সুধা ও বিষ

রকিব লিখন ২১ অক্টোবর ২০১৪, মঙ্গলবার, ১১:০২:৫৮অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

সুধা ও শান্তির নীড়ে আমি এক বাকহীন পাখি
বোবা আর কালার অভিনয়ে আমি চেয়ে চেয়ে দেখি
বারুদ আর হৃদয়ের ঝলসানো প্রেম প্রেম খেলা
আঁখি তার ফাঁকির আগুন আমি ঝরাই কাব্যলীলা

উদরের বিষে আমি বিষ ঝরাই রক্তের বোধে
কালসাপের দংশনে ভাসি বেহুলা লখাই নদে
চাঁদ সওদাগরের পুত্র নই আমি তবু পড়ি গ্রাসে
জীবন সংশয় আমার ঘুমহীন পিরিতির ত্রাসে

মন পুড়ে গন্ধ ছড়ায় সারা দেহের বাটে
তুমি তো উড়াও ফানুস শান্তির ঘাটে।।

৫১৭জন ৫১৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ