সুধা ও শান্তির নীড়ে আমি এক বাকহীন পাখি
বোবা আর কালার অভিনয়ে আমি চেয়ে চেয়ে দেখি
বারুদ আর হৃদয়ের ঝলসানো প্রেম প্রেম খেলা
আঁখি তার ফাঁকির আগুন আমি ঝরাই কাব্যলীলা
উদরের বিষে আমি বিষ ঝরাই রক্তের বোধে
কালসাপের দংশনে ভাসি বেহুলা লখাই নদে
চাঁদ সওদাগরের পুত্র নই আমি তবু পড়ি গ্রাসে
জীবন সংশয় আমার ঘুমহীন পিরিতির ত্রাসে
মন পুড়ে গন্ধ ছড়ায় সারা দেহের বাটে
তুমি তো উড়াও ফানুস শান্তির ঘাটে।।
৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কবি লিখন ভাই, এক টুঁ বেদনা ছেড়ে সুখের অনুভুতিতে কলম চালান
জ্বলতে জ্বলতে আর কত ……………।
উহ পারিনা।
শুভেচ্ছা।
রকিব লিখন
সারা দেহে মন পোড়া গন্ধ।। বেদনার বিষে দাফন এ হৃদয়।।।
ধন্যবাদ ভাই এই অধমের কবিতা পড়ে কমেন্ট করার জন্য।। -{@ (3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বেশ ভাল হয়েছে কবিতাটি যে জীবন বিষন্ন।
রকিব লিখন
বিষণ্ন জীবনের বিষে জর্জরিত প্রাণ।।
তাই দুঃখকে জানাই আমি সশ্রদ্ধ সম্মান।।
—- ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ে কমেন্ট করার জন্য।।
খসড়া
ভাল লাগলো।
রকিব লিখন
বিষণ্ন জীবনের বিষে জর্জরিত প্রাণ।।
তাই দুঃখকে জানাই আমি সশ্রদ্ধ সম্মান।।
—- ধন্যবাদ আপনাকে আমার কবিতা পড়ে কমেন্ট করার জন্য।। -{@
অলিভার
একি প্রেমের আহাজারি!
প্রিয়মুখ দেখে যদি সুধাই পান করবো তাহলে সেখানে বিষ আসবে কেন?
রকিব লিখন
আসে না প্রেম আসে না সুধা
বিষে আসে প্রেম এ জামানায়…………
–ধন্যবাদ আপনাকে ……… -{@ (3 (y)