন ছিলাম সে ও ছিল ভাল ।

কি হবে মুক্তিযুদ্ধে লক্ষ বোকা মানুষদের সহজ সরল আত্মত্যাগে ?

ধর্ষিতা বোনের শাড়ী দিয়ে বানানো
লক্ষ শহীদের রক্তে রাঙ্গানো
প্রিয় মাতৃভুমির পতাকা আজ শকুনে ঠুকরে খাচ্ছে ।

স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন
আজ সবাই ভুলেছে সে সব ।

নষ্ট মানুষের প্রেতাপ্তা ভর করেছে ।
কান পেতে শুনতে পারছ ঐ যে ওরা কাঁদছে আর বলছে

আমরা তোমাদের ক্ষমা করব না ।

আমাদের পবিত্র রক্তে রঞ্জিত মৃতিকা কেন দূষিত হবে রাজাকারের লাশে ?
তবে কেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম রাজ পথে ?
সে পথে কেন আজও শকুনের আনাগোনা ?

আমাদের প্রাণ, ঘর বাড়ি ,পরিবার ,সন্তান ফিরিয়ে দাও
কেন আজও আমার সহযোদ্ধারা না খেয়ে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে ?

আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেছিলাম ?

ইতিহাস থেমে থাকবে না
আমাদের আত্মত্যাগের সাথে সাথে পরবর্তী প্রজন্ম জানবে তোমাদের নুপুংশতার কথা ।

আমরা তোমাদের জন্য একটা স্বাধীন সার্বভৌম পতাকা রেখে গিয়েছিলাম ।
তোমরা ওদের জন্য কি রাখবে ?????

৫৩৮জন ৫৩৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ